আমার সদ্যোজাত কন্যার জন্য একটি সুন্দর এবং অর্থপূর্ণ নাম চাই...

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৭ জানুয়ারি, ২০১৬, ০৯:০৩:৪১ রাত



আস্ সালামু আলাইকুম,

সুপ্রিয় ব্লগার ভাই-ও বোনেরা।

আমার সদ্যোজাত কন্যা সন্তানের জন্য একটি সুন্দর এবং অর্থপূর্ণ নাম চাই। এবং তা আগামী কালকের মধ্যেই।এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি।

-নামটি ভাল অর্থপূর্ণ হতে হবে

-নামটি দু'টি শব্দে হলে ভাল হয়

-নামের অক্ষর দন্ত্যস দিয়ে হলে ভাল হয়

-তার ভাইদের একজনের নাম সাফওয়ান সালফি (Safwan Salfi)এবং অন্যজনের নাম সাইয়ান সায়ী (Saiyan Sayee)।

আশাকরি কেউ নেগেটিভলি নেবেন না।সহযোগিতা করলে বিশেষভাবে উপকৃত হবো।


ধন্যবাদান্তে-

আপনাদের ভাই..

বিষয়: বিবিধ

১৫৫৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357136
১৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বেবি নেম নিয়ে গুগলে সার্চ দিন দেখবেন শত শত সাইট আসছে নামের। সুন্দর নাম রাখুন এটাই কামনা।
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:১০
296375
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।
357137
১৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সারাহ, সামিনা, সাওদা, সালমা।
আমার পছন্দ সালমা। সালমা প্রথমে মুসান্না বিন হারিসা (রা.)এর স্ত্রী ছিলেন। মুসান্নার ইন্তেকাল এর পর সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) এর সাথে তার বিয়ে হয়। কাদসিয়ার যুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান আছে।
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:১২
296376
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সারাহ, সাওদা, সালমা-এই নামগুলো আমাদের পরিবারের সদস্যদের মধ্যে এসে গেছে। আর কোন অপশন স্যার?অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
357145
১৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:৫৫
আফরা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাইয়ার যখন সালমা পছন্দ তাহলে ভাইয়া আপনি আমার নামটাও মিলিয়ে সালমা সাইয়ারা বা সাইয়ারা সালমা রাখতে পারেন ।
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৭
296377
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর প্রস্তাবনা।
357147
১৮ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:২০
কাহাফ লিখেছেন :
'সামিয়া তাবাসসুম' 'সানজিয়া সায়মা'
'সাবিহা তারান্নুম'
ইনশা আল্লাহ কখনও প্রয়োজন পড়লে আমি এ ধরণের নাম নির্ধারণের আশা রাখি.....!
যদি সম্ভাবনা খুবই......!!
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৮
296378
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সম্ভাবনা উজ্জ্বল! ধন্যবাদ..
357149
১৮ জানুয়ারি ২০১৬ সকাল ১০:০১
মিশু লিখেছেন : আসসালামু আলাইকুম।
মহান আল্লাহ মুমিনা হিসেবে বড় হওয়ার তাওফিক দান করুন। সুমাইয়া বা নুসাইবা নামটিও সুন্দর।
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৯
296379
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ।
357164
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:২১
আবু জান্নাত লিখেছেন : সুমাইয়া, সায়ীদা, সারাহ, সাফওয়ানা, সামিয়া, সামীহা।

ঐতিহাসিক নাম হিসেবেঃ যুবাইদা, সুমাইয়া, খুবই পছন্দের।
১৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৬
296387
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ ও কৃতজ্বঞতা জানাচ্ছি প্রিয় ভাই। আপনার প্রস্তাবিত নামগুলোর জন্য..
357166
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : "সুমাইয়া ইসলাম শান্তা" আপনার নাম থেকে ইসলাম টা নিলাম, বাবার নামের সাথে মেয়ের নাম ম্যাচিং করে রাখাটা ইসলামি রেওয়াজ।
আপনার কন্যার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
১৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৭
296388
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় মামুন ভাই।Good Luck Good Luck
357168
১৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুমাইয়া নামটি আমার পছন্দের তালিকায়
১৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৭
296389
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ মতিন ভাই।
357179
১৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ও সুপ্রিয় ভাইয়া। কন্যা সন্তানের বাবা হওয়ার আনন্দ আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভ কামনা। Cheer Cheer Cheer Cheerমহান রব আমাদের সোনামণি, বাবু দু’জন ও তাঁদের গরোবীণি মা’সহ সকলকেই সুস্থতা ও দীর্ঘায়ু দান করুণ। আমীন। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Rose Rose

আর হ্যাঁ! আমার কাছে ভালো লাগছে “সামিয়া সায়মা সাইয়ারা” নামটি। যদিও একটু দীর্ঘ!

তবে গুগল থেকে অর্থপূর্ণ বেশ রুচিসম্মত নাম নির্বাচনের সম্ভাবনাও খুবিই উজ্জ্বল।

Cheer Cheer Cheer Cheer Bee Bee Bee Bee Bee
১৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪৪
296467
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আমাদের প্রত্যাশাও ছিল তাই, যেমনটি চেয়েছিলাম। দোয়া করবেন মেয়েটির জন্য, যাতে জগতের আদর্শ নারীদের ন্যায় সুপথে চলতে পারে।আপনার সুচিন্তিত পরামর্শের্ জন্য আন্তরিক মোবারকবাদ।
১০
357217
১৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:১৯
শেখের পোলা লিখেছেন : আপনার নবজাতক পছন্দের নাম নিয়ে আল্লাহর পথের পথিক হোক৷
উপরে অনেক নাম এসেছে৷ ওতেই পছন্দেরটা পাবেন৷ ধন্যবাদ৷
১৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪৪
296468
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও প্রিয় শেখ ভাই। দোয়া করবেন মেয়েটির জন্য।
১১
357227
১৯ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:০৩
দ্য স্লেভ লিখেছেন : আপনার সন্তান নামের চাইতে কামে বড় হোক।
১৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪০
296466
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দোয়া করবেন।ধন্যবাদ।
১২
357501
২৩ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩৬
আফরা লিখেছেন : হায় আল্লাহ !! ভাতিঝির নাম কি রাখলেন এখনো তো জানালেন না ভাইয়া !!
২৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:১০
296664
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওর মা আমাকে নাম রাথতে দিলেই তো! এ পর্যন্ত একটা নামও আমি রাখতে পারিনি।
১ম ছেলে-সাফওয়ান সালফি(SAFWAN salfi)
২য় ছেলে-সাইয়ান সায়ী(SAIYAN sayee)
মেয়ে-সামারাহ্ সালসাবিল (SAMARAH salsabil)
ধন্যবাদ আপনাকে।
২৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:১৩
296671
আফরা লিখেছেন : মাশাআল্লাহ! সবগুলো নামই খুব সুন্দর ।বুঝা গেল ভাবি অনেক স্মার্ট । ভাইয়া ভাবীকে আমার সালাম দিবেন ।আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লিলাহী ও বারাকাতুহু ।
২৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:১১
296672
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার সালাম পৌঁছে দেয়া হল।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File