ভার্চুয়াল বন্ধুত্ব অতঃপর সোনালী বন্ধনের ছোঁয়ায়...

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ৩০ মার্চ, ২০১৪, ১২:৩৬:৫২ রাত



এখন থেকে প্রায় আড়াই তিন বছর আগের কথা। ব্লগএর ব্যাপারে ধারনা পর্যন্ত ছিল না। সোনার বাংলা ওয়েবসাইটে ঢুকতাম পেপার পড়ার উদ্দেশ্যে। একদিন ব্লগ নামক ছোট্র সবুজ রং দিয়ে লিখাটি দৃষ্টি আকর্ষন করলো। নির্বাচিত পোষ্টে এরকম শিরোনাম "ক্যাল্গেরীতে রমাদানে কিয়ামুল লাইল" লেখিকা- রেহনুমা বিনতে আনিস। ক্লিক করতেই লিখাটি আসলো। অত্যন্ত গভীর মনোযোগের সাথে পড়লাম এবং আলহামদুলিল্লাহ আপুর জ্ঞানগর্ভ পরিবেশনা মনকে একেবারে ছুঁয়ে ছুঁয়ে গেলো। অবাক বিষ্ময়ে ভাবছিলাম কি সুন্দর দ্বীন পালন করছেন উনারা সুদূর প্রবাসে! সবচাইতে বেশি ভালো লগেছিলো ইসলাম সম্পর্কে সচেতনতা ও জাদু মাখা সুন্দর লিখনী! এভাবেই আমি ব্লগের সন্ধান পাই। তারপর মাঝে মাঝে সময় পেলেই ঢুঁ মারাতাম পোস্ট পড়ার উদ্দেশ্যে। ভালোলাগা বাড়তে থাকে । মনের ভিতর থেকে অদ্ভুত টান উপলব্ধি করলাম। খুব ইচ্ছে হলো ইশ আপুর সাথে যদি কথা বলতে পারতাম একদিন! বার্তার মাধ্যমে আপুকে জানাতেই আপু নাম্বার দিলেন। আলহামদুলিল্লাহ বলে সেদিনই ফোন করছিলাম আপুকে। এভাবেই পরিচয় আর সম্পর্কের ডাল পালা সময়ের সাথে ধীরে ধীরে বাড়তে থাকে। আপুর কথা কি আর বলব? সব সময় উৎসাহ দিয়েছেন,আমার পঁচা পঁচা লিখাগুলো পড়েও একরাশ ভালোলাগার উচ্ছাস নিয়ে মন্তব্য করেছেন যা আমাকে অনেক সাহস যুগিয়েছে কলম ধরতে আলহামদুলিল্লাহ। আসলেই আরোহী আপুকে উপযুক্ত নামেই আখ্যায়িত করেছে "বৃক্ষা' পু" ! রেহনুমা আপু আমাদের সবার জন্যই বৃক্ষের মতোন। নিজ দায়িত্বে আমাদের খোঁজ খবর নেন, লিখালিখি কম করলে বারংবার তাগাদা দেন প্রয়োজনে ধোলাই নামক থেরাপীও প্রয়োগ করেন! আসলেই আপু শীতল ছায়ার মতোই আমাদের তৃপ্ত করেন আলহাদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আপুকে উনার স্বজনদেরকে ভালো রাখুন, উত্তম প্রতিদান দান করুন! আমীন!

রেহনুমা আপুকে দিয়ে শুরু তারপর ব্লগে একে সব আপুদের লিখাগুলো পড়তে লাগলাম। একে একে পেয়ে গেলাম উম্মু রাইশা আপু, নুসরাত রহমান আপু কে। উম্মু রাইশা আপুর চমৎকার একটি সিরিজ চলছিল তখন " একজন অমুসলিম মেয়ের মুসলিম হবার কাহিনী" এটা পড়েতো আপুর ভক্ত হয়ে গেলাম। আপুর সাথেও যোগাযোগ হলো আলহামদুলিল্লাহ। এখনো আপুর আগের লিখাগুলো মিস করি ভীষন!

নুসরাত আপুর লিখার কথা কি আর বলব! যতোই পড়তাম মুগ্ধতার আবেশ বেড়েই চলতো! বাস্তবতার আলোকে গবেষনামূলক লিখাগুলো জ্ঞানের জগতে প্রবেশের সিঁড়ির মতোন লাগতো আলহামদুলিল্লাহ। আপুর সাথেও কথা হয়েছিল তখন আলহামদুলিল্লাহ।

তারপর হঠাৎ একদিন খেয়াল করলাম ভিন্ন স্বাদের হ্রদয়ের গহীন থেকে উৎসরিত ঝর্নাধারার মতোন বিশুদ্ধ চিত্তের রংধনুর রং এ রাংগিয়ে যাওয়া কিছু লিখা যা মনকে না ছুঁয়ে পারেই না এমন মিষ্টি কিছু লিখা! " আমিও ভিজেছি জোছনার শিশিরে" পড়ে আমিও কত যে মধুরতায় অবগাহন করেছি! আবিষ্কার করলাম লেখিকা আমার প্রতিবেশি দেশে থাকেন। বার্তা বিনিময়, ভালোলাগা জানানো অবাক করে দিয়ে একদিন আমাকে আরোহী রায়হান প্রিয়ন্তী ফোন করলো আলহামদুলিল্লাহ। কিন্তু পর্দার অন্তরালে যে আরেকজন ছিলেন সেটা তো আমাদের কারোই জানা ছিল না! অবশেষে অবগুন্ঠিত আফরোজাকেও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আফরোজা আমার জন্য ছিল ঠিক কোন লুক্কায়িত দ্বীপের নিঝুম রাজকন্যার মতোন! এটা বলছি কেনো? কখনোই নিজের সম্পর্কে কোন কথা বলতো না! আরোহী যে লিখগুলো দিয়েছিলো এস। বি ব্লগে তার বেশির ভাগ লিখাই আফরোজা লিখে দিয়েছিলো এই সব রহস্য উন্মোচন করাটা আমার জন্য শার্লক হোমসের চাইতেও কম ছিলনা! তবে একটা জিনিষ খুব বেশি ভালো লাগতো ওর "নিজেই নিজের কথা না বলা- অন্যের গুনের সমাদর করা - প্রয়োজনে নিজেরটুকু ছাড় দেয়া" আলহামদুলিল্লাহ!

এভাবেই বন্ধনের মায়া বেড়ে যেতে থাকে - নিঝুম দ্বীপের রাজকন্যা, নূর আয়েশা সিদ্দিকা আপু, বইয়ের পাতায় রোদের আলো, ইশরাত জাহান রুবাইয়্যা, পেন্সিল, ফাতেমা মারিয়াম আপু,গন্ধসূধা, রাবেয়া রোশনি, রাইয়ান, আশা জাগানিয়া, সত্য লিখন আপু, শুকনো পাতা, ইক্লিপ্স, বৃত্তের বাইরে আপু, লুকোচুরি, শারিন অদ্রিতা, উম্মে মাবরুরা বোন পর্যন্ত পৌঁছিয়েছি আলহামদুলিল্লাহ।

সেদিন বসে বসে ভাবছিলাম আল্লাহ আমাকে অনেক দ্বীনি বোনদের সন্ধান দিয়ে আমাকে উপকৃত করেছেন আলহামদুলিল্লাহ। উনাদের কেউ আমার পূর্ব পরিচিত ছিলেন না শুধু মুসলিম এবং ইসলামের সৌন্দর্যই আমাকে উনাদের কাছাকাছি এনে দিয়েছে। বন্ধুর চাইতে দ্বীনি বোন বা উখুয়াহ অনেক বেশি সুমধুর মনে হয় আমার কাছে। মনে হয় এই বন্ধনে আল্লাহ'র রহমাহ আছে, বারাকাহ আছে । শুধুমাত্র এক টুকরো নির্মল বিনোদনের উদ্দেশ্যে এই ব্লগ জগতে প্রবেশ হলেও এখন আমার এই দ্বীনি বোনদের ভালোবাসা আল্লাহ'র সন্তুষ্টির জন্যই নির্মল পবিত্র ভালোবাসাতেই পরিনত হয়েছে আলহামদুলিল্লাহ।

এই ব্লগ বা ভার্চুয়াল জগত আমাকে এতোগুলো দ্বীনি বোন এবং আন্তরিকতা সম্পন্ন মানুষদের কাছাকাছি করেছে এজন্য সত্যি আমি আল্লাহ রব্বুল আ'লামীন এর প্রতি কৃতজ্ঞ। এই ব্লগ জগত বা যারা একে পরিচালনা করছেন, যারা মন্তব্য করে আমাদের উৎসাহ, অনুপ্রেরনা দিয়েছেন সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আজ শুধু এটুকুই বলতে চাই এই সম্পর্কের বন্ধনের দৃড়তা আমাকে ঈমানী শক্তি দেয়, রুহানী ভালোবাসা যোগায় , সামনে গিয়ে যাবার প্রেরনা দেয়। এই বন্ধুত্ব যেন পৃথিবীর জীবন পর্যন্তই সীমাবদ্ধ না থাকে বরং আজ আমরা যেভাবে প্রত্যেকেই প্রত্যেকের ভালো- মন্দ, সুখ- দুঃখের সাথী হয়েছি যখন আমাদেরই কেউ পরাপারে পাড়ি দিবে সেইদিনের জন্য ও দোআর সাথী, আল্লাহ'র নিকট আমাদের জন্য মাগফিরাত চায় এমন সাথী হতে পারি! আল্লাহ আমাদের এই ধরনের প্রকৃত বন্ধুত্বের বন্ধনে জড়ি্যে নিন! আমিন।

শুধু তাই নয় বরং ইয়াওমুল আখিরাতে এই বন্ধন যেন আল্লাহ'র ভালোবাসার কারন হয়ে যায়, আল্লাহ'র আরশের ছায়ায় আশ্রয়ের উপায় হয়ে যায় এই রকম সৌভাগ্যবানদের তালিকায় আল্লাহ আমাদের প্রত্যেককে অন্তর্ভুক্ত করুন । আল্লাহ'র অফুরন্ত নিয়ামতের সমাহার রয়েছে যে জান্নাতে, যা কোন চোখ কখনো দেখেনি, কোন কান সে বিবরন শোনেনি এমনকি কোন অন্তর তা উপলব্ধি করেনি সেই জান্নাতের বাজারে যেদিন প্রত্যেক জান্নাতীগন যখন একে অপরের সাথে সাক্ষাত করবে সেদিন যেন সেখানে আমরাও থাকতে পারি। আল্লাহ সুবহানাহু তা'য়ালা আমাদের প্রত্যেকের আমলকে সৌন্দর্য মন্ডিত করুন, এমন গ্রহনযোগ্য আমল করার তৌফিক দান করুন, সেই পরম সৌভাগ্য অর্জনের সুযোগ দান করুন ।আমিন।

হাদীস-১ আবু হুরাইরা রা. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন - এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী নিজ ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হল। মহান আল্লাহ তার জন্য পথে একজন ফেরেশতা মোতায়েন করে রাখলেন। যখন সে ফেরেশতা সে ব্যক্তির নিকটবর্তী হল, বলল তুমি কোথায় যাও ? সে বলল, এই গ্রামে বসবাসকারী আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করা আমার উদ্দেশ্য। ফেরেশতা বলল, তার কাছে তোমার কোন পাওনা আছে কি-না ? সে বলল, না। কিন্তু আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফেরেশতা বলে উঠল, নিশ্চয় আমি তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। মহান আল্লাহ অবশ্যই তোমাকে ভালোবেসেছেন যে রকম তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছ। (সহীহ মুসলিম)

হাদিস-২ আবু হুরায়রা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :-

“সাত ব্যক্তি, আল্লাহ তাদেরকে তাঁর ছায়াতলে ছায়া দিবে, যে দিন তাঁর ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না...এবং দুজন ব্যক্তিকে, যারা আল্লাহর জন্য তারা পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা স্থাপন করেছে, তাঁর ভালোবাসায় তারা একত্রিত হয়েছে, এবং তাঁর ভালোবাসায় তারা পৃথক হয়েছে‌। (বুখারী)

( অনেক বোনদের যাদের সাথে আগে থেকেই পরিচয় আছে তাদের নাম নতুন করে আর উল্লেখ করিনি আমার সব বোনরাই এর অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ। জানি না কারো নাম বাদ পড়েছে কি না ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি। )



বিষয়: বিবিধ

৩০৪৭ বার পঠিত, ৯৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200059
৩০ মার্চ ২০১৪ রাত ০১:১০
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : মনকে ছুঁয়ে গেল আপনার প্রতিটা শব্দ আপুনি। Love Struck লিখার সাথে সাথে করে এলাম খানিকটা অতীত ভ্রমণ। Bee আপনার সাথেই আমার প্রথম কথা হয়েছিল। Big Hug আমি অবশ্য প্রথম ব্লগ পড়েছিলাম স্বপ্নচারী ভাইয়ের। তারপর নুসরাত আপুর দাম্পত্য সিরিজটা পড়তে গিয়ে পেয়েছিলাম এসবি ব্লগের সন্ধান। এরপর রেহনুমা আপু, সন্ধ্যাবাতি। অনেক অনেক মজার স্মৃতি। Music ভাবতে গেলেই মন ভালো হয়ে যায় এমন সম্পর্কের বাঁধনে আমরা সবাই বেঁধে গিয়েছে, আলহামদুলিল্লাহ। Happy

আল্লাহ আমাদের সবার এই ভালোবাসাময় বন্ধন কবুল করে নিন। আমাদের ভালোবাসাকে আল্লাহর পানে প্রবাহিত করে দিন, আমীন। Praying Praying

যাইহোক, নীলফুলে ছেয়ে যাওয়া পথও আছে পৃথিবীতে। কিন্তু সেটা তো আর আপনার চোখে পড়বে না। হুহ!!! Frustrated



৩০ মার্চ ২০১৪ রাত ০১:২৬
149708
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : ইশশ..কি সুন্দর জায়গাটা। Love Struck নীচে দেখো আমি নীল ফুল দিয়েছি সাদিয়া আপুকে। Tongue
৩০ মার্চ ২০১৪ রাত ০৪:১৪
149765
সাদিয়া মুকিম লিখেছেন : আসলেই ব্লগ সূচনার দিনগুলো অন্যরকম ভালোলাগায় পরিপূর্ন ছিল তাই না?

