-------অপ্রিয় হলেও সত্য------
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৫ ডিসেম্বর, ২০১৪, ০১:৪৬:৩৪ রাত
টাকা ছাড়া পৃথিবীতে কারো দাম নেই। যার যত বেশী টাকা আছে এখন তার তত বেশী দাম। সর্বত্র টাকাওয়ালা দাপটের সাথে ঘুরে বেড়ায়। যার টাকা নেই/কম আছে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বত্র সে মূল্যহীন। সবার চোখে সে অপদার্থ। সে অলস। আরো কত কি ভাষায় তাদেরকে ডাকে।
অপ্রিয় হলেও সত্য যে, টাকাওয়ালারা জীবনের কোন না কোন সময় অসহায় এই মানুষদেরকে কাজে লাগায়। টাকাওয়ালারা কেউ কবর খোড়ে না। এই কাজটি তারা করতেও জানে না। আজকে তোমরা যারা টাকার গরম দেখাও মনে রেখ কবরে সাদা কাপড়ের কাফন ছাড়া তোমাদের সাথে কিছু যাবে না।
তাই পরিবারে/ সমাজে/রাস্টের আর্থিক ভাবে দুর্বল মানুষগুলোকে অবহেলা করো না। তাদের পাশে দাড়াও। তাদেরকে উৎসাহ দাও।
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টাকা ছাড়া মা ও অনেক সময় চিনেনা!
মন্তব্য করতে লগইন করুন