ইসলাম চিরদিন থাকবে
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:১১:৫০ রাত
দেশটা নয় তো কারো
বাপের সম্পত্তি,
তাহলে কেন আমাদের
স্বাধীনতায় তোদের আপত্তি?
দেশের জন্য রক্ত দেয়নি
তোমাদের মুজিব/জিয়া,
দেশকে মুক্ত করেছে
সাধারণ মানুষ রক্ত দিয়া।
দেশের মানুষ মোরা
শান্তিতে বাঁচতে চাই,
দেশের কথা ভেবে
বন্ধ করো তোমাদের লড়াই।
অযথা দেশের মানুষ হচ্ছে
প্রতিনিয়ত খুন-হত্যা গুম,
তোমরাই এর জন্য দায়ী
হারাম করেছ আরামের ঘুম।
স্বাধীন দেশের সিংহাসনকে
করে তোমরা হাত,
করতে চাচ্ছ সবাই মিলে
ইসলামকে নিপাত।
দরকার হয় এদেশে
আবার একটা যুদ্ধ হবে,
তবুও এদেশে চিরদিন
ইসলাম বেঁচে থাকবে।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুদ ঘুষ দুর্নীতি এসবের প্লাবনে ভাসছে দেশ - আর বাজাইতেছেন বেহালা
তোমাদের মুজিব/জিয়া,
কথাটির সাথে একমত হতে পারলাম না। কারন জিয়া ৯ মাস রণাঙ্গনে ছিল। বেঁচে বীরের বেশে ফিরে আসাটা কি তার অপরাধ???।
মন্তব্য করতে লগইন করুন