নিঃশেষে প্রাণ যে করিবে দান--ভয় নাই তার ভয় নাই!!
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৫ মে, ২০১৪, ০১:৪৬:০৪ দুপুর
ফিরে এলো আজ
সেই ভয়াল পাঁচ মে! খুনের নজরানা--
শাহাদাতের উদগ্র বাসনায়~
চির ভাস্বর একটি দিন!
ইসলামী ইতিহাসে কদাচিৎ
দেখা মিলে এমন কিছু দিবসের! নাস্তিক্যবাদ প্রভাবিত বাম মিডিয়া--হেফাজতের
সেইসব কালোত্তীর্ণ কর্মসূচী
নিয়ে যতোই নাক
সিটকাক--যতোই নিন্দাবাদের ফুলঝুরি ছড়াক-
নবীপ্রেমে উদ্বেল এদেশের লাখো-কোটি তৌহিদী
জনতার হৃদয় অলিন্দে--সেগুলো ঠিকই আলোর বাতিঘর হয়ে সদা
জ্বলজ্বল করছে!
ইসলাম বিদ্বেষী তাবৎ
তাগুতের ধ্বজাধারীদের হৃদয়তন্ত্রীতে--
আজো ভয়ের চোরাস্রোত
বইয়ে দিচ্ছে!
সেইসব শহীদ-গাজীর
ত্যাগের নজরানা আজো
মূর্ত হয়ে আছে প্রতিটি
মুমিনের শিরা-উপশিরায়!
জানি, তাজা রক্তের
এই মহা প্লাবনে স্থুল
কোন প্রাপ্তি ভেসে আসেনি--তবে এটা নির্ঘাত সত্য যে,
নাস্তিক্যবাদের ভীত
নাড়ানিয়া সেই গণ-বিস্ফোরণে এটা অন্তত
প্রমাণ হয়েছে--শাহজালাল, বখতিয়ার,
শহীদ তীতু আর খানজাহানের এই বাংলায়
ইসলাম বিজয়ী হয়েই টিকে থাকবে--
কালোহাতের অশুভ স্পর্শে ইসলামী অনুশাসন
সাময়িক ম্রিয়মান হলেও~
মুছে যেতে পারেনা, পারেনা!
ওরা আজ যতোই
আস্ফালন করে বেড়াক--একদিন প্রতি ফোটা
রক্তের হিসাব বুঝে নেয়া
হবেই হবে! বন্ধু!
সেদিন হয়তো আর
বেশী দূরেও নয়!
নিঃশেষে প্রাণ যে করিবে দান--ভয় নাই তার ভয় নাই!!
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ সকল শহীদকে কবুল করুন। .. আমিন
না। না।
ওরা মানুষ না। ওরা কোরানের পাখি।
ওদের মুত্যু হয়নি। ওরা জীবিত।
ওদের জানাজা বিহীন কবরস্থ হয়নি
ডাষ্টবিনে ওরা বর্জ খাচ্ছে।
না না। এটি ওদের সাথে বড় মস্করা।
কোরআন রক্ষাকারী এসব পাখিদের
আত্মারা আজ বড় ক্ষুব্ধ।
ধেয়ে আসছে মহা প্রলয়।
শুধু অপেক্ষার।
মন্তব্য করতে লগইন করুন