ইসলাম চিরদিন থাকবে

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:১১:৫০ রাত



দেশটা নয় তো কারো

বাপের সম্পত্তি,

তাহলে কেন আমাদের

স্বাধীনতায় তোদের আপত্তি?

দেশের জন্য রক্ত দেয়নি

তোমাদের মুজিব/জিয়া,

দেশকে মুক্ত করেছে

সাধারণ মানুষ রক্ত দিয়া।

দেশের মানুষ মোরা

শান্তিতে বাঁচতে চাই,

দেশের কথা ভেবে

বন্ধ করো তোমাদের লড়াই।

অযথা দেশের মানুষ হচ্ছে

প্রতিনিয়ত খুন-হত্যা গুম,

তোমরাই এর জন্য দায়ী

হারাম করেছ আরামের ঘুম।

স্বাধীন দেশের সিংহাসনকে

করে তোমরা হাত,

করতে চাচ্ছ সবাই মিলে

ইসলামকে নিপাত।

দরকার হয় এদেশে

আবার একটা যুদ্ধ হবে,

তবুও এদেশে চিরদিন

ইসলাম বেঁচে থাকবে।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303561
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সত্য বলেছেন। ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০৫
245530
ইশতিয়াক আহমেদ লিখেছেন : শুকরীয়া Good Luck Good Luck Good Luck
303563
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০৫
245531
ইশতিয়াক আহমেদ লিখেছেন : শুকরীয়া Good Luck Good Luck Good Luck
303579
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০০
রক্তলাল লিখেছেন : সেই যুদ্ধ কবে করবেন?
সুদ ঘুষ দুর্নীতি এসবের প্লাবনে ভাসছে দেশ - আর বাজাইতেছেন বেহালা
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০০
245535
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অচিরেই আসছে সেই সময়। ইনশাআল্লাহ
303591
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৪
আফরা লিখেছেন : অবশ্যই নায়ক ভাইয়া ইসলাম থাকবেই ।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২৪
245599
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ আরু মনি Good Luck Good Luck Good Luck
303599
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২৯
কাহাফ লিখেছেন : তাগুতেরা যতই টানিয়আ ধরিতে চাহুক না কেন,ইসলাম স্বমহিমায় উদ্ভাসিত হইবেই হইবে!!
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২৪
245600
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অবশ্যই। Good Luck Good Luck Good Luck Good Luck
303622
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৬
সবুজ মিনার লিখেছেন : দেশের জন্য রক্ত দেয়নি
তোমাদের মুজিব/জিয়া,
কথাটির সাথে একমত হতে পারলাম না। কারন জিয়া ৯ মাস রণাঙ্গনে ছিল। বেঁচে বীরের বেশে ফিরে আসাটা কি তার অপরাধ???।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২৭
245601
ইশতিয়াক আহমেদ লিখেছেন : বীরের মতো ফিরেছে কিন্তু জীবন দেয়নি। আমি এটাই বলতে চেয়েছি। তার অপরাধ নয় । কিন্তু যা সত্যি তাই বলেছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File