অনুকাব্য
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০১ মার্চ, ২০১৬, ০৯:০৯:০৮ সকাল
১/ একা মেয়ে
একলা তুমি ছাদে
কারও জন্য
মন কি তোমার কাঁদে।
২/ কি আর হবে
ভালবাসা ঢেলে বুকের
শুনলাম শেষ নেই নাকি
তোমার সুখের।
৩/ নাম লিখেছি
স্বার্থপরের খাতায়
আমার নামটি লিখনা আর
তোমার মনের পাতায়।
৪/ কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে-ফুলে।
৫/ ঘুম আসে না
মেলে রই আঁখি
এসো তুমি আর আমি হই
রাতজাগা পাখি।
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি আমি ছাড়া প্রেম বাঁচে না
যেন মেঘ ছাড়া ময়ুর নাঁচে না
মন্তব্য করতে লগইন করুন