সাহি্ত্যের সাথে পথ চলা-০৫
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৮ জুলাই, ২০১৫, ১১:৫০:৫৮ রাত
টু বি অর নট টু বি ভাবতে ভাবতে
ফিরে এলাম রাসেলের সুখের কাছে,
দর্শনের বেড়াজালে অসুস্থ সুখ
করতে পারেনা নিজেকে সুখি।
দর্শন, বড্ড উচ্চাংগের সুর,
কিয়দাংশ শুনি, কতেক দুর্ব্যোধ্য আজীবন-
তবু ইয়স্তেন গার্ডারের মায়ায় পড়ে
অনুপ্রবেশ করি সোফির জগতে।
গল্পের ঢঙে দর্শন শেখা! সুন্দরম।
পাঁড়ার গলিতে দেখা হল কার্ল মার্কসের সাথে,
পুঁজি নিয়ে এসেছেন সাম্যের ফতুয়া গায়ে,
হাঁতুড়ি আর কাস্তের ছদ্মবেশে
ডাইনোসরের নিষ্টুর থাবা।
প্রমোদ গুনলেম চুপিসারে,
চিনলেম আলো-আঁধারের নষ্ট কুশীলবদের।
মস্কোর চিতায় ইয়েলতসিনের আগুন লাগানো
দেখতে দেখতে ঘরে ফিরি,
উঠোনে বসে আছে বুশ,ক্লিনটন,ওবামা
হিটলারের মেইন ক্যাম্প পড়ায় ব্যস্ত।
ভোলগা থেকে গংগা পর্যন্ত কেঁপে ঊঠে,
হতাশ আমি মার্ক টোয়েনের হাত থেকে
কেঁড়ে নিই বিলম্বিত রুশ পাসপোর্ট।
মনে মনে ভাবি কোথায় পালানো যায়?
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাঁড়ার গলিতে দেখা হল কার্ল মার্কসের সাথে,
পুঁজি নিয়ে এসেছেন সাম্যের ফতুয়া গায়ে,
হাঁতুড়ি আর কাস্তের ছদ্মবেশে
ডাইনোসরের নিষ্টুর থাবা।
ঐসব নষ্ট দর্শনও এখন ডাইনোসরের পরিণতি হয়েছে..যতই পড়ছি আপনা
পুঁজি নিয়ে এসেছেন সাম্যের ফতুয়া গায়ে,
হাঁতুড়ি আর কাস্তের ছদ্মবেশে
ডাইনোসরের নিষ্টুর থাবা।
ঐসব নষ্ট দর্শনও এখন ডাইনোসরের পরিণতি হয়েছে..যতই পড়ছি আপনার লিখা মুগ্ধতা কাটছে না.. অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন