হযরত ইবরাহিম আলাইহিস সালাম
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ জানুয়ারি, ২০১৫, ০৯:৪৫:১৪ সকাল
কে আমার রব? কে আমার প্রতিপালক?
কে আমার স্রষ্টা?
কে সব স্বপ্নদ্রষ্টা?
এই প্রশ্নে মনে মনে বিভোর বালক;
তারা দেখে ভাবে- এই বুঝি, না-কি চাঁদ!
জ্বলজ্বলে সূর্য দেখে
সূর্যের তেজ দেখে,
বালক ভাবে- এই আসল স্রষ্টা, বাকিরা বাদ;
সূর্য ডুবে গেলে, রাত্রি নেমে এলে, মনে হয়
এ তো সে নয়, সে নয়!
সে কি করে স্রষ্টা হয়!
অন্য কেউ আছেন নিশ্চয়, যিনি অব্যয়, অক্ষয়
ভাবছো, কে এই বালক? কি তাঁর নাম?
তিনি মুসলিম জাতির পিতা
প্রিয় নবী, প্রিয় রাসুল, দৃঢ়চেতা
হযরত ইবরাহিম আলাইহিস সালাম।
বিষয়: সাহিত্য
৯৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন