একটি গল্প, তবে.................

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৭ জানুয়ারি, ২০১৬, ০৯:২৬:১৫ রাত

এক দেশে ছিল এক রাজা তার অনেক সৈন্য ছিল। রাজা ছিল তার পাশের দেশের রাজার ভক্ত। মাথায় শুধু ঘুরতো কিভাবে তার দেশটাকে পাশের দেশের দাদার নামে থুক্কু রাজার নামে করে দেয়া যায়।

সে চিন্তা ধারা নিয়ে রাজা তার ছেলাদের তন্ত্র-মন্ত্র দিয়ে নিজের বশ করে নিল এবং তাদের মাধ্যমে দেশের প্রজাদের উপর অত্যাচার করাতে লাগলো। (সেসব অত্যাচারের বিবরণ দেয়ার টাইম নাই :-P)

সেই রাজার সবচেয়ে বড় যে গুণ ছিল তা হলো ইস্যূর উপর ইস্যু। মানে হলো সে তার অপকর্মকে অন্য একটা বিষয় দিয়ে ঢেকে ফেলতো।

বুঝলেন না?!! দাঁড়ান বুঝাচ্ছি।

উদাহরণ স্বরুপঃ- সে একটা গণহত্যা চালাল যা নিয়ে তার রাজ্যে তোলপাড় শুরু হলো। তখন সে অন্য এলাকায় বড় ধরণের একটা ডাকাতি করিয়ে সবার নজর সেদিকে ঘুরিয়ে দিল। তখন সবাই গণহত্যার বিষয়টা ভুলে ডাকাতির ব্যাপারটা নিয়ে আলোচনায় মেতে উঠে। এটাই হলো তার চালাকি।

আর এসব করতে তার কোন অসুবিধা হয়না কারণ তার পোষা কুকুররা (সৈন্য) আছে এসব কাজের জন্য।

এভাবেই চলছিল তার রাজ্য।

বিঃদ্রঃ, বাস্তবে কারো সাথে মিলে গেলে লেখক দায়ী নয়। কাহীনি সম্পূর্ণ (অ)কাল্পনিক। :-P

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357139
১৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফ্যাক্ট ইজ স্ট্রেনঞ্জার দেন ফিকশন!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File