হায়রে মুসলিম যুবক

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৬ জুলাই, ২০১৪, ০৮:১৫:০৬ রাত

হায়রে মুসলমান !!

ইফতারের আগ মুহুর্ত, সময় যেন যাচ্ছেনা। তাই ভাবলাম বাহিরে গিয়ে আশেপাশে একটু ঘুরে আসি।

বাসার গেইট থেকে বের হলাম, বের হয়ে কিছুদূর নিরিবিলি একটা জায়গায় গেলাম। যাওয়া মাত্র দেখলাম এক অবাক কান্ড। এলাকার কিছু যুবক যাদের বড় ভাই বলে ডাকি , সম্মানও করি। সবাই পড়া লেখা করে। তারা মাঠে ফুটবল খেলে ফিরছে , সবাই হাফ প্যান্ট পড়া। সমস্ত শরীর মাটিতে এমন অবস্থা হইছে যে ভালো করে চিনাই যাচ্ছেনা।

তো কথা সেটা না , কথা হলো যা দেখে আমি অবাক হলাম। ওদের সবার হাতে ঠান্ডা পানীয়। হাঁটছে আর পান করছে। অথচ কোন অমুসলিমকেও রমযান মাসে এভাবে প্রকাশ্যে খুব একটা খেতে দেখা যায় না।

তখন ভাবতে লাগলাম এরাই কি মুসলিম যুবক? কেন এদের এ অবস্থা? ওদের ভিতরে জাহান্নামের বিন্দুমাত্র ভয় কি নেই? একটা মাস দিনে উপবাস থাকার মতো শক্তি কি ওদের নেই?

হঠাৎ একজনের কথায় সম্ভতি ফিরে পেলাম,

বলছে কি খবর ইশতিয়াক ! তোমাকে তো আজকাল তেমন একট দেখা যায়না কোথায় থাকো তুমি?

আমি বললাম কই বাসায়ই তো থাকি।

তখন আরেকজন বলল, ইশতিয়াক ! রোযা রাখ? নেউ স্পীড (এনার্জী ড্রিংকের নাম) খাও।

তখন আমার রাগে মন চাচ্ছিল শালাদের ধরে কিছু দেই..... কিন্তু তা সম্ভব না।

তাই কিছু না বলে শুধু বললাম যে, রোযা রাখার মতো শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। রোযা না রাখলে মুসলিম বলে পরিচয় দেওয়াই ঠিক না। তারঃপর ওদের আর কিছু বলার সুযোগ না দিয়ে বাসায় চলে আসলাম। আর বারবার ওদের কথা ভাবতে লাগলাম। বাসায় আসা মাত্র আযান পড়ল। তাই ইফতার করতে বসে পড়লাম।

আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আমীন

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245284
১৬ জুলাই ২০১৪ রাত ০৯:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আজ মুসলমানরা লাঞ্চিত তার অন্যতম কারণ আমরা ইসলাম থেকে অনেক দুরে
১৬ জুলাই ২০১৪ রাত ১১:২৬
190552
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ঠিক কথা কইছ ভাউ। ধন্যবাদ।
আমার ভাবি কিরাম আছে?
245285
১৬ জুলাই ২০১৪ রাত ১০:০২
মহিলা কর্ণার লিখেছেন : মহান রব্বুল আলামীন তাদের হেদায়েত দিক। আমিন
১৬ জুলাই ২০১৪ রাত ১১:২৮
190553
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমিন। নতুন ব্লগারের আগমন দেখছি। Big Grin ধন্যবাদ অনেক অনেক Big Grin
245341
১৭ জুলাই ২০১৪ রাত ০৪:৪৩
প্যারিস থেকে আমি লিখেছেন : সমাজটায় আসলেই পতন ধরেছে, এই রমজানে একজন অমুসলিমও সকলের সামনে কিছু খেতনা এক সময়।
১৭ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৮
190613
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ
245352
১৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৩০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আমাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন
১৭ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৮
190614
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমিন।
245405
১৭ জুলাই ২০১৪ সকাল ০৯:৩৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসলে তাই, এর চেয়ে বেয়াদবি আর কিছু হতে পারেনা, তুই রাখতে পারবিনা, রাখিস না, কিন্তু পাবলিক প্লেসে কেন খাবি, কিসের এতো সাহস তোর, আল্লাহ তোকে এমন বানিয়ে দিতে পারেন যে শুধু নাক দিয়ে টিউব দিয়ে খেতে হবে, এমন হওয়া বিচিত্র কিছু নয়!
১৭ জুলাই ২০১৪ সকাল ১০:০০
190615
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কেন রাখতে পারবেনা! রোযা রাখার মত সামর্থ,শক্তি কি ওদের নেই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File