আজ সময় এসেছে নতুন করে জেগে ওঠার।
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৭ মে, ২০১৪, ০৮:২৫:১২ রাত
মুসলমানরা ছিল
সিংহের জাতি।
তাদের হুংকারে দুনিয়ার
বড় বড়
নৃপতিদের রাজপ্রাসাদ
প্রকম্পিত
হয়ে উঠতো।
মুসলমানদের ইতিহাস
ছিল
গৌরবোজ্জ্বল। আজ মুসলমানদের
শৌর্য-বীর্য,প্রভাব-প্রতিপত্তি ক্রমশ
বিলীন হয়ে যাচ্ছে।
পৃথিবীর সর্বত্র
মোড়লগিরি করে
বেড়াচ্ছে কাফিরগোষ্ঠী।
ইসলাম ও মুসলমানদেরকে পৃথিবীর বুক
থেকে মুছে দেয়ার
মানসে আদাপানি খেয়ে ময়দানে নেমেছে বেদ্বীন-
কাফিরগোষ্ঠী।
ইসলামকে সমূলে উৎপাটন করার খায়েশ
নিয়ে সব নাসারার
গোষ্ঠী জোট
বেঁধে এক পতাকা
তলে আশ্রয় নিয়েছে।
তাদের মানবতাবিরধী তান্ডবলীলায়
পুরো মুসলিমবিশ্ব
ধ্বংসস্তুপে পরিণত
হয়েছে।
আজ সময় এসেছে
নতুন করে জেগে ওঠার।
যদি আমরা আমাদের কর্তব্য পালন
করতে পারি,
তাহলে মুসলমানরা ফিরে পাবে তাদের
হারানো মর্যাদা। আজ
মুসলমানদেরকে জাগাতে সেই খালিদ
বিন ওয়ালিদ ও সালাহুদ্দীন আইয়ূবী এ
ধরার বুকে আসবেন না।
সুতরাং বিশ্বকে নিয়ে ভাবতে হবে আমাদেরকেই।
……
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন