অনুকাব্য

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০১ মার্চ, ২০১৬, ০৯:০৯:০৮ সকাল



১/ একা মেয়ে

একলা তুমি ছাদে

কারও জন্য

মন কি তোমার কাঁদে।

২/ কি আর হবে

ভালবাসা ঢেলে বুকের

শুনলাম শেষ নেই নাকি

তোমার সুখের।

৩/ নাম লিখেছি

স্বার্থপরের খাতায়

আমার নামটি লিখনা আর

তোমার মনের পাতায়।

৪/ কে বলেছে

গেছি তোমায় ভুলে

এই দেখনা নাম লিখেছি তোমার

হাজার ফুলে-ফুলে।

৫/ ঘুম আসে না

মেলে রই আঁখি

এসো তুমি আর আমি হই

রাতজাগা পাখি।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360895
০১ মার্চ ২০১৬ দুপুর ১২:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : তুমি আর আমি আর কেহ নয়, এমন একটা যদি পৃথিবী হয়!
360897
০১ মার্চ ২০১৬ দুপুর ১২:২৩
হতভাগা লিখেছেন : তুমি আমি , আমি তুমি , আমি তুমি , তুমি আমি
তুমি আমি ছাড়া প্রেম বাঁচে না
যেন মেঘ ছাড়া ময়ুর নাঁচে না
360898
০১ মার্চ ২০১৬ দুপুর ১২:২৪
নাবিক লিখেছেন : বাহ, দারুণ সব অনুকাব্য।।
360924
০১ মার্চ ২০১৬ বিকাল ০৪:০২
বাকপ্রবাস লিখেছেন : সুন্দর, বিষয় প্রেম ছাড়া আরো অন্য মাত্রা যোগ হলে আলো মধুর হতো, খুব সুন্দর কিন্তু বিষয় ছিলো একটা, নতুন নতুন বিষয় এর লিখা আসবে সেই অপেক্ষায় থাকলাম
367263
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২০
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ভাল লাগল। আশা করি নিয়মিত লিখবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File