আল্লাহ আমাদের সবার এই ভালোবাসাময় বন্ধন কবুল করে নিন। আমাদের ভালোবাসাকে আল্লাহর পানে প্রবাহিত করে দিন, আমীন।Praying

ইশ রে তোমার মাছি মার্কা চোখ থেকে কি রক্ষার কোন উপায় নাই আমার? নাকি আমি সহজ সরল মানুষটাকে তোমার খোঁচা না দিলে হজম হয় না?Crying ইহাকি হজমি নাকি আ্যন্টাসিডের বিকল্প!Worried

এসো ভালোবাসার নীল পথে পথে ফুল ছড়িয়ে যাই..Love Struck Good Luck
200062
৩০ মার্চ ২০১৪ রাত ০১:২৪
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : আমি আমার ভাবী আর আপনার হাত ধরে ব্লগে এসেছি বলে এমন অভিজ্ঞতা নেই। Big Hug মনেআছে রোজা ভাবী যখন এসবিতে রেজিস্ট্রেশন করেছিল সেইদিনের কথা? Big Grinআমি রোজা ভাবীর ব্লগ থেকে বার্তা পাঠিয়েছিলাম আপনাকে। Love Struck অনেক মজার ছিল সেইদিনগুলো। Bee
আমি সত্যিই অনেক মিস করি আপনাদের সবাইকে আপু। Crying দোয়া করবেন আবার যেন ফিরে আসতে পারি একেকটা ভালোবাসার খাজানা স্বরূপ আমার আপুনিদের কাছে। Angel Angel
অনেক অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য এবং ব্লগের সব বোনদের জন্য। Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
আমার নাম যদিও উল্লেখ নেই আপনার প্রিয়দের কাতারে। Sad ধরে নিলাম আউট অব সাইট আউট অব মাইন্ড। Rolling Eyes কিন্তু আমি আপনারে ভুলিনি মনে রাখবেন। ভুলি নাই ভগ্নি ভুলি নাই...... Tongue


৩০ মার্চ ২০১৪ রাত ০৩:২১
149730
রাবেয়া রোশনি লিখেছেন : আসসালামু-আলাইকুম ।কেমন আছেন আপুনি?
অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো Love Struck Love Struck Praying
৩০ মার্চ ২০১৪ রাত ০৪:১৮
149768
সাদিয়া মুকিম লিখেছেন : কতোদিন পর তোমাকে পেলাম? মিসড ইউ টুূউউ মাচ!Love Struck
মনের গহীনে যাদের বসবাস তাদের কি বাহিরে আনতে হয় সবসময়?Tongue

তুমি তোমার ও বাবুদের য্ত্ন নিও ঠিকভাবে আপুনি! কস্ট করে সে আমাদর সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য আবারো তোমাকে শুকরিয়া!শুভকামনা রইলো! অনেক অনেক ভালোবাসা ও দোআ জেনোLove Struck Love Struck Love Struck Good Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ০৭:৩৯
149793
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ঠিকাছে, বুঝেগেছি! আর কখনও যাবোনা আপনার ব্লগে। ভাইদের জন্যকি একটু দু'য়া করাও মানা? Frustrated Crying Frustrated
200063
৩০ মার্চ ২০১৪ রাত ০১:২৭
ইশতিয়াক আহমেদ লিখেছেন : এখানে ছেলেরা প্রবেশ না করাই ভালো Surprised
৩০ মার্চ ২০১৪ রাত ০৪:১৯
149769
সাদিয়া মুকিম লিখেছেন : কোন সমস্যা নেই ভাই! সবার প্রবেশাধিকার আছে।মন্তব্যের জন্যGood Luck শুকরিয়া।
200067
৩০ মার্চ ২০১৪ রাত ০১:৪৬
গাজী হাসান লিখেছেন : আসসালামু’আলাইকুম। দোয়া করি আপনাদের আল্লাহকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বন্ধন ও ভালোবাসা প্রস্ফুটিত ফুলের মতো পবিত্রতা, সজীবতা, কোমলতা, নির্মলতার প্রতীক হোক। শুভকামনা সবার জন্য...... Happy

৩০ মার্চ ২০১৪ রাত ০২:৩৩
149718
আফরোজা হাসান লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম। অনেকদিন পর দেখলাম আপনাকে ব্লগে! ভালো আছেন তো জনাব? Tongue
৩০ মার্চ ২০১৪ রাত ০৪:২২
149771
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ! অনেক দিন পর এলেন ভাইয়া! সুন্দর দোআ এবং গুচ্ছ ফুলের জন্য শুকরিয়া!Good Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৩
149795
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম শহীদ গাজী ভাইয়া, ছোট্টভাইদের প্রতিও একটু নজর রাখার আব্দারীয় অনুরোধ রইলো Straight Face Straight Face
200074
৩০ মার্চ ২০১৪ রাত ০২:৩১
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ সত্যিই অনেক দ্বীনি বোনের সাথে ভালোবাসার বন্ধনে জড়িয়ে গিয়েছি ব্লগের মাধ্যমে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দময় অংশে পরিণত হয়েছে তাদের মধ্যে অনেকেই। মনের খোঁড়াক যোগায় বলেই হয়তো মনের টান অনুভব করি অনেকের প্রতিই।

আমাদের ভালোবাসা আল্লাহ সুবহানাহুওয়াতায়ালার তরে বলেই হয়তো এটা এত বেশি প্রশান্তিকর। আমরা সবাই কুরআন ও হাদীসের পথে চলতে চেষ্টা করি বলেই হয়তো মতবিরোধ নেই আমাদের মাঝে, আছে মনোমুগ্ধকর আলাপন, খুনসুটি।

আপনারা সবাই আমার মনের আকাশের এক একটি তারকা। যাদের প্রত্যেকেরই আছে ঝিকিমিকি আলো। আল্লাহর কাছে দু’আ করি কখনোই যেন কেউ ঝরে না যায় আমার মনের আকাশ থেকে।

মন বাগিচার বহু যতনে যেই ফুলের চারাগুলো লাগিয়েছিলাম! আপনাদের খুঁজে পাই সেখানে। নিজস্ব আকার, রঙ, আর সুবাসে সবাই তুলে যান গুঞ্জন। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

এই ব্লগটিকে খুব ভালোবাসি এজন্যই যে, এখানে আমি কিছু আত্মার সাথী পেয়েছি। জানি আমার মত অনেকেই এমন সাথী পেয়েছে। তাই দু’আ করি ভালোবাসার সুবাস বিলানো এই ব্লগটি যেন জোনাক জোনাক থাকে সবসময়। অনাকাঙ্ক্ষিত কিছুর দ্বারা যেন বাঁধাগ্রস্ত না হয় আমাদের এই আলোকোজ্জ্বল মিলনমেলা...... Happy

