হ্যাঁ, আপনাকেই বলছি। পড়ে দেখুন

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ৩০ মার্চ, ২০১৪, ০১:০৩:৪০ রাত

....আজ মসজিদ থেকে বের হবার সময় কিছু ছেলেকে দেখলাম অসহায় চোখে ঠিক মসজিদের সামনে দাড়িয়ে আছে। চোখগুলো ছলছল করছিল তাদের। আমি একজনকে জিজ্ঞাসা করলাম ভাইয়া কি হল??

তার আগে বলে নেই আজ মসজিদে সায়মা ও তার মায়ের জন্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। মিলাদে অংশ নেবার পর যা দেখলাম আসলে তা দেখার জন্যে প্রস্তুত ছিলাম না। বেশিরভাগ মানুষের মিলাদের প্রতি কোন মনযোগ ছিল না। আসল ব্যাপার টা আমি পরে বের করতে পারলাম যে আসলে আজ সায়মার পরিবার থেকে অসহায় দুস্থ মানুষদের ও মসজিদের মুসুল্লিদের তবারক বিতরণ করা হবে।

প্রায় ৮৫% মানুষের মনযোগ সেই তবারককে ঘিরে। দেবার সময় কি কাড়াকাড়ি তা আর বললাম না।

যাই হোক আমার কাউকে ছোট করার কোন উদ্দেশ্য নিয়ে আজ লিখছি না। আমার শুধু সেই ৮৫% মানুষের উদ্দেশ্যে একটি কথা বলার তা হল আচ্ছা আমরা কি আমাদের এই লোভী ও নিজের জন্যে আগে ভাবার মতন ব্যাপার গুলো কি পরিহার করতে পারি না?? কেন আমরা আজ আগে নিজের জন্যে ভাবি???

আমরা কি একটু চেষ্টা করতে পারি না আমাদের এই দৃষ্টিভঙ্গীটা পরিবর্তন করতে?? পারি না?? আগে নিজেরটা না ভেবে একটু সেই ছলছল চোখে তাকিয়ে থাকা সেই ছেলেটির জন্যে ভাবি না!!! আমাদের কি নেই আমরা কয় বেলা না খেয়ে থাকি বলুন?? তারা এক্সে দিনের পর দিন না খেয়ে পার করে আমাদের কি উচিৎ না তাদের দিকে স্নেহ ও মমতার চোখে তাকাতে??

মসজিদের তবারক খুবই ছোট একটা ব্যপার হয়ত অনেকেই বলতে পারেন যে এটা নিয়ে বলার মত কি আছে??

আছে অনেক কিছু আছে। আমাদের এই দৃষ্টিভঙ্গী বদলাতে পারে অনেক কিছু আমাদের এই স্বার্থপর মনোভাব ধীরে ধীরে আনছে আমার দেশেরর বিপর্যয়। আজ দেশের জন্যে একটা কিছু করতে গেলে ৭৫ ভাগ মানুষ ভাবে যে কি লাভ?? কেন?? আমার কি হবে এমন করলে??

জানি আমরা পারি না ভাবতে আমাদের স্বার্থের উর্ধ্বে চিন্তা করতে কিন্তু একটু কি পারি না বদলাতে ১৬ কোটি মানুষের একটু একটূ বদলে যাওয়া ভাব আনতে পারে আমূল পরিবর্তন। আমার পক্ষেও একেবারে বদলে যাওয়া সহজ না। কারণ আজ আমিও ওই ৮৫% মানুষের পরিবেশে বাস করি। কিন্তু আমার এই কথা বলা হল আমার পরিবর্তনের প্রমাণ।

আমরা চাইলে সব পারি!!!! সব!!!! আমরাও একদিন উন্নত রাষ্ট্র হিসেবে এই পৃথিবীর বুকে জায়গা করে নিব।

যদি আমরা আগে দেশের জন্যে ভাবি,সত্যি বিশ্বাস করুন আমরা পারব। আসুন না একটু বদলাই, আসুন না!!!.....আমরাই পারব!!...

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200069
৩০ মার্চ ২০১৪ রাত ০২:০৭
ইকুইকবাল লিখেছেন : পড়লাম। ভাল একটি দর্শন তৈরি করে এ নিয়ে। ধন্যবাদ
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩২
150082
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে
200073
৩০ মার্চ ২০১৪ রাত ০২:২৮
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৪
150112
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ
200076
৩০ মার্চ ২০১৪ রাত ০২:৩৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : "আমরাও একদিন উন্নত রাষ্ট্র হিসেবে এই পৃথিবীর বুকে জায়গা করে নিব।" তথাকথিত উন্নত দালানকোঠা,চকচকে রাস্তাঘাট থেকে কি এটাই বেটার হয়না যে, আমরা উন্নত মানষিকতার মানুষ হিসেবে পৃথিবীতে নাম করার চেষ্টা করব?

