দ্বীন ইসলাম ,জ্বীন্দাবাদ 
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৩৪:২৩ দুপুর

ইসলামকে যারাই করে
সন্ত্রাসী বলে আখ্যায়িত,
আসলে ওরাই করে সন্ত্রাস
ওরাই খুনী কুখ্যাত।
পৃথীবিতে ইসলামই হলো
সবচেয়ে শান্তির ধর্ম,
ইসলামে পায় না ঠাই
কোন ধরণের অপকর্ম।
মুসলিম দেশে অমুসলিমরাও
পায় সম্পূর্ণ নিরাপত্তা,
আশ্চর্য এসব দেখেও
তোরা নেস না শিক্ষা,
মনে হয় তোরা মানুষ নয়
তোরা একেকটা কুত্তা।
অমুসলিম দেশে মুসলিমরা
হচ্ছে নির্যাতিত,
সন্ত্রাস বলে আখ্যায়িত দেস
হস যখন অপরাজিত।
প্রতিবাদীরা হয় না সন্ত্রাস
ওরা তো নষ্ট করে তোদের সৃষ্টি ত্রাস,
প্রতিবাদী হয়ে জেগে উঠলেই
ওদের বানিয়ে দিস তোরা সন্ত্রাস।
ইসলামে জায়গা পায়না
কোন সন্ত্রাসবাদ,
ধর্মের জন্য জিহাদ করে বলে উঠে তারা
দ্বীন ইসলাম ,জ্বীন্দাবাদ।
বিষয়: সাহিত্য
৯২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ নায়ক ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন