আমার সদ্যোজাত কন্যার জন্য একটি সুন্দর এবং অর্থপূর্ণ নাম চাই...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৭ জানুয়ারি, ২০১৬, ০৯:০৩:৪১ রাত
আস্ সালামু আলাইকুম,
সুপ্রিয় ব্লগার ভাই-ও বোনেরা।
আমার সদ্যোজাত কন্যা সন্তানের জন্য একটি সুন্দর এবং অর্থপূর্ণ নাম চাই। এবং তা আগামী কালকের মধ্যেই।এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি।
-নামটি ভাল অর্থপূর্ণ হতে হবে
-নামটি দু'টি শব্দে হলে ভাল হয়
-নামের অক্ষর দন্ত্যস দিয়ে হলে ভাল হয়
-তার ভাইদের একজনের নাম সাফওয়ান সালফি (Safwan Salfi)এবং অন্যজনের নাম সাইয়ান সায়ী (Saiyan Sayee)।
আশাকরি কেউ নেগেটিভলি নেবেন না।সহযোগিতা করলে বিশেষভাবে উপকৃত হবো।
ধন্যবাদান্তে-
আপনাদের ভাই..
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার পছন্দ সালমা। সালমা প্রথমে মুসান্না বিন হারিসা (রা.)এর স্ত্রী ছিলেন। মুসান্নার ইন্তেকাল এর পর সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) এর সাথে তার বিয়ে হয়। কাদসিয়ার যুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান আছে।
'সামিয়া তাবাসসুম' 'সানজিয়া সায়মা'
'সাবিহা তারান্নুম'
ইনশা আল্লাহ কখনও প্রয়োজন পড়লে আমি এ ধরণের নাম নির্ধারণের আশা রাখি.....!
যদি সম্ভাবনা খুবই......!!
মহান আল্লাহ মুমিনা হিসেবে বড় হওয়ার তাওফিক দান করুন। সুমাইয়া বা নুসাইবা নামটিও সুন্দর।
ঐতিহাসিক নাম হিসেবেঃ যুবাইদা, সুমাইয়া, খুবই পছন্দের।
আপনার কন্যার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
আর হ্যাঁ! আমার কাছে ভালো লাগছে “সামিয়া সায়মা সাইয়ারা” নামটি। যদিও একটু দীর্ঘ!
উপরে অনেক নাম এসেছে৷ ওতেই পছন্দেরটা পাবেন৷ ধন্যবাদ৷
১ম ছেলে-সাফওয়ান সালফি(SAFWAN salfi)
২য় ছেলে-সাইয়ান সায়ী(SAIYAN sayee)
মেয়ে-সামারাহ্ সালসাবিল (SAMARAH salsabil)
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন