'সে আমাকে গুলি করে হত্যা করেনি, এটা বিস্ময়কর'
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৭ মে, ২০১৪, ০৮:১০:৩২ রাত
ইলিয়ট রজার্স (২২) নামের এক তরুণ গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ৬ জনকে খুন করেছে। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে সে নিজেও মারা যায়। এটি পুরাতন খবর।
নতুন খবর হলো, মর্মান্তিক এই ঘটনার দিন একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। ইলিয়ট রজার্স সুযোগ পাওয়ার পরেও একটি মেয়েকে হত্যা করেনি।
ফক্স নিউজ জানায়, ঘটনার দিন সেইরা ওয়ার্টজ নামে সান্তাবারবারা সিটি কলেজের এক ছাত্রী তার ছেলেবন্ধুর বাসায় যাচ্ছিল। এ সময় রাস্তাটি দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল ইলিয়ট রজার্স। সে গাড়ি থেকে নেমে ছাত্রীটির সাথে কিছু কথা বলে এবং গুলি চালায়। কিন্তু ছাত্রীটির কোনো ক্ষতি হয়নি।
ভয়বাহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে সেইরা ওয়ার্টজ বলেন,"এটা সম্পূর্ণ বিস্ময়কর যে, সে আমার কত কাছে আসার পরেও আমাকে গুলি করে হত্যা করেনি। আমার চারপাশে কেউ ছিল না। রাস্তায় একমাত্র আমি ছিলাম।"
ছাত্রীটি আরো বলেন, সে আমার দিকে সরাসরি তাকিয়ে ছিল। আমার সাথে কথা বলল। তারপর আমার দিকে কয়েকটা গুলি করল। আমি দৌড় দিলাম না। সেও আমাকে আর আঘাত করল না। সূত্র: ফক্স নিউজ - See more at: http://www.timenewsbd.com/news/detail/13778#sthash.TBfixkzw.dpuf
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন