ভার্চুয়াল বন্ধুত্ব অতঃপর সোনালী বন্ধনের ছোঁয়ায়...
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ৩০ মার্চ, ২০১৪, ১২:৩৬:৫২ রাত
এখন থেকে প্রায় আড়াই তিন বছর আগের কথা। ব্লগএর ব্যাপারে ধারনা পর্যন্ত ছিল না। সোনার বাংলা ওয়েবসাইটে ঢুকতাম পেপার পড়ার উদ্দেশ্যে। একদিন ব্লগ নামক ছোট্র সবুজ রং দিয়ে লিখাটি দৃষ্টি আকর্ষন করলো। নির্বাচিত পোষ্টে এরকম শিরোনাম "ক্যাল্গেরীতে রমাদানে কিয়ামুল লাইল" লেখিকা- রেহনুমা বিনতে আনিস। ক্লিক করতেই লিখাটি আসলো। অত্যন্ত গভীর মনোযোগের সাথে পড়লাম এবং আলহামদুলিল্লাহ আপুর জ্ঞানগর্ভ পরিবেশনা মনকে একেবারে ছুঁয়ে ছুঁয়ে গেলো। অবাক বিষ্ময়ে ভাবছিলাম কি সুন্দর দ্বীন পালন করছেন উনারা সুদূর প্রবাসে! সবচাইতে বেশি ভালো লগেছিলো ইসলাম সম্পর্কে সচেতনতা ও জাদু মাখা সুন্দর লিখনী! এভাবেই আমি ব্লগের সন্ধান পাই। তারপর মাঝে মাঝে সময় পেলেই ঢুঁ মারাতাম পোস্ট পড়ার উদ্দেশ্যে। ভালোলাগা বাড়তে থাকে । মনের ভিতর থেকে অদ্ভুত টান উপলব্ধি করলাম। খুব ইচ্ছে হলো ইশ আপুর সাথে যদি কথা বলতে পারতাম একদিন! বার্তার মাধ্যমে আপুকে জানাতেই আপু নাম্বার দিলেন। আলহামদুলিল্লাহ বলে সেদিনই ফোন করছিলাম আপুকে। এভাবেই পরিচয় আর সম্পর্কের ডাল পালা সময়ের সাথে ধীরে ধীরে বাড়তে থাকে। আপুর কথা কি আর বলব? সব সময় উৎসাহ দিয়েছেন,আমার পঁচা পঁচা লিখাগুলো পড়েও একরাশ ভালোলাগার উচ্ছাস নিয়ে মন্তব্য করেছেন যা আমাকে অনেক সাহস যুগিয়েছে কলম ধরতে আলহামদুলিল্লাহ। আসলেই আরোহী আপুকে উপযুক্ত নামেই আখ্যায়িত করেছে "বৃক্ষা' পু" ! রেহনুমা আপু আমাদের সবার জন্যই বৃক্ষের মতোন। নিজ দায়িত্বে আমাদের খোঁজ খবর নেন, লিখালিখি কম করলে বারংবার তাগাদা দেন প্রয়োজনে ধোলাই নামক থেরাপীও প্রয়োগ করেন! আসলেই আপু শীতল ছায়ার মতোই আমাদের তৃপ্ত করেন আলহাদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আপুকে উনার স্বজনদেরকে ভালো রাখুন, উত্তম প্রতিদান দান করুন! আমীন!
রেহনুমা আপুকে দিয়ে শুরু তারপর ব্লগে একে সব আপুদের লিখাগুলো পড়তে লাগলাম। একে একে পেয়ে গেলাম উম্মু রাইশা আপু, নুসরাত রহমান আপু কে। উম্মু রাইশা আপুর চমৎকার একটি সিরিজ চলছিল তখন " একজন অমুসলিম মেয়ের মুসলিম হবার কাহিনী" এটা পড়েতো আপুর ভক্ত হয়ে গেলাম। আপুর সাথেও যোগাযোগ হলো আলহামদুলিল্লাহ। এখনো আপুর আগের লিখাগুলো মিস করি ভীষন!