৩০ মার্চ ২০১৪ রাত ০৪:২৬
149775
সাদিয়া মুকিম লিখেছেন : ইশ এতো সুন্দর মন্তব্য পড়ে তো আমি অভিভূত, মুগ্ধ আলহামদুলিল্লাহ।

তাই দু’আ করি ভালোবাসার সুবাস বিলানো এই ব্লগটি যেন জোনাক জোনাক থাকে সবসময়। অনাকাঙ্ক্ষিত কিছুর দ্বারা যেন বাঁধাগ্রস্ত না হয় আমাদের এই আলোকোজ্জ্বল মিলনমেলা.. আমিন, সুম্মা আমিন।

শুভেচ্ছা জেনো আপুনি!Love Struck Good Luck
200079
৩০ মার্চ ২০১৪ রাত ০৩:২০
রাবেয়া রোশনি লিখেছেন : সুন্দর লেখনী মনের মাঝে একরাশ ভালো লাগা ছড়িয়ে দিল আপু ।
আমিও রেহনুমা আপুর লেখা দিয়ে ব্লগে পড়া শুরু যদিও মুখচোরা স্বভাবের কারণে ভালোলাগা টুকু কক্ষনো জানানো হয় নি I Don't Want To See
সোনার বাংলা ব্লগে আপুর বার্তা পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম , আর যখন আপনি নাম্বার নিয়ে বললেন যে ফোন দিবেন , তখন থেকে তীর্থের কাকের মত আমার অপেক্ষার প্রহর গুনা শুরু হয় । আর আপুর সাথে কথা বলার সময় একবার মনে হয় নি এটা আমার অজানা অচেনা মানুষ । কি পরম মমতা দিয়ে কাছে টেনে নিয়েছিলেন Happy Love Struck

আপনার মাধ্যমে রোজা আপুর সাথে পরিচয় , আলহামদুলিল্লাহ্‌ তারপর একে একে অনেক গুলো দীনি বোন পেলাম । মাঝে মাঝে ভেবে অবাক হই, এই অসামাজিক আমাকে আপনারা কি সুন্দর ভাবে না আপন করে নিয়েছেন । আলহামদুলিল্লাহ্‌!
অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপুমণিদের জন্য ।
Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck

আমাদের সম্পর্ক কে আল্লাহ্‌ দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কবুল করে নিন আমীন। Praying Praying Praying


৩০ মার্চ ২০১৪ রাত ০৪:২৮
149785
সাদিয়া মুকিম লিখেছেন : আল্লাহ সুবহানাহু তা'য়ালা আমাদের এই বন্ধন কে কবুল করে নিন! তোমার স্মৃতিটুকু পড়েও হারিয়ে গেলাম সেই দিনগুলোতে..

শুভকামনা রইলো আপুGood Luck
৩১ মার্চ ২০১৪ রাত ১২:০১
150301
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমার জন্যও ভালোবাসা ও শুভকামনা রইলো। Love Struck Love Struck Love Struck
200100
৩০ মার্চ ২০১৪ সকাল ০৫:১৬
চেয়ারম্যান লিখেছেন : আমি কি কাউকে পাইছি ?? Tongue
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
150157
সাদিয়া মুকিম লিখেছেন : অনেক দিন পর এলেন ভাই। আশাকরি আমাদের ভাবীজান ভালো আছেন।শুভকামনা ও দোআ রইলো আপনাদের জন্যGood Luck

আপনার জন্য পিঠা


200104
৩০ মার্চ ২০১৪ সকাল ০৫:৩২
ভিশু লিখেছেন : ওওও...Chatterbox এটি কি শুধু ইয়ে...মানে বোনদের জন্য লিখা?! আচ্ছা, ঠিক আছে...Sad আমিও এসবিতে পুস্পিতা নামের একজন ব্লগারের লিখা পড়ে ব্লগের প্রতি আগ্রহী হয়েছিলাম! তবে কারো সাথে আমার কথা-সম্পর্ক হয়নি...Rolling Eyes আলহামদুলিল্লাহ, ভালো আছি! সুন্দর-একাট্টা হয়ে থাকুন আপনারাও...Praying Good Luck Angel Rose
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
150158
সাদিয়া মুকিম লিখেছেন : আসলে আমি আমার ব্লগ জগতে প্রবেশ এবং তারপরবর্তীতে এখন পর্যন্ত যে সমস্ত দ্বীনী বোনদের সাহচার্য,ভালোলাগা, ভালোবাসা এবং কল্যানকামীতা পেয়েছি তা নিয়ে এই পোস্ট লিখার প্রয়াস। আশাকরি ভুল বুঝবেন না।

পুষ্পিতা আপুর সাথে আমার একদিন বার্তা বিনিময় হয়েছিল, তারপর আর যোগাযোগ নেই। যেহেতু টুডেতে বার্তার সুযোগ নেই অনেক আপুদের সাথেই আর যোগাযোগ করা সম্ভব হয় নি!

আমরা কিন্তু শুধু মেয়েরা মেয়েরা কথা বলি, আপনারা শুরু করে দিন ছেলেরা ছেলেরা! কাটাকাটি হয়ে গেলো।

মন্তব্য ও ভালোলাগা জানানোর জন্য শুকরিয়া।

আপনার জন্য পিঠ..।


৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
150183
ভিশু লিখেছেন : Surprised X X X কা X ট্টা X কা X ট্টি X X X Rolling Eyes
Sad Sad Sad
200108
৩০ মার্চ ২০১৪ সকাল ০৫:৫২
রুপকথা লিখেছেন : কি সুন্দর আপনার লিখা।বরাবরের মত মনটাকে ছুঁয়ে গেল।কি যে এক অলসতায় পেয়ে বসেছে আমাকে পড়ি কিন্তু কমেন্ট করি না ।আল্লাহ আমাদের এই বন্ধনকে অটুট রাখুক সব সময় ।আমিও আপনাদের সাথে থাকতে চাই সবসময়।
Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Rose Rose
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
150159
সাদিয়া মুকিম লিখেছেন : শুকরিয়া কষ্ট করে লিখাটি পড়ার জন্য। আপনি তো আমার রিয়েল লাইফের দ্বীনি বোন আলহামদুলিল্লাহ!আাদের যে পথচলা একসাথে শুরু হয়েছে তা জান্নাত পর্যন্ত অবিরত থাকুক।আমিন। Love Struck Good Luck
১০
200111
৩০ মার্চ ২০১৪ সকাল ০৬:৩৩
মনসুর আহামেদ লিখেছেন : আপু লেখাটা খুব সুন্দর হয়েছে হৃদ্বয় ছুঁয়ে যায়। চালিয়ে যান।রেহনুমা আপু উচুমানের লেখিকা।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
150160
সাদিয়া মুকিম লিখেছেন : শুকরিয়া আপনাকে। আমাদের সবার জন্য দোআ করবেন। শুভকামনা রইলোGood Luck
১১
200114
৩০ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি এখানে কেন ঢুকে পড়লাম কিছ্ছুই বুঝতে পারতিছি না, এখন শুধু কান্না পাচ্ছে আমার Crying Frustrated Crying Frustrated Crying Frustrated
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
150161
সাদিয়া মুকিম লিখেছেন : অনেকদিন পর এলেন ভাই। ভালো আছেন?

