মিছিল

লিখেছেন লিখেছেন তরবারী ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৪:৩৮ রাত

এ মিছিল কভু শেষ হবার নয়,

থেমে নিস্তব্দ হয়ে যাওয়ার মত নয়

এ মিছিল কাল কালান্তর হতে

পর দাদা বাপ ছেলে হতে

কালো থেকে সাদা,সাদা থেকে বাদামী

বেতেলহাম থেকে তুরান,

ককেশাস থেকে ইয়েমান

হাতে হাত রেখেই বহমান।

এ মিছিল মন্ত্রের ফুঁ তে তন্ত্র কথার পুঁথি গাঁথা নয়

ইতিহাস লিখতে রং করা কালির ছোঁয়া নয়

বীর মুকুট নিতে বুক চিতিয়ে দেয়ার নয়

এ মিছিল অর্থের তলে অনর্থের তরে নয়

এ মিছিল পেশীর মাপে বিজয়ের নেশা নয়।

এ মিছিল হামজা থেকে আয়ুইবির

আয়ুবি থেকে সাহাব বীর উচ্চদের

দুর্বার,অপ্রিরোধ্য,দুর্বিনীত,দুর্নিবার

মিথ্যার বুক চিড়ে সত্যের পতাকা খচন এর

এ মিছিল মজলুমের আর্তনাদের

এ মিছিল অন্যায়ের বুকে ক্ষত চিহ্ন আঁকার।

এ মিছিল "আল্লাহু আকবার " ধ্বনির কাঁপনের।

এ মিছিল রক্তের কালিতে লিখা মুক্তির

এ মিছিল গৌরব আর মাথা উঁচু করে দাঁড়াবার।

এ মিছিল শাহদাতের অমিয় ধারার

নীল নদ থেকে গ্রানাডা,আফ্রিকা থেকে বঙ্গ যমুনা

প্রভুর হুকুম - জিহাদ ফি সাবিলিল্লাহ।

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303559
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
303562
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
305034
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:১০
কাঁচের বালি লিখেছেন : দারুন , মিছিলের জয়ধ্বনি শুনতে পাচ্ছি !
341436
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪২
তরবারী লিখেছেন : ও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File