নুসরাত আপুর লিখার কথা কি আর বলব! যতোই পড়তাম মুগ্ধতার আবেশ বেড়েই চলতো! বাস্তবতার আলোকে গবেষনামূলক লিখাগুলো জ্ঞানের জগতে প্রবেশের সিঁড়ির মতোন লাগতো আলহামদুলিল্লাহ। আপুর সাথেও কথা হয়েছিল তখন আলহামদুলিল্লাহ।
তারপর হঠাৎ একদিন খেয়াল করলাম ভিন্ন স্বাদের হ্রদয়ের গহীন থেকে উৎসরিত ঝর্নাধারার মতোন বিশুদ্ধ চিত্তের রংধনুর রং এ রাংগিয়ে যাওয়া কিছু লিখা যা মনকে না ছুঁয়ে পারেই না এমন মিষ্টি কিছু লিখা! " আমিও ভিজেছি জোছনার শিশিরে" পড়ে আমিও কত যে মধুরতায় অবগাহন করেছি! আবিষ্কার করলাম লেখিকা আমার প্রতিবেশি দেশে থাকেন। বার্তা বিনিময়, ভালোলাগা জানানো অবাক করে দিয়ে একদিন আমাকে আরোহী রায়হান প্রিয়ন্তী ফোন করলো আলহামদুলিল্লাহ। কিন্তু পর্দার অন্তরালে যে আরেকজন ছিলেন সেটা তো আমাদের কারোই জানা ছিল না! অবশেষে অবগুন্ঠিত আফরোজাকেও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আফরোজা আমার জন্য ছিল ঠিক কোন লুক্কায়িত দ্বীপের নিঝুম রাজকন্যার মতোন! এটা বলছি কেনো? কখনোই নিজের সম্পর্কে কোন কথা বলতো না! আরোহী যে লিখগুলো দিয়েছিলো এস। বি ব্লগে তার বেশির ভাগ লিখাই আফরোজা লিখে দিয়েছিলো এই সব রহস্য উন্মোচন করাটা আমার জন্য শার্লক হোমসের চাইতেও কম ছিলনা! তবে একটা জিনিষ খুব বেশি ভালো লাগতো ওর "নিজেই নিজের কথা না বলা- অন্যের গুনের সমাদর করা - প্রয়োজনে নিজেরটুকু ছাড় দেয়া" আলহামদুলিল্লাহ!
এভাবেই বন্ধনের মায়া বেড়ে যেতে থাকে - নিঝুম দ্বীপের রাজকন্যা, নূর আয়েশা সিদ্দিকা আপু, বইয়ের পাতায় রোদের আলো, ইশরাত জাহান রুবাইয়্যা, পেন্সিল, ফাতেমা মারিয়াম আপু,গন্ধসূধা, রাবেয়া রোশনি, রাইয়ান, আশা জাগানিয়া, সত্য লিখন আপু, শুকনো পাতা, ইক্লিপ্স, বৃত্তের বাইরে আপু, লুকোচুরি, শারিন অদ্রিতা, উম্মে মাবরুরা বোন পর্যন্ত পৌঁছিয়েছি আলহামদুলিল্লাহ।
সেদিন বসে বসে ভাবছিলাম আল্লাহ আমাকে অনেক দ্বীনি বোনদের সন্ধান দিয়ে আমাকে উপকৃত করেছেন আলহামদুলিল্লাহ। উনাদের কেউ আমার পূর্ব পরিচিত ছিলেন না শুধু মুসলিম এবং ইসলামের সৌন্দর্যই আমাকে উনাদের কাছাকাছি এনে দিয়েছে। বন্ধুর চাইতে দ্বীনি বোন বা উখুয়াহ অনেক বেশি সুমধুর মনে হয় আমার কাছে। মনে হয় এই বন্ধনে আল্লাহ'র রহমাহ আছে, বারাকাহ আছে । শুধুমাত্র এক টুকরো নির্মল বিনোদনের উদ্দেশ্যে এই ব্লগ জগতে প্রবেশ হলেও এখন আমার এই দ্বীনি বোনদের ভালোবাসা আল্লাহ'র সন্তুষ্টির জন্যই নির্মল পবিত্র ভালোবাসাতেই পরিনত হয়েছে আলহামদুলিল্লাহ।
এই ব্লগ বা ভার্চুয়াল জগত আমাকে এতোগুলো দ্বীনি বোন এবং আন্তরিকতা সম্পন্ন মানুষদের কাছাকাছি করেছে এজন্য সত্যি আমি আল্লাহ রব্বুল আ'লামীন এর প্রতি কৃতজ্ঞ। এই ব্লগ জগত বা যারা একে পরিচালনা করছেন, যারা মন্তব্য করে আমাদের উৎসাহ, অনুপ্রেরনা দিয়েছেন সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আমিন।
আজ শুধু এটুকুই বলতে চাই এই সম্পর্কের বন্ধনের দৃড়তা আমাকে ঈমানী শক্তি দেয়, রুহানী ভালোবাসা যোগায় , সামনে গিয়ে যাবার প্রেরনা দেয়। এই বন্ধুত্ব যেন পৃথিবীর জীবন পর্যন্তই সীমাবদ্ধ না থাকে বরং আজ আমরা যেভাবে প্রত্যেকেই প্রত্যেকের ভালো- মন্দ, সুখ- দুঃখের সাথী হয়েছি যখন আমাদেরই কেউ পরাপারে পাড়ি দিবে সেইদিনের জন্য ও দোআর সাথী, আল্লাহ'র নিকট আমাদের জন্য মাগফিরাত চায় এমন সাথী হতে পারি! আল্লাহ আমাদের এই ধরনের প্রকৃত বন্ধুত্বের বন্ধনে জড়ি্যে নিন! আমিন।
শুধু তাই নয় বরং ইয়াওমুল আখিরাতে এই বন্ধন যেন আল্লাহ'র ভালোবাসার কারন হয়ে যায়, আল্লাহ'র আরশের ছায়ায় আশ্রয়ের উপায় হয়ে যায় এই রকম সৌভাগ্যবানদের তালিকায় আল্লাহ আমাদের প্রত্যেককে অন্তর্ভুক্ত করুন । আল্লাহ'র অফুরন্ত নিয়ামতের সমাহার রয়েছে যে জান্নাতে, যা কোন চোখ কখনো দেখেনি, কোন কান সে বিবরন শোনেনি এমনকি কোন অন্তর তা উপলব্ধি করেনি সেই জান্নাতের বাজারে যেদিন প্রত্যেক জান্নাতীগন যখন একে অপরের সাথে সাক্ষাত করবে সেদিন যেন সেখানে আমরাও থাকতে পারি। আল্লাহ সুবহানাহু তা'য়ালা আমাদের প্রত্যেকের আমলকে সৌন্দর্য মন্ডিত করুন, এমন গ্রহনযোগ্য আমল করার তৌফিক দান করুন, সেই পরম সৌভাগ্য অর্জনের সুযোগ দান করুন ।আমিন।
হাদীস-১ আবু হুরাইরা রা. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন - এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী নিজ ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হল। মহান আল্লাহ তার জন্য পথে একজন ফেরেশতা মোতায়েন করে রাখলেন। যখন সে ফেরেশতা সে ব্যক্তির নিকটবর্তী হল, বলল তুমি কোথায় যাও ? সে বলল, এই গ্রামে বসবাসকারী আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করা আমার উদ্দেশ্য। ফেরেশতা বলল, তার কাছে তোমার কোন পাওনা আছে কি-না ? সে বলল, না। কিন্তু আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফেরেশতা বলে উঠল, নিশ্চয় আমি তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। মহান আল্লাহ অবশ্যই তোমাকে ভালোবেসেছেন যে রকম তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছ। (সহীহ মুসলিম)
হাদিস-২ আবু হুরায়রা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :-
“সাত ব্যক্তি, আল্লাহ তাদেরকে তাঁর ছায়াতলে ছায়া দিবে, যে দিন তাঁর ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না...এবং দুজন ব্যক্তিকে, যারা আল্লাহর জন্য তারা পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা স্থাপন করেছে, তাঁর ভালোবাসায় তারা একত্রিত হয়েছে, এবং তাঁর ভালোবাসায় তারা পৃথক হয়েছে। (বুখারী)
( অনেক বোনদের যাদের সাথে আগে থেকেই পরিচয় আছে তাদের নাম নতুন করে আর উল্লেখ করিনি আমার সব বোনরাই এর অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ। জানি না কারো নাম বাদ পড়েছে কি না ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি। )
বিষয়: বিবিধ
৩০৪৭ বার পঠিত, ৯৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের সবার এই ভালোবাসাময় বন্ধন কবুল করে নিন। আমাদের ভালোবাসাকে আল্লাহর পানে প্রবাহিত করে দিন, আমীন।
যাইহোক, নীলফুলে ছেয়ে যাওয়া পথও আছে পৃথিবীতে। কিন্তু সেটা তো আর আপনার চোখে পড়বে না। হুহ!!!
আল্লাহ আমাদের সবার এই ভালোবাসাময় বন্ধন কবুল করে নিন। আমাদের ভালোবাসাকে আল্লাহর পানে প্রবাহিত করে দিন, আমীন।
ইশ রে তোমার মাছি মার্কা চোখ থেকে কি রক্ষার কোন উপায় নাই আমার? নাকি আমি সহজ সরল মানুষটাকে তোমার খোঁচা না দিলে হজম হয় না? ইহাকি হজমি নাকি আ্যন্টাসিডের বিকল্প!
এসো ভালোবাসার নীল পথে পথে ফুল ছড়িয়ে যাই..
আমি সত্যিই অনেক মিস করি আপনাদের সবাইকে আপু। দোয়া করবেন আবার যেন ফিরে আসতে পারি একেকটা ভালোবাসার খাজানা স্বরূপ আমার আপুনিদের কাছে।
অনেক অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য এবং ব্লগের সব বোনদের জন্য।
আমার নাম যদিও উল্লেখ নেই আপনার প্রিয়দের কাতারে। ধরে নিলাম আউট অব সাইট আউট অব মাইন্ড। কিন্তু আমি আপনারে ভুলিনি মনে রাখবেন। ভুলি নাই ভগ্নি ভুলি নাই......
অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো
মনের গহীনে যাদের বসবাস তাদের কি বাহিরে আনতে হয় সবসময়?
তুমি তোমার ও বাবুদের য্ত্ন নিও ঠিকভাবে আপুনি! কস্ট করে সে আমাদর সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য আবারো তোমাকে শুকরিয়া!শুভকামনা রইলো! অনেক অনেক ভালোবাসা ও দোআ জেনো
আমাদের ভালোবাসা আল্লাহ সুবহানাহুওয়াতায়ালার তরে বলেই হয়তো এটা এত বেশি প্রশান্তিকর। আমরা সবাই কুরআন ও হাদীসের পথে চলতে চেষ্টা করি বলেই হয়তো মতবিরোধ নেই আমাদের মাঝে, আছে মনোমুগ্ধকর আলাপন, খুনসুটি।
আপনারা সবাই আমার মনের আকাশের এক একটি তারকা। যাদের প্রত্যেকেরই আছে ঝিকিমিকি আলো। আল্লাহর কাছে দু’আ করি কখনোই যেন কেউ ঝরে না যায় আমার মনের আকাশ থেকে।
মন বাগিচার বহু যতনে যেই ফুলের চারাগুলো লাগিয়েছিলাম! আপনাদের খুঁজে পাই সেখানে। নিজস্ব আকার, রঙ, আর সুবাসে সবাই তুলে যান গুঞ্জন। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
এই ব্লগটিকে খুব ভালোবাসি এজন্যই যে, এখানে আমি কিছু আত্মার সাথী পেয়েছি। জানি আমার মত অনেকেই এমন সাথী পেয়েছে। তাই দু’আ করি ভালোবাসার সুবাস বিলানো এই ব্লগটি যেন জোনাক জোনাক থাকে সবসময়। অনাকাঙ্ক্ষিত কিছুর দ্বারা যেন বাঁধাগ্রস্ত না হয় আমাদের এই আলোকোজ্জ্বল মিলনমেলা......