আপনার জন্য পিঠা..।


৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
150178
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : হারিকেন কান্না করে কেনু কেনু কেনু??? বোনদের ভালোবাসা দেখে তো আনন্দিত হবার কথা। Angel Angel Angel
অনেক অনেক দোয়া রইলো হারিকেনের জন্য। Praying Praying Praying Praying
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
150185
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : গরমে ভাপা পিঠা? Crying Crying Crying অন্যকিছু দেন, এটা আমি খাবো না Frustrated Frustrated
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
150192
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : হারিকেনের জন্য। Happy

৩০ মার্চ ২০১৪ রাত ০৯:৪৯
150255
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমরা ৩ জনের ৩টা, রাহ'বারের জন্য ১টা। থ্যাংকইউ নিঝুমমনি Good Luck Rose Rose Good Luck
১২
200134
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৩১
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমদের ভাইরা খুব গোস্বা হইসে Sad Sad Sad তাদের জন্য এক খানা আলাদা পোস্ট দিয়ে দাও। Loser ওখানে আমরা নাকের পানি চোখের পানি এক করব Tongue Crying Big Grin Rolling on the Floor I Don't Want To See I Don't Want To See I Don't Want To See Waiting Waiting Waiting
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
150162
সাদিয়া মুকিম লিখেছেন : হুম আপু তাই তো দেখছি!দেখা যাক যদি কখনো লিখার সুযোগ পাই লিখব ইনশা আল্লাহ। আপু আমাদের জন্য দোআ করবেন। শুভকামনা রইলোLove Struck Good Luck
৩০ মার্চ ২০১৪ রাত ০৯:৫০
150256
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Worried Worried Crying Crying Surprised Surprised
১৩
200139
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৩
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহর জন্যে ভালবাসা,আল্লাহর জন্যেই শত্রুতা। জাজাকাল্লাহ আপনার ভ্রাতৃত্ব বোধের জন্যে। পৃথিবীতে যে যার বন্ধু হাশরও তার/তাদের সাথে হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক বান্দাদের সান্নিধ্যে রাখেন। কেমন হবে,যেদিন আমরা সকলে পরিচিত হব একে াপরের সাথে,আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন,ইনশাল্লাহ আমরা ভাগ্রবানদের মধ্যেই থাকব। সেই সুন্দর দিনের প্রত্যাশায় থাকলাম
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
150169
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দোআ কবুল করে নিন। আমিন। আমাদের জন্য দোআ করবেন। শুভকামনা রইলো।Good Luck

সব ভাইদের পিঠা পরিবেশন করছি, আপনার জন্যও রইলো


৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৮
150375
দ্য স্লেভ লিখেছেন : এই পিঠা আমার পছন্দ নয়। খেজুরের রসের পিঠা দেন
৩১ মার্চ ২০১৪ সকাল ১১:৫৫
150429
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অসময়ে খেজুরের রস কোথায় পাবো Frustrated এভাবে খেয়ে আসেন Broken Heart I Don't Want To See
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৩০
151100
সাদিয়া মুকিম লিখেছেন :


০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৬
151102
সাদিয়া মুকিম লিখেছেন :


০২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫০
151189
দ্য স্লেভ লিখেছেন : ছবিটা না দিলেই ভাল করতেন। এখন জিহবার যন্ত্রনায় কুত্তা পাগল অবস্থা...Tongue
১৪
200143
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৫
বৃত্তের বাইরে লিখেছেন : এমন নিঃস্বার্থ ভালোবাসায় সিক্ত হলাম আপু Day Dreaming Love Struck সত্যি চিরকৃতজ্ঞ আমি Prayingযে যেখানে যত দুরেই থাকিনা কেনো ব্লগের সুবাদে যতটুকু চেনা। কেমন যেনো সুতোয় বাঁধা পড়ে গেছি, আপন মনে হয় সবাইকে। যাদের প্রায়ই দেখি,যাদের লেখা পড়ি,যাদের সাথে মন্তব্যের ঘরে কথা বলি তাদের কেউ বৃক্ষাপু, কেউ শ্রাবনের রিমঝিম ধারা,কেউ আবার সুশীতল ছায়ার পরশ। ভালবাসার বসতভিটায় আমাদের বসবাস! দুরত্ব যাই থাক শুভেচ্ছার হাতছানিতে সবাই আছি কাছাকাছি Love Struck Big Hugশুভেচ্ছা,শুভকামনা আর দোয়া থাকলো সব সুন্দর এর জন্য। Rose Rose Rose Good Luck

৩০ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
150258
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মুক্বিম ভাইয়া এখন বাসায়, তাই আপু বেশি ব্যস্ত। আমি ছোট্টদুষ্টু ভাই হিসেবে বসে থাকতে পারি না সহযোগিতা না করে।....... তাই শুরু করছি।


আপনার হৃদয়ছোঁয়া মন্তব্যখানা অন্তরে ভালোবাসার ঢেউ তুলেদিলো Tongue Love Struck
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৩
150785
বৃত্তের বাইরে লিখেছেন : হারিকেনের টিমটিমা আলোতে আমি মন্তব্য পড়তে পারতেছিনা Cool Cool Cool B- Cool
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৬
151101
সাদিয়া মুকিম লিখেছেন : আন্তরিকতা মাখা মন্তব্যখানি আসলেই মন ছুঁয়ে গেলো আপু!আপনার সাথে এখনো যদি মন্তব্যের ঘরে কথা বলি তবু পরম তৃপ্তি আর ভালোবাসায় ঘিরে থাকা অনুভূতির পরশ পাই। ইনশা আল্লাহ কোনএকদিন কথা আপনার সাথেও হবে আপুনি!Love Struck আমাদের সবার জন্য আপু দোআ করবেন।

আপু চাকরির ওখান ঐ জ্যতিষ কি আর প্রবলম করেছিলো?Worried

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন আপুনি।Good Luck Love Struck
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৪২
151108
সাদিয়া মুকিম লিখেছেন : আন্তরিকতা মাখা মন্তব্যখানি আসলেই মন ছুঁয়ে গেলো আপু!আপনার সাথে এখনো যদি মন্তব্যের ঘরে কথা বলি তবু পরম তৃপ্তি আর ভালোবাসায় ঘিরে থাকা অনুভূতির পরশ পাই। ইনশা আল্লাহ কোনএকদিন কথা আপনার সাথেও হবে আপুনি!Love Struck আমাদের সবার জন্য আপু দোআ করবেন।

আপু চাকরির ওখান ঐ জ্যতিষ কি আর প্রবলম করেছিলো?Worried

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন আপুনি।Good Luck Love Struck

@ হারিকেন ভাই, আমরা সা্প্থিক ইসলামিক প্রোগ্রামে গিয়েছিলাম তাই ব্যস্তার কারনে বসা হয়নি। রাহবার ভাই কি ভালো আছেন? শুকরিয়া আপনাকে।Good Luck
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০৯
151159
বৃত্তের বাইরে লিখেছেন : পরিচয় পর্বের অস্বস্তিটা কোন রকম কাটিয়ে উঠা গেছে। কিন্তু আমার কাজের চাপ বেড়েছে আশঙ্কাজনক হারে Sad Sad খোঁজ নেয়ায় অনেক ধন্যবাদ আপুLove Struck Love Struck
১৫
200178
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : আল্লাহ আপনাদের বন্ধন অটুট রাখুন। উত্তম প্রতিদান দান করুন। Thumbs Up Thumbs Up Rose Rose
৩০ মার্চ ২০১৪ রাত ০৯:৫৭
150260
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আল্লাহ আমাদের বন্ধনও অটুট রাখেন, দুনিয়া ও আখেরাতে উপযুক্ত প্রতিদান দিন। Praying Praying
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৯
151103
সাদিয়া মুকিম লিখেছেন : আমীন আপু। আশাকরি ভালো আছেন। আপনার লিখাগুলো পড়েছিলাম সময়ের অভাবে কমেন্ট করা হয়নি। ইনশা আল্লাহ সময় করে করব।

শুভেচ্ছা রইলোGood Luck Love Struck
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১০
151298
সুমাইয়া হাবীবা লিখেছেন : Happy Love Struck
১৬
200200
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগে শুধু বোনেরাই লেখে!!!!
ভাইরা কিছু লিখেনা।
আসসালামুআলাইকুম!!!!!!!!!!!!!!!!!
৩০ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
150261
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া আলাইকুমাস্ সালাম
ভাইগুলো দুষ্টু প্রকৃতির Worried তাই Don't Tell Anyone Don't Tell Anyone
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৪১
151107
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ। অবশ্যই ভাইরা লিখেন আসলে আমি আমার ব্লগ জগতে প্রবেশ এবং বোনদের সাথে আন্তরিকতা গড়ে ওঠার ঘটনা শয়ার করতেই এই পোষ্ট।

শুভকামনা রইলোGood Luck
১৭
200213
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৯
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : আমীন আমীন। আপনার লেখাটি পড়ে মন ভরে গেলো আপু। এত বড় বড় সম্মানিত লেখিকাদের মাঝে আমার নাম! এ যেন আমার জন্য বিরাট পাওয়া। আমিও সর্ব প্রথম রেহনুমা বিনতে আনিস আর নুসরাত রহমান আপুর লেখা পড়েই ব্লগ সম্পর্কে জেনেছি। আলহামদুলিল্লাহ তাদের লিখনী যেন হৃদয় ছুঁয়ে যায়। তারপর টুডে ব্লগে এসে আফরোজা আপু,আরোহী আপু, ফাতেমা মারিয়াম আপু, রাবেয়া রোশনী আপু , ও আপনার লেখা পড়ে নিজের অজান্তেই হৃদয়ের গভীরে আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগে। আর আপু আপনার সাথে পরিচিতহয়ে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে আমি যেন ফিরে পেলাম আমার অনেক দিনের কাঙ্খিত চাওয়া প্রিয় বোনটিকে। আল্রাহ তাআলা আমাদের নিঃস্বার্থ ভালোবাসাকে কবুল করে নিন। আমাদের কে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন।
৩০ মার্চ ২০১৪ রাত ১০:০১
150264
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ধন্যবাদ আপনাকে আদরমাখা মন্তব্য করার জন্য Happy কিন্তু আমাদের ভাইয়াগুলো গাল ফুলে বসে আছে। যেমন - হারিকেন, সবুজ .... তাই তাদের ব্যাপারে একটু করে বলুন। Waiting
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৬
151109
সাদিয়া মুকিম লিখেছেন : আল্রাহ তাআলা আমাদের নিঃস্বার্থ ভালোবাসাকে কবুল করে নিন। আমাদের কে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমীন। সুম্মা আমীন।

একজন হাফিজা এবং আলিমা বোন পেয়ে আমিও অনেক খুশি আপু আলহামদুলিল্লাহ। শুভাকামনা ও মুঠো মুঠো ভালোবাসা রইলোLove Struck Good Luck
১৮
200243
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৯
আবু জারীর লিখেছেন : আপনার লেখার শুরু থেকেই একটা কৃপণতার ভাব লক্ষ করছিলাম কিন্তু মনোযোগ সহ পড়লাম হয়ত শেষ পর্যন্ত উদারতার ছাপ পাব। কিন্তু হতাস হলাম। শুধু আপু আপু আর আপু!! জানতাম বোনেরা সাধারণত ভাইয়াদের প্রতি বেশী আন্তরিক থাকেন কিন্তু আজ ধারণাটা ভুল প্রমাণীত হল। অবশ্য আমি মাইন্ড করিনি।

সুন্দর এবং প্রাণবন্ত লেখার জন্য ধন্যবাদ। সাথে সাথে যে আপুদের কথা উল্লেখ করেছন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা (ইঙ্কুডিং দুলাভাই ও বেবিস)
৩০ মার্চ ২০১৪ রাত ১০:০৫
150271
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনি মাইন্ড না করলেও আমি করেছি। আম্রা কি এতই পর?! একই পরিবারে থাকার পরও এরম বৈষম্যমূলক আচরন মানি না, মানবো নাCrying Crying


মুক্বিম ভাইয়া এখন বাসায়, তাই আপু বেশি ব্যস্ত। আমি ছোট্টদুষ্টু ভাই হিসেবে বসে থাকতে পারি না সহযোগিতা না করে।....... তাই শুরু করছি।

ভাইয়াদের ব্যাপারে লিখার জন্য লেখিকা সময় বের করা যায়কিনা চিন্তা করে দেখবে Waiting Talk to the hand
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৪
151110
সাদিয়া মুকিম লিখেছেন : আসলেই মনে হয় কৃপনতার পরিচয় দিয়ে ফেলেছি!কিন্তু ভাইয়া বোনদের ভালোবাসা ও আন্তরিকতাই যে আমাকে কিছুটা কৃপন বানিয়েছে!আপনার মনোভাব জানতে পেরে আমি নিজেকে শাষন করলাম! ইনশা আল্লাহ কৃপনতা যন আর না করি!

আমাদের জন্য দোআ করবেন। শুভকামনা রইলো।Good Luck

@ হারিকেন ভাই, আমরা সা্প্তাহিক ইসলামিক প্রোগ্রামে গিয়েছিলাম তাই ব্যস্ততার কারনে বসা হয়নি। রাহবার ভাই কি ভালো আছেন? শুকরিয়া আপনাকে।


১৯
200367
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমি এখানে কেন ঢুকে পড়লাম কিছ্ছুই বুঝতে পারতিছি না, এখন শুধু কান্না পাচ্ছে আমার
৩০ মার্চ ২০১৪ রাত ১০:০৬
150272
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইহা একটা কপি-পেস্ট মন্তব্য! তাতেও আবার চালাকিমাখা আছে Winking


মুক্বিম ভাইয়া এখন বাসায়, তাই আপু বেশি ব্যস্ত। আমি ছোট্টদুষ্টু ভাই হিসেবে বসে থাকতে পারি না সহযোগিতা না করে।....... তাই শুরু করছি। Tongue Love Struck
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৫
151112
সাদিয়া মুকিম লিখেছেন : বোনদের ভালোবাসা দেখে কান্না না করে একটু দোআ করে দিন ভাই! গভীর মেঘ ভেদ করে নিয়ে আসুন উজ্জল হাসি মাখা নরম রোদ!

