সুমন এখন পাগল প্রায়।

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৮ জুলাই, ২০১৫, ১১:২৪:৫৭ রাত

সুমন নতুন বিয়ে করছে। বউ দেখতে

মাশাল্লাহ জাক্কাস। চাইলে খালী দেখবারই

মন চায়।

সুমন বউরে খুব ভালোবাসে। বউ যা কয় তাই

শুনে। সেইরকম বউ পাগলা।

সুমন দুপুরে কাজে যায় আর গভীর রাতে বাড়ী

ফিরে। এসে দেখে বউ সজাগই আছে। সুমন

ভাবে আহ আমার বউ আমারে কত্তো

ভালোবাসে । কিন্তু বউ তো অন্য কারণে

সজাগ থাকে।

একদিন সুমন বাড়ীতে এসে দেখে বউ ঘরে

নাই। সুমন ভাবলো বউ হয়তো বাথরুমে

গেছে। কিন্তু ঘন্টা পেরিয়ে গেল বউ আসলো

না।

এবার সুমন চিন্তায় পড়ে গেল। পাগলের

মতো বউরে খুঁজতে লাগলো। সারা বাড়ী

তন্নতন্ন করে খুঁজেও বউ পেল না।

কান্নাকাটি করে মহল্লার সবাইকে জাগিয়ে

তুলল।

এবার চতুর্দিকে হৈচৈ শুরু হলো। সুমনের বউ

কৈ, বউ কৈ? এদিকে সুমন বারবার ঙান

হারাচ্ছে। হাসপাতালে নেয়া হলো। ICUতে

ভর্তি করা হলো। আর ঐদিকে সবাই সুমনের

বউরে খুঁজতে লাগলো। থানায় জিডি করা

হলো।

অবঃশেষে পরদিন পুলিশের মাধ্যমে জানা

গেল সুমনের বউ পলাই গেছে সুমনের এক

ফেসবুক বন্ধুর লগে।

এটা শোনে সুমন বুঝলো কেন গভীর রাতে

এসেও বউকে সজাগ পেত।

আজ বউ হারানোর দুক্কে সুমন পাগল প্রায়।

মোরালঃ- গভীর রাতে বাড়ীতে এসে বউরে

সজাগ পেলেই ভাব্বেন না আপনার জন্য-ই

সজাগ। বিষয়টা খতিয়ে দেখে নিয়েন কেন

সজাগ।

আর এতো বউ পাগল হইয়েন না যে, বউ

হারিয়ে সত্যিই পাগল হতে হয়।

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329237
০৮ জুলাই ২০১৫ রাত ১১:৩০
নূর আল আমিন লিখেছেন : ভাল্লাক্সে
১১ জুলাই ২০১৫ বিকাল ০৪:১০
271857
ইশতিয়াক আহমেদ লিখেছেন : মাইরালা
329269
০৯ জুলাই ২০১৫ রাত ০৪:২৮
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : হায়!হায়
১১ জুলাই ২০১৫ বিকাল ০৪:১০
271858
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হ হ
Tongue
329270
০৯ জুলাই ২০১৫ রাত ০৪:৪৭
মাটিরলাঠি লিখেছেন :
সুমনরে কিছু কইয়েন না, যা কওয়ার ফেসবুকরে কন।
১১ জুলাই ২০১৫ বিকাল ০৪:১০
271859
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হাহাহাTongue
329291
০৯ জুলাই ২০১৫ সকাল ১০:২৯
হতভাগা লিখেছেন : সুন্দরী মেয়ে বিয়ে করতে অনেকেই ফাইট করে । আর যে ফাইটে জেতে তার জন্য সুন্দরী মেয়েটাকে ধরে রাখা সেই ফাইটের চেয়েও অনেক কঠিন ।

শিরোপা জেতা যতটা কঠিন , তার চেয়েও কঠিন সেটা ধরে রাখা।
১১ জুলাই ২০১৫ বিকাল ০৪:১২
271860
ইশতিয়াক আহমেদ লিখেছেন : মাশাললাহ সেইরম এককান মন্তব্য Good Luck Good Luck Good Luck Good Luck
329452
১০ জুলাই ২০১৫ সকাল ১১:৩৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এসব গল্প পড়তে ভাল লাগলেও হাজবেন্ড ওয়াইফের মাঝে সন্দেহ বাড়াবে অনেকটা হিন্দি সিরিয়ালের মতই।
১১ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৩
271861
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হাহাহা .....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File