যে অভাবটা হয়তো কাঁদাবে সারাজীবন.....

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৫ ডিসেম্বর, ২০১৪, ০১:৩৬:৩৪ রাত

আমার জীবনে কোন কিছুর অভাব ছিল না, শুধু একটা

ছোট বোন ছাড়া। মনে পড়ে এখনো ছোটবেলায় কোন

বাসায় গিয়ে যদি দেখতাম বড় ভাই ছোট বোনকে নিয়ে কত

আনন্দ করছে তাহলে বাসায় এসে আম্মুর

কাছে কাঁদতাম । সবার ছোট বোন আছে আমার কেন নাই।

আল্লাহ আমাকে এ ভাগ্যটা দেননি। এখনও ফ্রেন্ডদের বাসায় গিয়ে যখন দেখি তাদের ছোট বোনের ভালবাসা, তখন নিজের রুমে এসে দরজা বন্ধ করে কাঁদি।

যার যেটা নায় সেটার প্রতি তার আগ্রহটা বেশী। আমারও তেমনি ছোট বোনের প্রতি। একটা ছোট বোন থাকলে জীবনটাই অন্য রকম থাকে।

তবে ছোট বোন না থাকলেও একটা ছোট ভাই আছে খুব খুব আদরের। কোন ছোট বোন না থাকায় সে ভালোবাসার ভাগটাও সে পায়। বাসায় গিয়ে ছোট ভাইটার দিকে তাকিয়ে ভুলে যাই সব দুঃখ,সব ক্লান্তি।

দু-একদিনের জন্য কোথাও গেলে ফোন করে শুরু করবে ভাইয়া ! কই তুমি ? বাসায় আও তাড়াতাড়ি।

বাসায় আসলেই দৌড়ে এসে জড়িয়ে ধরবে। আর বলবে কোথায় চলে যাও আমাকে রেখে ? জাননা তোমাকে না দেখলে ভালো লাগে না। সবসময় বাসাটাকে আনন্দে ভরিয়ে রাখে ভাইটা।

আর গতকাল থেকে আমার সেই ভাইটা পাশে থাকা সত্যেও ভালোভাবে কথা বলতে পারছে না। খেতে পারছে না। ভাইয়া বলেও ডাকছে না। বলছে না, ভাইয়া এটা খাবো, সেটা খাবো। বাসায় আসার সময় নিয়ে এস।

একটা ছোটবোন নাই আমার। আর ভাই যাও একটা আছে সেও এখন…………

আমি সবসময়ই নিজের দুঃখটাকে কারো সামনে প্রকাশ করি না। নিজের মাঝে চেপে রাখি, হাসি মুখে কথা বলি। কিন্তু একা হলেই কান্না চলে আসে । শত বাঁধা দিয়েও থামাতে পারিনা।

আমার ভাইটা কাল থেকে ভালো করে কিছু খেতে পারছে না, আমিও পারছিনা। খেতে বসলেই ওর মুখটা ভেসে উঠে। গলা দিয়ে খাবার নামে না। আমার ভাইকে রেখে কিভাবে খাই!!!

এখন ক্লিনিক থেকে বাসায় এসে একা একা বসে ভাবছি একটা ছোট বোন ছাড়া কোন ভাইর জীবন পরিপূর্ণ না। একটা ছোট বোন থাকলে হয়তো এখন জোড় করে খাওয়াত। বাসায় এসে চোখ দিয়ে পানি পড়তো না। পাশে না থাকলেও দূর থেকে হয়তো ফোন. করে বলতো ভাইয়া! খেয়েছিস?

একটা ছোট বোন থাকলে আজ হয়তো আমাকে এতো কাঁদতেও হতো না।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294414
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তোমার ভাইয়ের কি অসুখ ? চিন্তা কর না ভালো হয়ে যাবে।
আল্লাহ যেন ওরে সুস্থ করে তুলেন সেই দোয়া করি।
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
239445
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমিনGood Luck Good Luck Good Luck
294418
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১৩
নাছির আলী লিখেছেন : আপনার ছোট ভাইকে আল্লাহ সুস্থ্যতা দান করুন ।জানিনা আপনার মা বাবা আছেন কি না থাকলে আপনার বোনের আশা আল্লাহ পু্র্ণ করতেও পারেন ।আল্লাহ যা দেন তা নিয়ে খুশি থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, অনেকের ভাই বোন কেউ নেই । অনেক ধন্যবাদ
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
239446
ইশতিয়াক আহমেদ লিখেছেন : সে অাশা অার পূরণ হবার নয়। অনেক ধন্যবাদ
294437
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৪৭
কাহাফ লিখেছেন :
পরাক্রমশালী আল্লাহ আপনার যথার্ত ভালই করবেন ইনশা আল্লাহ!
প্রিয় ছোট্ট ভাইটির জন্যে আল্লাহর কাছে পুর্ণ সুস্হ্যতার আর্জি জানাই! প্রকৃত মানুষ হিসেবে ছোট্ট ভাইদের কে গড়ে উঠার তাওফিক যেন আল্লাহ দেন!
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
239447
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমিন
294531
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আল্লাহ আপনার ছোট ভাইটিকে দ্রুত সুস্থ করে দিন।
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
239448
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমিন
294535
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২০
আফরোজা হাসান লিখেছেন : যখন আমাদের জীবনে কোন কিছুর অপ্রাপ্তি থাকে বা না পেয়েও আমরা কিছু হারিয়ে ফেলে তখন এক ধরণের অসহায়ত্ব ঘিরে ধরে মনকে! এমন মূহুর্তগুলোতে সাবধান থাকা উচিত যেন মনের আবেগের স্রোতে ভেবে আমরা এমন কোন কথা, কাজ বা চিন্তা না করি যাতে আল্লাহ নারাজ হতে পারেন!
কেননা আমাদের জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি সবই আল্লাহর পক্ষ থেকে আসে! এবং সেটির মধ্যেই নিহিত থাকে কল্যাণ। ছোট বোন নেই বলে হয়তো ভাবছেন এটা করতো, সেটা করতো! কিন্তু জীবনে ছোট বোন থাকার পরও তার প্রভাব বঞ্চিত ভাইও কিন্তু অনেক আছেন!
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আপনার ছোট ভাই এবং আপনার জন্য।

১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৫
238048
ভিশু লিখেছেন : Rolling Eyes সংক্ষেপে চমৎকার কাউন্সেলিং। আজকাল এক প্যারাতেই তথা ১/২ মিনিটেও দেখি কাউন্সেলিং হয়/হচ্ছে...হা হা হা...ভাল্লাগ্লো...Happy
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১১
238149
ভিশু লিখেছেন : হুম...অ্যান অ্যাডাপ্টেড, সিনক্রোনাইজড কাউন্সেলর, মাশাআল্লাহ...Praying Happy Good Luck
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
239449
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কোন ভুল হয়ে থাকলে অাল্লাহ অামাকে মাফ করন। ধন্যবাদ অাপনাকে সুন্দর মন্তব্যটির জন্য । Good Luck Good Luck Good Luck
294543
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অনেক আবেগ দিয়ে কথাগুলো লিখেছেন কেন জানি মনে হচ্ছে বয়সে আপনি যুব-তরুণের মাঝামাঝি। যাইহোক আল্লাহ আপনার ভাইকে ইনশাআল্লাহ সুস্হ করে দিবেন। আমারো ছোট থেকেই খুব খারাপ হত কারণ আমার কোন বড় বোন নেই। বন্ধুদের মাঝে যাদের বড় বোন আছে তাদের প্রতি ঈর্ষা হত। যাইহোক আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকাটাই ভাল।
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
239451
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য। দোয়া করবেন।
294544
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫১
আফরা লিখেছেন : ঠিক বলেছেন যার যেটা না থাকে সেটার জন্য শখ হয় ।আমার ও একটা ছোট বোনের জন্য অনেক শখ হয় যদি ও আমার বড় বোন আর বড় ভাই আছে তবু মনে হয় একটা ছোট বোন থাকলে ভাল হত সবই তো আল্লাহর ইচ্ছে ।
আল্লাহ আপনার ভাইকে সুস্থ্যতা দান করুন ।আমীন ।
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
239452
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমীন ।
294565
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
ভিশু লিখেছেন : আমারও একটা ছোটবোনের সখ ছিল। নাই, আর হবেও নাহ। সব অবস্থায়ই মহান আল্লাহর ওপর সন্তুষ্ট থাকা এবং নিজের আশপাশে যখনই যারা আছেন/থাকেন তাঁদেরকে গুরুত্ব দিয়েই কাজ করতে হবে, সময় কাজে লাগাতে হবে > সেই থ্রি কোশ্চেনের মতো।
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪২
238133
আফরোজা হাসান লিখেছেন : কি করার আছে বলেন সবাই যে উর্দ্ধশ্বাসে ছুটছে! সবারই এখন ভীষণ তাড়া! দু'দন্ড দাঁড়িয়ে কিছু শোনার সময় এখন আর বেশির ভাগ মানুষেরই নেই! কোন কিছুর ব্যাখ্যা জানতে এলে- উৎস, প্রসঙ্গের পরে সবাই সরাসরি মন্তব্য শুনতে চায়! বিশ্লেষণের ঝামেলা আর পোহাতে চায় না! চারিদিকে শর্টকাটের ধুম! আর একটা সাথে আরেকটা কিছু ফ্রি পেলে তো কথাই নেই! Tongue কখনো কখনো তাই যুগের হাওয়া লেগেই যায় মনে... Smug
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪১
239598
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
294571
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
সায়েম খান লিখেছেন : এক লোকের পায়ে দেয়ার মতো জুতা ছিল না। একারণে তার কষ্টের অন্ত ছিলোনা। কিন্তু যখন সে দেখতে পেল একটি লোক যার দুটো পা'ই নেই তখন তার কষ্ট দূর হয়ে গেল। ভাই, নিচের দিকে তাকান তাহলে আর কষ্ট থাকবেনা।
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪২
239599
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুমGood Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File