শুভকামনা রইলোGood Luck
২০
200544
৩০ মার্চ ২০১৪ রাত ১১:৪৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৬
150426
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৬
151113
সাদিয়া মুকিম লিখেছেন : শুকরিয়া। শুভকামনা রইলোGood Luck
২১
200634
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:৪১
দ্য স্লেভ লিখেছেন : হারিকেনের মাথা আওলায় গেছে,পারলে ওকে একটা পিঠার ছবি উৎসর্গ করেন।
৩১ মার্চ ২০১৪ সকাল ১১:৫১
150428
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ১১নং কমেন্ট দেখেন, শুধু পিঠা নয় আরে অনেক উৎসর্গকরা জ্যুস খাই আসলাম Star D'oh (Summer Cocktails বলবেন না প্লীজ, কারন ওখানে এ্যলকোহল থাকে)
২২
200689
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:১৬
জাগো মানুস জাগো লিখেছেন : yes...the begging days was really nice in the blogging.now a days we donot find good write up, good friends.
We req the bdtoday..should open the message system pls. thanks.
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৭
150879
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Write frequently, you might also create good writers by your writings. People are not born as "Good Writers", rather they become "Good writers" in touch of "Best writers" as well as by practicing. So, write, write and write.


You will take advantage of "message system" in LihgtHouse Blog (Click this link) where so many high profile known bloggers have been blogging for a long time.

Thank you & Ma'assalam
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৮
151115
সাদিয়া মুকিম লিখেছেন : আপনার মন্তব্যের জন্য শুকরিয়া। কতৃপক্ষকে জানিয়ে দেখা যেতে পারে বিষয়ে উনাদের অভিমত কি?

শুবকামনা রইলো।Good Luck
২৩
201162
০১ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হায় হায় আপু! এজন্য ব্লগে ঢুঁ মারতে বলেছিলে? বাসায় গত তিনদিনে তিনশ মেহমান আসা যাওয়া থাকা খাওয়া করেছে, বুঝতেই পারছ কি পরিমাণ ব্যাস্ততা গিয়েছে। আজ বরং কাজে গিয়ে মনে হোল বিশ্রামের সু্যোগ পেলাম!
তুমি কেন আমার মত নিরীহ মানুষটাকে গর্ত থেকে আলোতে টেনে আনতে চাও? যে গুনগুলি আমার ওপর আরোপ করা হয়েছে সেগুলো তো আমার নেই! বরং তুমিই সেই ব্যাক্তি যে আমাদের সব বোনদের একত্রিত করেছ এক বৈশ্বিক ভগ্নীত্ববোধে (ভ্রাতৃত্ববোধ তো এখানে হবেনা Tongue)। তোমার অদম্য ইচ্ছা, সুন্দর সংকল্প, অশেষ প্রচেষ্টা আজ আমাদের একই ছাতার নীচে নিয়ে এসেছে। সুতরাং, আমাদের এই বন্ধুত্বের পেছনে সবচেয়ে বেশি অবদান এবং প্রচেষ্টার জন্য তোমাকে ধন্যবাদ আপু Happy
আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন, পরস্পরকে না দেখেও আমাদের মাঝে যে ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন তা একমাত্র তাঁরই জন্য, একে আল্লাহ কবুল করে নিয়ে তাঁর জান্নাতে মুখোমুখি বসে আমাদের সবাইকে একত্রে গল্প করার তাওফিক দিন Love StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove StruckLove Struck আমীন Praying Praying Praying

০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৫
150896
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এই ছাতাটা এত্ত বড়যে ওটার নীচে আমরাও আশ্রয় নিতে সক্ষম হয়েছিলাম, কন্তিু দুর্ভাগ্যতো আর সহজে সঙ্গ ছাড়েনা আমাদের, "ভগ্নীত্ববোধ" এর আবির্ভাবের কারনে আমরা অটোমিটিক আউট-অব-রেইন্জ হয়ে পড়লাম। Frustrated Frustrated

এটা আমার ক্ষোভ ঝাড়লাম যেহেতু আপনি "বৃক্ষা'পু" এটলিস্ট আপনার সুশীতল ছায়াথেকে তাড়িয়ে দেবেন না, এই আশায় Happy Happy
০১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৬
150902
রেহনুমা বিনত আনিস লিখেছেন : না ভাই, আমি ইনশা আল্লাহ ভাইবোন সবার জন্য বাতিঘর হতে চাই, ছায়াবৃক্ষ হতে চাই (যদি আল্লাহ তাওফিক দেন) Happy
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১১
151015
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মনে কর্ছিলাম, ৩য় মন্তব্যতে ইমো ৩টা হবে Love Struck Winking Tongue
০২ এপ্রিল ২০১৪ রাত ০১:০২
151118
সাদিয়া মুকিম লিখেছেন : ভগ্নীত্ববোধ শব্দটিতে মন ছুঁয়ে গেলো। আপনার বাসার মেহমানের কথা আমি য ভুলেই গিয়েছিলাম আপু!আল্লাহ আপনাকে ও পরিবারের সকলকে হায়াতে তাইয়্যেবা দান করুন, কল্যানকর কাজে অগ্রসর রাখুন। আমীন।

মায়াবী মন্তব্য এবং মনকাড়া ছবিটির জন্য আন্তরিক শুকরিয়া। শুভকামনা ও ভালোবাসা রইলো আপুনিLove Struck Good Luck
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৫
151193
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : রিপীট হওয়া মন্তব্যগুলো মুছেদিলেন, আমারটা রেখেদিলেন কেন? সবাই যাতে আমাকে পাগল বলে, এজন্য? Frustrated Frustrated এখন উপরেরটা ডিলিট করলে এটা রেখেদিয়েন না আবার Crying Crying @সাদিয়াপু
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
151301
সাদিয়া মুকিম লিখেছেন : কি বলেন ভাই! আমার মনে হলো সবাই বেশ আনন্দ পাচ্ছে! থাক না তাহলে...Good Luck Good Luck Good Luck
২৪
201378
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৪
রাইয়ান লিখেছেন : ইশ .... ! কি অপূর্ব সোনালী বন্ধনে বাঁধা আমরা , শুকরিয়া মহান আল্লাহর ! সাদিয়া আপু এত নিবিড়ভাবে মমতার আলিঙ্গনে বেঁধে নিলেন যে অনিরুদ্ধ আবেগ ঘিরে ধরেছে আমাকে চারিপাশ থেকে .... এই ভালবাসা আল্লাহরই জন্য , কারণ একই পথের পথিক আমরা সবাই , আখিরাতেও যেন আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি সাথে নিয়ে আমরা সবাই এক সাথেই থাকতে পারি .... মহান প্রভু যেন কবুল করেন !
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২২
151084
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এই ভালবাসা আল্লাহরই জন্য , কারণ একই পথের পথিক আমরা সবাই , আখিরাতেও যেন আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি সাথে নিয়ে আমরা সবাই এক সাথেই থাকতে পারি .... মহান প্রভু যেন কবুল করেন আমীন
সাদিয়াপুর পক্ষথেকে .... আবারও আমীন Praying Praying
০২ এপ্রিল ২০১৪ রাত ০১:০৪
151121
সাদিয়া মুকিম লিখেছেন : আপনার দোআতে আমীন! একই পথের পথিক হয়ে জান্নাতেও যেনো একসাথে থাকতে পারি আমীন!

