মেহদীর কাঁন্না………

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৭ জুলাই, ২০১৫, ০৩:৪৮:৫৬ দুপুর

মেহদী কেঁদে কেঁদে রাস্তা দিয়ে হাঁটছে। ছোট বাচ্চা। ৫-৬ বয়স হবে।

আগামীকাল ঈদ। কিন্তু এখনো নতুন জামা পায়নি মেহদী। পাড়া প্রতিবেশীর সব বাচ্চাদের নতুন জামা চলে এসেছে। কিন্তু মেহদীরটা এখনো আসেনি।

তাই মা-বাবার কাছে যেয়ে নতুন জামার বায়না ধরলো। বাপ প্রথম ভালোভাবে না করলেও পরে রেগে যেয়ে একটা থাপ্পড় দিয়ে বললো নতুন জামা দিতে পারবো না।

এ কারণেই কেঁদে কেঁদে বের হয়েছে মেহদী।

কিভাবে নতুন জামা দিবে তার বাবা ! রিক্সা চালিয়ে মাত্র কয় টাকা রুজীই করে। তা দিয়ে তো ৩বেলা ভালো করে খেতেই পারেনা। আবার নতুন জামা !

কয়েকজন ফিতরার কয়েক টাকা দিছিল তার বউরে। সেটা দিয়ে বউ ঈদের দিন পিঠা করার প্রস্তুতি নিচ্ছে।

নাহ মেহদীর বাপ ছেলের কান্না দেখে আর স্থীর থাকতে পারলো না। বের হলো ঘর থেকে।

গিয়ে পৌছলো হাসপাতালে । তারপর এক ব্যাগ রক্ত বিক্রি করলো নিজের অসুস্থ শরীর রেখেও। শুধু ছেলের মুখে হাসি দেখার জন্য। তারপর নতুন জামা নিয়ে বাড়ী পৌছলো।

এদিকে মেহদী হাঁটা বন্ধ করে রাস্তার পাশে বসেই কাঁদছে। হঠাৎ দেখলো তার বাবা একটা ব্যাগ হাতে নিয়ে আসছে। দেখে একটা হাসি দিয়ে দৌড়ে গেল বাবার কাছে। তারপর নতুন জামা দেখে আনন্দে আত্মহারা। কিন্তু সে জানেনা তার মুখের এই হাসিটার জন্যই রক্ত বিক্রি করেছে তার বাবা।

প্রিয় পাঠক !! একটু নজর দিন না আপনার আশপাশের গরীবদের দিকে । আমরা যদি চেস্টা করি তাহলে মেহদীর বাবার মতো আর কোন বাবাকে রক্ত বিক্রি করে ছেলের মুখে হাসি দেখতে হবেনা। আপনিই একটু কষ্ট করুন গরীবের মুখে হাসি ফুটানোর।

বিষয়: সাহিত্য

১০৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330384
১৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৪
দুষ্টু পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ
১৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৭
272719
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
330446
১৮ জুলাই ২০১৫ রাত ০১:১৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আসলেই, সবার নজর দেওয়া দরকার
১৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৬
272718
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File