বলতে পার, আমার বাবা কেমন ছিল?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৬ জুলাই, ২০১৪, ০৭:৩২:৫২ সন্ধ্যা
বলতে পার, আমার বাবা কেমন ছিল?
বলতে পার ,চাদতারা আমার বাবা কেমন ছিল?
বলবে তোমরা ,আমার বাবা
রাতের জ্যোতস্নার আলোর মত স্নিগ্ধ ছিল।
বলতে পার, ভোরে ফোটা বাসন্তী ফুলেরা
আমার বাবা কেমন ছিল?
জানি বলবে আমায়, মন প্রান শীতল করা
ফুলের মুহুমুহু সুবাসে সুরভিত হাওয়া মত ছিল।
বলত পার কবি, লেখক ও গল্পকার
আমার বাবা কেমন ছিল?
বলবে আমায়,বাবা ছিল ছন্দ দিয়ে লেখা মাধুরী
ভরা কল্পলোকের রূপকথার গল্পের মত ছিল।
সত্যি করে বলতো মা ,ঈদে সবার বাবা
নতুন জামা নিয়ে বাড়ি আসে
,আমার বাবা আসে না কেন ?
শিশু আমি তাকিয়ে দেখি মা আচল দিয়ে মুখটি শুধু ডাকে।
বাবা ছাড়া মেয়েদের জীবন শুকনো খড়ের মত,
কেউ নেয় না খবর তাদের , অনাথ এতিমের মত।
১৯৭০ সালে আজকের দিনে আল্লাহ তুমি বাবাকে নিলে,
রোদবৃষ্টি ঝড়তুফানে শেষআশ্রয়,মাকেও নিয়ে গেলে,
শোকের সাগরে ভেসে ভেসে কত ঘাটে মোরে নিলে ।
ওহ আল্লাহ!আমার মত এতিম আর কাউকে কর না,
দোয়া কবুলের সময় আমার একটি ফরিহাদ শুনো আল্লাহ,
আমার মা বাবার তরে যেন জান্নাতুল ফেরদাউস নসিব হয় ।
বিষয়: বিবিধ
৪০৯৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন