বলতে পার, আমার বাবা কেমন ছিল?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৬ জুলাই, ২০১৪, ০৭:৩২:৫২ সন্ধ্যা

বলতে পার, আমার বাবা কেমন ছিল?



বলতে পার ,চাদতারা আমার বাবা কেমন ছিল?

বলবে তোমরা ,আমার বাবা

রাতের জ্যোতস্নার আলোর মত স্নিগ্ধ ছিল।

বলতে পার, ভোরে ফোটা বাসন্তী ফুলেরা

আমার বাবা কেমন ছিল?

জানি বলবে আমায়, মন প্রান শীতল করা

ফুলের মুহুমুহু সুবাসে সুরভিত হাওয়া মত ছিল।

বলত পার কবি, লেখক ও গল্পকার

আমার বাবা কেমন ছিল?

বলবে আমায়,বাবা ছিল ছন্দ দিয়ে লেখা মাধুরী

ভরা কল্পলোকের রূপকথার গল্পের মত ছিল।

সত্যি করে বলতো মা ,ঈদে সবার বাবা

নতুন জামা নিয়ে বাড়ি আসে

,আমার বাবা আসে না কেন ?

শিশু আমি তাকিয়ে দেখি মা আচল দিয়ে মুখটি শুধু ডাকে।

বাবা ছাড়া মেয়েদের জীবন শুকনো খড়ের মত,

কেউ নেয় না খবর তাদের , অনাথ এতিমের মত।

১৯৭০ সালে আজকের দিনে আল্লাহ তুমি বাবাকে নিলে,

রোদবৃষ্টি ঝড়তুফানে শেষআশ্রয়,মাকেও নিয়ে গেলে,

শোকের সাগরে ভেসে ভেসে কত ঘাটে মোরে নিলে ।

ওহ আল্লাহ!আমার মত এতিম আর কাউকে কর না,

দোয়া কবুলের সময় আমার একটি ফরিহাদ শুনো আল্লাহ,

আমার মা বাবার তরে যেন জান্নাতুল ফেরদাউস নসিব হয় ।

বিষয়: বিবিধ

৪০৯৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245247
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে ,,আপনার বাবা কেমন ছিলেন তা আমি জানিনা তবে আপনার বাবা যেন জান্নাতের মেহমান হিসবে গিয়ে আপনি জান্নাতে দেখতে পান । আল্লাহর জান্নাত বিশাল বড় সেখানে আমরা সকল মুসলমান যেতে পারি সেই প্রার্থনা রবের কাছে সব সময় করি।
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
190514
সত্যলিখন লিখেছেন : আমি তো নিজেই জানি না আমার বাবা কেমন ছিলেন ? কারন আমার বয়স তখন ২ বছর। ছোট ভাইয়া ,আল্লাহ তোমার দোয়া আমার তোমার আমাদের সবার জন্য কবুল করে নিক।আমিন ।
245258
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
সন্ধাতারা লিখেছেন : It is heart breaking!!! May Allah gives jannatul ferdous to you beloved father. Amin.
১৬ জুলাই ২০১৪ রাত ০৮:১৪
190524
সত্যলিখন লিখেছেন : আল্লাহ আপনার দোয়া আমার মরহুম আব্বা আম্মা ও আমার মত অন্য সকল সন্তানের মা বাবা জন্য কবুল করুন ।
245270
১৬ জুলাই ২০১৪ রাত ০৮:৫০
বেদনা মধুর লিখেছেন : ইংলিশের একশত জন শিক্ষকের চেয়ে একজন বাবা ভাল। আর ধর্ম শিক্ষার একজন শিক্ষক একশত জন বাবার চেয়ে ভাল। নিজ পিতাকে ত্যাগ করে ইসলাম কবুল করার প্রয়োজন হলে তাও করতে হবে। আর ধর্ম শিক্ষা করলে জান্নাত পাওয়া যায়। আর বাবা দুনিয়া দিতে পারেন শুধু। আবার যে বাবা ধর্ম শিক্ষাও দিতে পারেন তিনি হাজার হাজার ইংলিশের শিক্ষকের চেয়ে ভাল।
245403
১৭ জুলাই ২০১৪ সকাল ০৯:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File