ভালোবাসি তোমায়

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০১ মার্চ, ২০১৬, ১০:২৯:০২ সকাল
তোমার ঐ চাহনি
করেছে আমায় মুগ্ধ,
তোমারই প্রেমের আগুনে
হতে চাই আমি দগ্ধ।
তোমার হাসি
করেছে আমায় পাগলপারা,
তোমারই ভালোবাসা
করেছে আমায় দিশেহারা।
সারাজীবন থেকো তুমি
শুধু আমারই বুকে,
রাখবো তোমায় যতন করে
ভরিয়ে দেব সুখে।
বিষয়: সাহিত্য
১০৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে করে যান খুবসে তপস্যা
খুশী হয়ে আপনাকে করবে স্মরণ
বন্দনার অর্ঘে ভরাবেন চরন !
ভালবেসে ভালা নাই
তবে কবিতাটা সুন্দর হইছে। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন