আজ ৫ মে, ২০১৩ এর এই দিনে কি হয়েছিলো?
লিখেছেন লিখেছেন হানিফ খান ০৫ মে, ২০১৪, ০১:৫৯:২১ দুপুর
আজ ৫ মে।
মহান শহীদ দিবস।
গত বছরের এই দিনে ধর্ম
প্রেমীরা তাদের যৌক্তিক
দাবী পেশ
করতে জড়ো হয়েছিলো শাপলা চত্বরে (বর্তমান
শহীদ চত্বর)।
কিন্তু গভীর রাতে যখন আল্লাহর
বান্দারা জিকির
করতে করতে শুয়ে পড়লো । ঠিক তখনই
ঘুমন্ত অবস্থায়
হায়েনারা ঝাঁপিয়ে পড়লো নবী প্রেমীদের
উপর।
আর তখনই কেউ জালেমদের বন্দুকের
গুলিতে শহীদ হন, কেউ প্রাণ
বাচাতে গিয়ে পদদলিত
হয়ে শহীদ হয়েছেন। কেউ বিষাক্ত
কাদানী গ্যাসে শহীদ হয়েছেন
কারো শহীদ করা হয়েছে লাঠির
আঘাতে।
শত শত/ হাজার হাজার লাশ ঘুম
করা হয়েছে রাতে রাতেই।
রাত পোহাতেই কেবল
রয়ে গেলো রক্তের চাক আর
লাশের গন্ধ। পুরো ঢাকা জুড়ে যেন
শহীদের লাশের ঘ্রাণ। প্রমান
নিশ্চিহ্ন করতে বন্ধ করে দেওয়া হয়
কয়েক গুলো গণমাধ্যম।
ভেঙ্গে পেলা হয়
সাংবাদিকদের ক্যামেরা।
কিন্তু রাত শেষে দিন হতেই শত
প্রমান চলে আসে মানুষের
হাতে হাতে। যা আজো মানুষ
ডিলিট করেনি।
বিভিন্য হুমকি ও ভয়
দেখিয়ে চাপিয়ে রাখা হয়
তাদেরি সমর্থিত মিডিয়াগুলোর।
কিন্তু
সত্যকে কখনো লুকিয়ে রাখা যায়
না বিধায় আজ বিশ্ব এ
ব্যাপারে অবগত। ক্ষমতার দম্বে যতই
টিকিয়ে থাকুক, বিদেশি প্রভুদের
সহায়তাইয় যতদিনই ক্ষমতায় থাকুক,
কারো ক্ষমতা চিরন্তন নয় কেবল
আল্লাহর ক্ষমতা ছাড়া।
তাই আন্তর্জাতিক আদালতের
মামলায় শেখ হাসিনা ও তার
বন্ধুরা রেহাই পাক বা নাই পাক,
আল্লাহর আদালত
থেকে হাসিনা ও তার
মিত্ররা পার পাবে না।
তারা যতই নাস্তিক্য মতবাদ পোষণ
করুক না কেন?
সৃষ্টিকর্তা একজন আছেই। যেই
সৃষ্টিকর্তা তাদের ক্ষমতায়
বসালো সেই সৃষ্টিকর্তাই
পারে তাদের
ক্ষমতা থেকে বেইজ্জতের সহিত
নামাতে, যেমন
করেছিলো ফেরাউন ও নমরুদদের।
সেই
খোদা আজো আছে এবং ভবিষ্যতেও
থাকবে।
বিচার তার কাছেই রইলো।
তিনি দুনিয়াতেও বিচার
করে আবার আখেরাতেও বিচার
করতে পারেন।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন