বিজ্ঞাপন: বাঙলাদেশ

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৩:০৮ দুপুর

হ্যাঁ, আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি।

যদি আপনার কোন মগজ না থাকে, শুধু পেশি থাকে

যদি আপনার কোন হৃৎপিন্ড না থাকে, শুধু লিঙ্গ থাকে

যদি আপনার কোন ওঁষ্ঠ না থাকে, শুধু দাঁত থাকে

তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি

যদি আপনি অবলীলায়, একটুও না কেঁপে, শিশুপার্কে

একঝাঁক কবুতরের মতো ক্রীড়ারত শিশুদের মধ্যে একের পর এক

ছুঁড়ে দিতে পারেন হাতবোমা।

যদি আপনি কল্লোলমুখর একটা কিন্ডারগার্টেনে পেট্রল ছড়িয়ে

হাসতে হাসতে আগুন লাগিয়ে দিতে পারেন প্রাতরাশের আগেই

এবং পকেটে হাত রেখে সেই দাউদাউ অগ্নিশিখার দিকে

তাকিয়ে খুব স্থিরভাবে টানতে পারেন ফাইভ ফিফটি ফাইভ

হ্যাঁ, তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি।

যদি আপনি পেমিকাকে বেড়াতে নিয়ে উপর্যুপরি ধর্ষণের পর

খুন করে ঝোপে ছুঁড়ে ফেলে একশো মাইল বেগে সাইলেন্সারহীন হোন্ডা

চালিয়ে ফিরে আসতে পারেন ন্যাশনাল পার্ক থেকে

কলাভবনের বারান্দায় যদি আপনি অকস্মাৎ বেল্ট থেকে ছোরা টেনে নিয়ে

আমূল ঢুকিয়ে দিতে পারেন সহপাঠীর বক্ষদেশে,

যদি আপনি জেব্রাক্রসিংয়ে পারাপাররত পথচারীদের ওপর দিয়ে

উল্লাসে চালিয়ে দিতে পারেন হাইজ্যাক করা ল্যান্ডরোভার

তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি

যদি আপনার ভেতরে কোন কবিতা না থাকে, শুধু হাতুড়ি থাকে

যদি আপনার ভেতরে কোন গান না থাকে, শুধু কুঠার থাকে

যদি আপনার ভেতরে কোন নাচ না থাকে, শুধু রিভলবার থাকে

যদি আপনার ভেতরে কোন স্বপ্ন না থাকে, শুধু নরক থাকে

তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি

যদি আপনি পিতার শয্যার নিচে একটা টাইমবোম্ব ফিট করে

যাত্রা করতে পারেন পানশালার দিকে,

যদি আপনি জননীকে ঠেলে ফেলে দিতে পারেন টাওয়ারের

আঠারো তলার ব্যালকনি থেকে

যদি আপনি আপনার এলাকার ফুলের চেয়েও রূপসী মেয়েটির মুখে

এসিড ছুঁড়ে তাকে রূপান্তরিত করতে পারেন

পৃথিবীর সবচেয়ে কুৎসিত দুঃস্বপ্নে

তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি

হ্যাঁ, আপনাকেই নিয়োগ করা হবে আমাদের মহাব্যবস্থাপক

আপনার ওপর ভার দেয়া হবে সমাজের

আপনার ওপর ভার দেয়া হবে রাষ্ট্রের

আপনার ওপর ভার দেয়া হবে সভ্যতার

আপনার খাদ্য হিসেবে বরাদ্দ করা হবে গুদামের পর গুদাম ভর্তি বারুদ

আপনার চিত্তবিনোদনের জন্যে সরবরাহ করা হবে লাখ লাখ স্টেনগান

আপনিই যদি হন আমাদের আকাঙ্খিত প্রতিবাবান পুরুষ

তাহলে, পোস্টবক্স: বাঙলাদেশ ১৯৮৬ তো

আজই আবেদন করুন।

@বিজ্ঞাপন: বাঙলাদেশ ১৯৮৬ -হুমায়ুন আজাদ

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303656
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৫
হতভাগা লিখেছেন : প্রতিভাবান পুরুষের কোন দেখা পাবেন না এখন , আছে প্রতিভাবান নারী ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File