শুভকামনা ও ভালোবাসা রইলোLove Struck Good Luck
২৫
201544
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার অনুপস্থিতিকে নিয়ে একটু মজা করছিযে এটা যদি আপনার পছন্দ না হয়, ক্ষমাপ্রার্থী আমি। বড়বোন হিসেবে মাফ করে দিবেন। এমন্তব্যটাও ডিলিট করে দিয়েন। কয়েকদিনধরে কিছু ভালো লাগতেছেনা তাই আপনার ব্লগেএসে একটু দুষ্টুমি করছিলাম।
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২০
151303
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম হারিকেন ভাই। কোন সমস্যা নাই আপমি নিশ্চিন্তে থাকুন। আসলে আমি নিজেও বেশ ব্যস্ততার মাঝে থক কমন্টের জবাব দিচ্ছিলাম, আমি অনেকসময় ডিলিট করতে চাই একটা হয়ে যায় আরেকটা! কি মুসীবতCrying

দেখেনতো কেমন হলো..(গাজরের বরফি আর গাজর- নারকেলের লাড্ডু)






২৬
201581
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৮
জাগো মানুস জাগো লিখেছেন : i visited the lighthose blog, its nice. i will write this..
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৯
151243
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Thank you very much. We are waiting there for your nice posts.
২৭
202185
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২১
বইয়ের পাতায় রোদের আলো লিখেছেন : বিলম্ব মন্তব্য কি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখা যায় আপুসোনা, প্লিজ?? Worried

আলহামদুলিল্লাহ!! আল্লাহ আমাকে এত এত সুন্দর মনের সাথে পরিচিত হবার সুযোগ করে দিয়েছেন। আমার পথচলায় আপনারা সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবেন।

+৩৯... থেকে যখন একটা মিষ্টি কন্ঠ সালাম দিয়ে জিজ্ঞেস করে- 'আপু ভালো আছো ত? তোমার কোন খবরই নেই যে!!'
ওটা আমার কাছে গ্রীষ্মের খরতপ্ত দিনে শীতল দখিনা বাতাসের মতো। Love Struck Love Struck

আন্তরিক ভালোবাসা নিয়েন। দু'আ রইলো নিরন্তর।
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
151774
ফাতিমা মারিয়াম লিখেছেন : রোল নাম্বার ২৭Smug
০৪ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৪
151932
সাদিয়া মুকিম লিখেছেন : তুমি যে এতো ব্যস্ততার মাঝেও সময় করে পড়েছো, এতো সুন্দর মন্তব্য করেছো এটাই যে পরম পাওয়া আলহামদুলিললাহ!সত্যি বলছি যখনি মনে পড়ে নতুন পরিচয় হওয়ার কথা অন্য রকম অনুভূতিতে মনটা ছুঁয়ে যায়!

ছোট আপুটাকে আল্লাহ রাখুন! দোআ ও ভালোবাসা রইলো!Good Luck Love Struck

০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৮
152303
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ছোট আপুটাকে আল্লাহ "সুস্থ" রাখুন!
০৮ এপ্রিল ২০১৪ রাত ০২:০৬
153292
সাদিয়া মুকিম লিখেছেন : হারিকেন ভাই কে জাঝাকাল্লাহু খাইর।
২৮
202359
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৩:৩১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৯
157486
সাদিয়া মুকিম লিখেছেন : আপনাকো শুকরিয়া।Good Luck
২৯
204509
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৯
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌! সমস্ত প্রশংসা আল্লাহ্‌ রাব্বুল আ'লামীনের যিনি কিনা আমায় আল্লাহ্‌ তা'আলার জন্যেই তাঁর মনোনীত কিছু বান্দাকে ভালোবাসার তৌফিক দিয়েছেন এবং সেই সাথে তাঁদের মনেও আমার জন্যেআল্লাহ্‌-র জন্যেই নির্মল ভালোবাসা তৈরী করে দিয়েছেন!
আপি, অসম্ভব ভালো লাগলো লেখাটি পড়ে। মনটা ছুঁয়ে গেল । আল্লাহ্‌ তা'আলা আমাদের সবাই কে তাঁর জন্যে ভালোবাসার তৌফিক দেন এবং সেই উসিলাতেই সেই দিন আমাদের সবাই কে তাঁর রহমতের ছায়াতলে আশ্রয় যেন দেন. . আমিন।


০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
153635
সাদিয়া মুকিম লিখেছেন : আমীন। অনেক অনেক শুকরিয়া তোমাকে আপুমনি।Good Luck Love Struck
৩০
323883
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
শেখের পোলা লিখেছেন : আপনার মত আমিও সোনার বাংলা মেগাজিন থেকে রেহনুমা মায়ের লেখার সূত্র ধরে ব্লগে আসি৷ যেখানে শুধুই দীনদার বোনদের নয় বরং ভাইদেরও পেয়ে যাই,অনেকের লেখা পড়ার সময় তাদের অদেখা মানবীয় সুন্দর অবয়বগুলি মনের আয়নায় দেখাদেয়,কতইনা আপন মনে হয়৷ যারা এ সুযোগ করেছেন আল্লাহ তাদের নাজাত নসিব করুক৷ আগষ্টের প্রথম সপ্তায় ক্যালগেরী আসার নিয়ত আছে, আল্লাহ সুযোগ দিলে যাব ইনশাআল্লাহ৷ দেখা করার ইচ্ছা থাকবে কিন্তু কারও ঠিকানা জানিনা,চিনিও না৷ কোন ভাই,ভাতিজা, ভাতিজী বোন, মা, খালামা,ঠিকানা দিলে চেষ্টা করব৷ইনশাআল্লাহ৷
০২ জুন ২০১৫ রাত ০৩:০৯
265610
সাদিয়া মুকিম লিখেছেন : রেহনুমা আপুর ফেসবুক আইডি নেই আপনার কাছে? অথবা হাফিজ ভাইয়ার? আপুর আগের বাসার নাম্বার ছিলো আমার কাছে কিন্তু তারপর আপু তিনবার বাসা পাল্টিয়েছে! নতুন নাম্বার নেয়া হয়নি! এখন আসলে আপুর সাথে স্কাইপে কথা হয় !

কোনো উপকারে আসলে জানাবেন প্লিজ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File