আদরের ছোট ভাই

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৬ জানুয়ারি, ২০১৫, ১০:০৫:৫৯ সকাল



২দিন যাবৎ ব্যবসা-বাণিজ্যর কিছু বিষয় এন্ড আরো কিছু কারণে মনটা বিষণ খারাপ।

ঠিকমত খাওয়া-দাওয়া না করা, ঘুম তো এমনিতেই কম তার মাঝে এখন আরো কম হওয়ায় , শরীরটাও তেমন ভালো না। দূর্বল হয়ে গেছি।

সারাদিন বাসায় পড়ে থাকি আর মার বকা শুনি। ঠিকমত খাস না,ঘুমাস না, সবসময় এক ল্যাপটপ নিয়ে পড়ে থাকিস। দিন দিন শুকাচ্ছিসই শুধু। এখন তো ছোটও না যে মেরে খাওয়াবো, ঘুম পাড়াবো। এ বয়সে এতো টেনশন করতে হবে কেন তোকে ! আরো কত কি……

এক কথায় একেবারে বোরিং আমি।…

এসবের মাঝে সন্ধ্যায় ছোট ভাই এসে বলতেছে, ভাইয়া ! ভাইয়া !

কি হইছে? বল।

চল না মেলায় যাই, বাণিজ্য মেলায়।

না আমার ভাল্লাগেনা পারুম না।

চল না ভাইয়া , আমাকে মেলা থেকে কিছু কিনে দে। চল……

পারুম না কইছি না! যা এখান থেকে।

আমার বকায় হেতে শুরু করলো কান্না-কাটি , আম্মু আম্মু বলে চিৎকার করে আম্মুর কাছে গিয়ে আমার নামে নালিশ।

আবার আম্মু এসে ওকে নিয়ে যাওয়ার কথা বলল, আর না করতে পারলাম না। নিজেও ভাবলাম যাই গিয়ে দেখি মনটা ভালো হয় কিনা। গেলাম ওরে নিয়া।

গিয়ে দেখলাম নাহ মেলা এখনো তেমন জমজমাট হয়নি। জিনিস-পত্র এখনো বেশি কিছু আসেনি। ও কিনলো পছন্দ মতো কিছু জিনিস।

তারপর ওরে নিয়া কিছু ঘুরাঘুরি করলাম , সবকিছু হেঁটে হেঁটে দেখলাম। হাঁটছি, তখন ভাই, বলল ভাইয়া তুই কিছু কিনবি না?

আমি কইলাম না ভাই ,তুই-ই কিনতে থাক সোনা ভাই। আমার লাগবো না।

ও কইলো না আর কিছু কিনুম না, চল কিছু খাই। গেলাম চটপটি খেতে , ও খাচ্ছে আর আমাকে জিঙ্গাস করলো, ভাইয়া ! তোর মনটা কিছু ভালো হইছে?



আমি মাথা তুলে থাকালাম ওর দিকে, দেখলাম মুখটা মলিন হয়ে আছে।

ও আবার বলল, ভাইয়া ! তোর মন ভালো করার জন্যই আসার জন্য বায়না ধরেছিলাম। একদিন পরে আসলেও তো কিছু হতো না, কিন্তু আজ আসলাম যদি তোর মন কিছুটা ভালো হয়।

ওর কথা শুনে , আমার চোখ পানিতে ছলছল করতে লাগলো কিন্তু পানি পরতে দিলাম না। কিছু না বলে খেয়ে চুপচাপ উঠে ওকে জড়িয়ে ধরলাম। হাসি ফোটালাম নিজের মুখে এবং ওর মুখে। তারপর ওকে বললাম চল, দোলনায় উঠি। দু‘ভাই দোলনায় উঠে আরো কিছু আনন্দ ফূর্তি করলাম।

তখন ভাইর কি যে আনন্দ। বলল, ভাইয়া ! তাহলে আমি তোর মনটা ভালো করতে পারলাম।

আমি ওকে কাছে টেনে নিয়ে শুধু হুম শব্দটি উচ্চারণ করলাম।

আর মনে মনে বললাম, তোর মতো ছোট ভাই যার আছে তার মন খারাপ থাকতে পারে না। সত্যিই তুই আমার কলিজার টুকরা। আমার স্নেহ ভালোবাসা বৃথা যায় না।

বিষয়: সাহিত্য

১৮৭৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300377
১৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনার ব্লগটি পড়ে আমার মেজু ভাইয়ের কথা মনে পড়ে গেল। যে আমাকে ইচ্ছকরে অনর্থক রাগাত, আবার রাগ ভাঙ্গানো জন্যও বিভিন্ন কায়দার আশ্রয় নিত। হয়ত খুব বেশি ভালবাসত তাই।
আমার সেই ভাইটি ২০০৯ সালে ৩ই মার্চ এক সড়ক দুর্ঘটনায় দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন সে আর আসে না আমাকে রাগিয়ে পরে রাগ ভাঙ্গাতে ।
১৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৫৮
243067
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে বেহেস্ত দান করুন। আমিন
300426
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২২
আফরা লিখেছেন : নায়ক ভাইয়া ঠিকমত খাওয়া - দাওয়া আর ঘুমাইয়েন তানা হলে কাঠমোল্লা হয়ে যাবেন যে -----
১৬ জানুয়ারি ২০১৫ রাত ১১:২৮
243123
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কাঠমোল্লা কি?Worried
১৬ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৫
243126
আফরা লিখেছেন : যাদের চেহারায় কোন লাবন্য নেই মানে কাঠখোট্টা চেহারা আমি এটা মিন করে বলেছি নায়ক ভাইয়া ।
১৭ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৮
243180
ইশতিয়াক আহমেদ লিখেছেন : তা হলে আমি সবসময়ই কাঠমোল্লা ছিলাম এখনো আছি।
300853
১৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৫
প্রগতিশীল লিখেছেন : সুন্দর অনুভূতি
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫১
243846
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File