প্রতিশোধ
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৭ জানুয়ারি, ২০১৬, ০২:১৪:৪৫ রাত
জানো! তুমি আমার বেঁচে থাকার অবলম্বন। তোমায় নিয়েই গড়া আমার এ জীবন। তোমার জন্যই আমার এই পৃথীবিতে আসা। তুমি ছাড়া আমার জীবনটাই যে বৃথা!
প্রিয়তমা, যেদিন তুমি আমাকে দূরে ঠেলে দিবে সেদিনই তুমিহীনা আমার এই অন্ধকার পৃথীবিকে আল বিদা বলে সবার থেকে চির বিদায় নিব। কারণ, তুমি ছাড়া আমার বেঁচে থাকাটাই মূল্যহীন। তুমি ছাড়া আমি বেঁচে থাকলেও হয়ে যাব প্রাণহীন। তোমাকে খুব ভালোবাসি সোনা, খুব ভালোবাসি।
এভাবেই একদমে জিনাতকে কথাগুলি বলে গেল রিফাত। রিফাত আর জিনাত একে অপরকে ভালবাসে। তবে জিনাতের চেয়ে রিফাতের ভালবাসার প্রকাশটা ছিল খুব বেশি। কিন্তু আজ রিফাতের আবেগময় কথাগুলি শুনে জিনাত নিজেকে আর ধরে রাখতে পারলো না। জড়িয়ে ধরল রিফাতকে। আর জিনাতের চোখ থেকে পড়তে লাগলো অশ্রু ধারা।
জিনাত ভাবতে লাগলো রিফাত সত্যিই আমাকে অনেক ভালোবাসে। ওর মতো প্রেমিক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এভাবেই জিনাত মন থেকে বিশ্বাষ করে নিল রিফাতের ভালোবাসাকে।
রিফাত এ সময়টার অপেক্ষাই করছিল। যখন বুঝতে পারলো জিনাত তাকে সম্পূর্ণ বিশ্বাষ করতে শুরু করেছে তখনই সে তার প্লান অনুযায়ী সামনে আগাতে লাগলো।
একদিন রিফাত জিনাতকে বললো চলো আমাদের বাসা থেকে ঘুরে আসবে। বাসায় কেউ নেই। জিনাত ২-১ বার না করে রিফাতের পিড়াপিড়িতে সরল মনে রাজী হলো। কারণ রিফাতের উপর তার আস্থা আছে।
বাসায় গিয়ে রিফাত বললো তুমি বসো আমি তোমার জন্য নিজ হাতে কফি বানিয়ে আনছি।
একটু পরই রিফাত কফি নিয়ে ফিরলো। দুজনে গল্প করতে করতে কফি খাচ্ছে। কিছুক্ষণ পর জিনাত বললো আমার মাথাটা যেন কেমন করছে। রিফাত বললো কফিটা শেষ করে নাও। কফি শেষ করেই জিনাত ঘুমের কুলে ঢলে পড়লো। অতঃপর রিফাত শুরু করলো তার আসল খেলা।
যখন জিনাতের ঘুম ভাংলো তখন সে বুঝতে পারলো যে তার সব শেষ।
দেখলো রিফাত সামনে বসে বিদ্রুপের হাসি হাসছে। জিনাত বললো এ তুমি কি করলে! রিফাত বললো প্রতিশোধ নিলাম।
প্রতিশোধ!! চমকে উঠে বললো জিনাত। জিজ্ঞাসা করলো কিসের প্রতিশোধ?
রিফাত বললো নে এ ভিডিওটা তোর ভাইকে দেখাস তাহলেই ও সব বুঝতে পারবে। বুঝতে পারবে আমার সাথে শত্রুতার ফল।
ভিডিওর কথা শুনে জিনাতের চোখে অন্ধকার নেমে আসলো। অনেক হাতে পায়ে ধরলো রিফাতের। কিন্তু বিনিময়ে আরো লাঞ্ছিত হলো।
জিনাত বুঝতে পারলো তার সব শেষ। বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে ইতি ঘটালো নিজের জীবনের। উড়না দিয়ে ঝুলে পরলো সিলিং ফ্যানের সাথে..............
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন