যে অভাবটা হয়তো কাঁদাবে সারাজীবন.....
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৫ ডিসেম্বর, ২০১৪, ০১:৩৬:৩৪ রাত
আমার জীবনে কোন কিছুর অভাব ছিল না, শুধু একটা
ছোট বোন ছাড়া। মনে পড়ে এখনো ছোটবেলায় কোন
বাসায় গিয়ে যদি দেখতাম বড় ভাই ছোট বোনকে নিয়ে কত
আনন্দ করছে তাহলে বাসায় এসে আম্মুর
কাছে কাঁদতাম । সবার ছোট বোন আছে আমার কেন নাই।
আল্লাহ আমাকে এ ভাগ্যটা দেননি। এখনও ফ্রেন্ডদের বাসায় গিয়ে যখন দেখি তাদের ছোট বোনের ভালবাসা, তখন নিজের রুমে এসে দরজা বন্ধ করে কাঁদি।
যার যেটা নায় সেটার প্রতি তার আগ্রহটা বেশী। আমারও তেমনি ছোট বোনের প্রতি। একটা ছোট বোন থাকলে জীবনটাই অন্য রকম থাকে।
তবে ছোট বোন না থাকলেও একটা ছোট ভাই আছে খুব খুব আদরের। কোন ছোট বোন না থাকায় সে ভালোবাসার ভাগটাও সে পায়। বাসায় গিয়ে ছোট ভাইটার দিকে তাকিয়ে ভুলে যাই সব দুঃখ,সব ক্লান্তি।
দু-একদিনের জন্য কোথাও গেলে ফোন করে শুরু করবে ভাইয়া ! কই তুমি ? বাসায় আও তাড়াতাড়ি।
বাসায় আসলেই দৌড়ে এসে জড়িয়ে ধরবে। আর বলবে কোথায় চলে যাও আমাকে রেখে ? জাননা তোমাকে না দেখলে ভালো লাগে না। সবসময় বাসাটাকে আনন্দে ভরিয়ে রাখে ভাইটা।
আর গতকাল থেকে আমার সেই ভাইটা পাশে থাকা সত্যেও ভালোভাবে কথা বলতে পারছে না। খেতে পারছে না। ভাইয়া বলেও ডাকছে না। বলছে না, ভাইয়া এটা খাবো, সেটা খাবো। বাসায় আসার সময় নিয়ে এস।
একটা ছোটবোন নাই আমার। আর ভাই যাও একটা আছে সেও এখন…………
আমি সবসময়ই নিজের দুঃখটাকে কারো সামনে প্রকাশ করি না। নিজের মাঝে চেপে রাখি, হাসি মুখে কথা বলি। কিন্তু একা হলেই কান্না চলে আসে । শত বাঁধা দিয়েও থামাতে পারিনা।
আমার ভাইটা কাল থেকে ভালো করে কিছু খেতে পারছে না, আমিও পারছিনা। খেতে বসলেই ওর মুখটা ভেসে উঠে। গলা দিয়ে খাবার নামে না। আমার ভাইকে রেখে কিভাবে খাই!!!
এখন ক্লিনিক থেকে বাসায় এসে একা একা বসে ভাবছি একটা ছোট বোন ছাড়া কোন ভাইর জীবন পরিপূর্ণ না। একটা ছোট বোন থাকলে হয়তো এখন জোড় করে খাওয়াত। বাসায় এসে চোখ দিয়ে পানি পড়তো না। পাশে না থাকলেও দূর থেকে হয়তো ফোন. করে বলতো ভাইয়া! খেয়েছিস?
একটা ছোট বোন থাকলে আজ হয়তো আমাকে এতো কাঁদতেও হতো না।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যেন ওরে সুস্থ করে তুলেন সেই দোয়া করি।
পরাক্রমশালী আল্লাহ আপনার যথার্ত ভালই করবেন ইনশা আল্লাহ!
প্রিয় ছোট্ট ভাইটির জন্যে আল্লাহর কাছে পুর্ণ সুস্হ্যতার আর্জি জানাই! প্রকৃত মানুষ হিসেবে ছোট্ট ভাইদের কে গড়ে উঠার তাওফিক যেন আল্লাহ দেন!
কেননা আমাদের জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি সবই আল্লাহর পক্ষ থেকে আসে! এবং সেটির মধ্যেই নিহিত থাকে কল্যাণ। ছোট বোন নেই বলে হয়তো ভাবছেন এটা করতো, সেটা করতো! কিন্তু জীবনে ছোট বোন থাকার পরও তার প্রভাব বঞ্চিত ভাইও কিন্তু অনেক আছেন!
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আপনার ছোট ভাই এবং আপনার জন্য।
আল্লাহ আপনার ভাইকে সুস্থ্যতা দান করুন ।আমীন ।
মন্তব্য করতে লগইন করুন