"যদি আমরা আগে দেশের জন্যে ভাবি" দেশ বিষয়টা জাতিয়তার সাথে জড়িত,গোত্রপ্রীতি বা আসাবিয়াহ এর সাথে জড়িত। যার আলাদা পতাকা, আলাদা জাতিয়তা আলাদা ও সার্বভৌম ভুখন্ড, বর্ডার ইত্যাদির সাথে জড়িত যা ইসলামি ভ্রাতৃত্বের প্রতি সরাসরি আঁঘাত করে। বরং বাংলা অঞ্চলে বসবাসরত মানুষগুলো নিয়ে ভাবাটাই বুদ্ধিমানের কাজ। আর হ্যা! আরেকটা বিষয় "মিলাদ" জিনিসটা ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক।
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৭
150115
ইশতিয়াক আহমেদ লিখেছেন : সাংঘর্ষিক কিভাবে?
200080
৩০ মার্চ ২০১৪ রাত ০৩:২২
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : ভালো লাগলো
অনেক ধন্যবাদ

পিলাচ
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৮
150118
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
200084
৩০ মার্চ ২০১৪ রাত ০৩:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : কাজী নজরুল-

এমন সময় এলো মুসাফির গায়ে-আজারির চিন্
বলে‘বাবা, আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন!’
তেরিয়াঁ হইয়া হাঁকিল মোল্লা-“ভ্যালা হ’ল দেখি লেঠা,
ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?”
ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল – তা’ হলে শালা
সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা!
ভুখারী ফিরিয়া চলে,
চলিতে চলিতে বলে-
“আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুদার অন্ন তা’বলে বন্ধ করোনি প্রভু
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!”এমন সময় এলো মুসাফির গায়ে-আজারির চিন্
বলে ‘বাবা, আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন!’
তেরিয়াঁ হইয়া হাঁকিল মোল্লা - “ভ্যালা হ’ল দেখি লেঠা,
ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?”
ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল – তা’ হলে শালা
সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা!
ভুখারী ফিরিয়া চলে,
চলিতে চলিতে বলে-
“আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুদার অন্ন তা’বলে বন্ধ করোনি প্রভু
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!”
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৩৬
149969
সুমাইয়া হাবীবা লিখেছেন : Applause Applause
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:১৯
150344
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভাইজানকে অনেক ধন্যবাদ
200105
৩০ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৪
ভিশু লিখেছেন : বড় আশা জাগানিয়া পোস্ট! তবে অত্যন্ত বাস্তব এবং পালনীয় কথাগুলো! খুব ভালো লাগ্লো...Happy Good Luck
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:২২
150346
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ
200125
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:০২
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : মিলাদ সম্পূর্ণ বিদআত ।
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:২৪
150348
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হারাম মানে? মিলাদ হারাম হবে কিভাবে?
200133
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:২৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্টের জন্য অনেক ধন্যবাদ Rose
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:২৫
150349
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
200145
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মসজিদে মিলাদ ও তবারক বিতরণ করণের মধ্যে কি কি সোয়াব হাসিল করণ যায়?
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:২৮
150351
ইশতিয়াক আহমেদ লিখেছেন : সোয়াব হাসিল না হলে কি আর মিলাদ পড়া হয়?
১০
200174
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৩৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : একদম ঠিক জায়গাটা ধরেছেন। আমরা এই ক্ষুদ্র বিষয়গুলোই এড়িয়ে যাই। আর এই ক্ষুদ্র ক্ষুদ্রই সিন্ধু হয়ে যায় একসময়!
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:৩১
150352
ইশতিয়াক আহমেদ লিখেছেন : এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি যদি আমরা সিন্ধু হওয়ার আগেই শুধরে নিতে পারি তাহলে সমাজে আর এই সমস্যা থাকবেনা। ধন্যবাদ
১১
200198
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:৩২
150354
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১২
200210
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৭
শফিউর রহমান লিখেছেন : খুব সুন্দর তবারক বিতরণ করছে সায়মা ও তার মায়ের জন্য। কিন্তু সেই লোকগুলো গরীব দুঃখীদেরকে বাদ দিয়ে বিত্তবানদের মাঝেই কেন বিতরণ করে? তারা কি পারে না গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করতে?
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৫
150355
ইশতিয়াক আহমেদ লিখেছেন : মসজিদে কি শুধুই ধ্বনিরা থাকে?
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩১
150539
শফিউর রহমান লিখেছেন : যদি তাই হয়, তবে অসহায়ভাবে মসজিদের বাইরে দাঁড়িয়ে ওরা কারা?
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
150626
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হ্যাঁ,বড়লোক নামের কিছু ফকির আছে, তবে ওখানে গরিবের সংখ্যাই বেশী
১৩
200368
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমরা চাইলেই পারি কিন্তু করি না। এটাই আমাদের সমস্যা। পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩২
150444
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১৪
200388
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যদি আমরা আগে দেশের জন্যে ভাবি,সত্যি বিশ্বাস করুন আমরা পারব। আসুন না একটু বদলাই, আসুন না!!!.....আমরাই পারব!!.. Good Luck Good Luck Rose Rose
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৩
150446
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ ভাইজান
১৫
200862
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরাতো সে সমাজে বেড়ে উঠা মানুষ যারা সামান্য মোরগ কিংবা একটা গাছ নিয়ে লেগে যায়। আমাদের বেড়ে উঠার ফাউন্ডেশন খুবই খারাপ। আজ যেন তারই বাস্তবতা। ধন্যবাদ।
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৩
152208
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১৬
202677
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৪
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : ভালো লাগলো
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৫
152209
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File