Love Struck Love Struck Rose ভালোবাসি তোমায় Love Struck Love Struck Rose

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০১ মার্চ, ২০১৬, ১০:২৯:০২ সকাল



তোমার ঐ চাহনি

করেছে আমায় মুগ্ধ,

তোমারই প্রেমের আগুনে

হতে চাই আমি দগ্ধ।

তোমার হাসি

করেছে আমায় পাগলপারা,

তোমারই ভালোবাসা

করেছে আমায় দিশেহারা।

সারাজীবন থেকো তুমি

শুধু আমারই বুকে,

রাখবো তোমায় যতন করে

ভরিয়ে দেব সুখে।

বিষয়: সাহিত্য

১০৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360891
০১ মার্চ ২০১৬ সকাল ১১:৫৭
হতভাগা লিখেছেন : ম্যামকে পেতে গেলে আছে কি সমস্যা ?
তাহলে করে যান খুবসে তপস্যা
খুশী হয়ে আপনাকে করবে স্মরণ
বন্দনার অর্ঘে ভরাবেন চরন !
০১ মার্চ ২০১৬ দুপুর ০১:৫২
299099
গাজী সালাউদ্দিন লিখেছেন : হতচ্ছাড়া দেখি ইদানিং খুব ফুডায়!
০১ মার্চ ২০১৬ দুপুর ০১:৫৩
299100
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবিতা Love Struck
360904
০১ মার্চ ২০১৬ দুপুর ০১:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালবাসার গোষ্ঠী কিলাই
ভালবেসে ভালা নাই
360906
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:১৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই এতো ভালোবাসাবাসি করিয়েন না, বেশি ভালোবাসতে গেলে মাথায় উইঠা যাইবো, ঠিক বানরের মত।
তবে কবিতাটা সুন্দর হইছে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File