গোরস্থানে একদিন

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ জুলাই, ২০১৫, ০৪:০২:০২ বিকাল



কবরের বাঁশে ধরেছে উইপোকা

উপরে টসটসে আবলুসের থোকা

কবরের খুঁটিতে ধরেছে ঘুন

নাচুনে মৌমাছিরা করছে গুনগুন

কবরের মাথার কাছে কয়েকটা দুধকচু

এত বছর বেচে থেকেও মনে হয়, হলো না কিছু

কবরের পায়ের কাছে একটা বড়ইগাছ

মাটির নিচে চাপা পড়েছে দীর্ঘশ্বাস

কবরের বামপাশে ভেঙে পড়েছে দেয়াল

কবরের বুক ভেঙেছে, কেউ করছে না খেয়াল

কবরের ডানপাশে আরও নতুন কবর

এত কাছে তবু কেউ জানে না কারো খবর!

কবরের বেড়ায় দুলছে রায়ট লতা

পাশের পথ দিয়ে হেঁটে যায় কত কথা!

বিষয়: সাহিত্য

৯৪১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330423
১৭ জুলাই ২০১৫ রাত ১০:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File