হতভাগার ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন হতভাগা ১৭ জুলাই, ২০১৫, ০৪:০৭:০৫ বিকাল
ঈদের প্রাক্কালে আবারও নিয়ে এলাম ছবি ব্লগ । এগুলো নেট দিয়েই ধরেছি । সাথে আমার নিজস্ব কমেন্ট জুড়ে দিয়েছি । কিছু সিরিয়াস , অধিকাংশই ফান ।
১. 
বেকার বসে আছে ছাত্রলীগের কিছু কিছু পোলাপান
এদেরকে কাজে লাগানো দরকার 
২. ছবির লিখাই সব বলে দেয় 
৩. 
মনে হয় দোকান পাল্টানো হলেও নাম পাল্টানো হয় নাই তখনও
৪. 
রাতে বিরাতে না ঘুমিয়ে ডার্লিংয়ের সাথে মোবাইলে কথা বলা ছেলেমেয়েদের রুমে অভিভাবকেরা এই পোস্টার লাগাতে পারেন
৫. 
ম্যারেজ অ্যানিভার্সারির কেক এর কথা আমরা শুনলেও এটা হল ডিভোর্সের কেক । বিয়ের মত তালাকও এখানে একটা উতসবের অনুসঙ্গ হয়ে গেছে ।
৬. 
সোনার বাংলা , টুডের বহু ব্লগার উনার মুখোশ অনেকবার খুলেছেন । উনার চেহারা তো ঠিকই আছে বলে মনে হয় ।
আমার কাছে অবাক লাগে উনার এইভাবে বসার স্টাইলটি
৭. 
ছবিটি কোন জায়গার ?
৮. 
এটা বাস্তব সত্য
৯. 
Am I right or am I right ?
১০. 
স্ত্রী-বশীভূত স্বামী ।
১১. 
ডায়লগটি আমার কাছে অস্থির লেগেছে ।
১২. 
ফিলিস্তিনি শিশুদের জন্য ইসরায়েলি শিশুদের উপহার ।
হিংসার অনল শৈশব থেকেই প্রজ্বলিত করা হয়
১৩. 
''শিল্পী ..... আমি তোমাদেরি গান শোনাবো
তোমাদেরি মন ভরাবো ''
১৪. 
দরকারি লিখা । শেয়ার করতে বলা আছে , তাই করলাম ।
১৫. 
লাভ ম্যারেজে লাভ অনেক
১৬. 
বিএনপির হরতালে রাজপথ কাঁপানো দুর্ধষ নেত্রী রেহানা । এরা নড়াচড়া করে বলেই বিএনপিকে কেউ কেউ বাধ্য হয়ে মনে রেখেছে ।
১৭. 
ভাইভা পরীক্ষার প্রকৃত দৃশ্য
১৮. 
কি খাবেন ? আপনাদের জন্য ইলিশের ব্যবস্থা করা হয়েছে এপার বাংলায় 
১৯. 
অস্বীকার করার মত কিছুই নাই এই কথায়
২০. 
এই জায়গাটা এখন কি আগের সেই নামেই আছে , নাকি নাম ও কার্যক্রম চেন্জ হয়েছে ?
২১. 
কি লিখা আছে এতে ?
২২. 
জলিলকে দিয়ে যেরকম ফান করা যায় সেটা আর কাউকে দিয়ে করা যায় না সাইবার জগতে
২৩. 
ওয়েলকাম টু সুয়ারেজ পার্ক
২৪. 
ব্লগার দ্যা স্লেভ , ঈদের দিন খাওয়া দাওয়ার পর
২৫. 
ঈদের মেকআপ নিতে ব্যস্ত ভাইয়া ও আপুরা
২৬. 
খাবার নিয়ে কাড়াকাড়ি
বড়দেরও নাহি ছাড়ি
২৭. 
লালবৃত্তের ভেতরে সংখ্যাটি কত ?
২৮. 
আপুদের জন্য প্রশ্ন
২৯. 
এইসব কথা শোনার কি টাইম আছে ছ্যাবলা পোলাপানদের ?
৩০. 

নেইমারকে ফাউল করা এই প্লেয়ারটির নাম কি মনে আছে ?
আল্লাহর দয়ায় সবাই ভাল থাকুন এবং সবার ঈদ ও এর আগে পরে ভাল কাটুক - আমিন ।
বিষয়: বিবিধ
২১৪৭ বার পঠিত, ২১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ছবি গুলো নিয়ে সময় করে বসে ভেবেচিন্তে একটি জবাব লিখতে হপে.....! ঈদ মোবারক।
ছবি নং ৯. ৯০% রাইট।
প্রথম দুই ছবির ব্যাপারে সামান্য ছড়ায়িক মন্তব্য
দেশের আপদ কুত্তালীগ,
ছাগল থেকেও কিছু শিখ।
দেখ কিভাবে বইছে মাল,
নয় ধর্ষক, খুনী, মাতাল।
''শিল্পী ..... আমি তোমাদেরি গান শোনাবো তোমাদেরি মন ভরাবো''
মন্তব্য করতে লগইন করুন