তাই দু’আ করি ভালোবাসার সুবাস বিলানো এই ব্লগটি যেন জোনাক জোনাক থাকে সবসময়। অনাকাঙ্ক্ষিত কিছুর দ্বারা যেন বাঁধাগ্রস্ত না হয় আমাদের এই আলোকোজ্জ্বল মিলনমেলা.. আমিন, সুম্মা আমিন।
শুভেচ্ছা জেনো আপুনি!
আমিও রেহনুমা আপুর লেখা দিয়ে ব্লগে পড়া শুরু যদিও মুখচোরা স্বভাবের কারণে ভালোলাগা টুকু কক্ষনো জানানো হয় নি ।
সোনার বাংলা ব্লগে আপুর বার্তা পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম , আর যখন আপনি নাম্বার নিয়ে বললেন যে ফোন দিবেন , তখন থেকে তীর্থের কাকের মত আমার অপেক্ষার প্রহর গুনা শুরু হয় । আর আপুর সাথে কথা বলার সময় একবার মনে হয় নি এটা আমার অজানা অচেনা মানুষ । কি পরম মমতা দিয়ে কাছে টেনে নিয়েছিলেন ।
আপনার মাধ্যমে রোজা আপুর সাথে পরিচয় , আলহামদুলিল্লাহ্ তারপর একে একে অনেক গুলো দীনি বোন পেলাম । মাঝে মাঝে ভেবে অবাক হই, এই অসামাজিক আমাকে আপনারা কি সুন্দর ভাবে না আপন করে নিয়েছেন । আলহামদুলিল্লাহ্!
অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপুমণিদের জন্য ।
আমাদের সম্পর্ক কে আল্লাহ্ দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কবুল করে নিন আমীন।
শুভকামনা রইলো আপু
আপনার জন্য পিঠা
পুষ্পিতা আপুর সাথে আমার একদিন বার্তা বিনিময় হয়েছিল, তারপর আর যোগাযোগ নেই। যেহেতু টুডেতে বার্তার সুযোগ নেই অনেক আপুদের সাথেই আর যোগাযোগ করা সম্ভব হয় নি!
আমরা কিন্তু শুধু মেয়েরা মেয়েরা কথা বলি, আপনারা শুরু করে দিন ছেলেরা ছেলেরা! কাটাকাটি হয়ে গেলো।
মন্তব্য ও ভালোলাগা জানানোর জন্য শুকরিয়া।
আপনার জন্য পিঠ..।
আপনার জন্য পিঠা..।
অনেক অনেক দোয়া রইলো হারিকেনের জন্য।
সব ভাইদের পিঠা পরিবেশন করছি, আপনার জন্যও রইলো
আপনার হৃদয়ছোঁয়া মন্তব্যখানা অন্তরে ভালোবাসার ঢেউ তুলেদিলো
আপু চাকরির ওখান ঐ জ্যতিষ কি আর প্রবলম করেছিলো?
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন আপুনি।
আপু চাকরির ওখান ঐ জ্যতিষ কি আর প্রবলম করেছিলো?
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন আপুনি।
@ হারিকেন ভাই, আমরা সা্প্থিক ইসলামিক প্রোগ্রামে গিয়েছিলাম তাই ব্যস্তার কারনে বসা হয়নি। রাহবার ভাই কি ভালো আছেন? শুকরিয়া আপনাকে।
শুভেচ্ছা রইলো
ভাইরা কিছু লিখেনা।
আসসালামুআলাইকুম!!!!!!!!!!!!!!!!!
ভাইগুলো দুষ্টু প্রকৃতির তাই
শুভকামনা রইলো
একজন হাফিজা এবং আলিমা বোন পেয়ে আমিও অনেক খুশি আপু আলহামদুলিল্লাহ। শুভাকামনা ও মুঠো মুঠো ভালোবাসা রইলো
সুন্দর এবং প্রাণবন্ত লেখার জন্য ধন্যবাদ। সাথে সাথে যে আপুদের কথা উল্লেখ করেছন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা (ইঙ্কুডিং দুলাভাই ও বেবিস)
মুক্বিম ভাইয়া এখন বাসায়, তাই আপু বেশি ব্যস্ত। আমি ছোট্টদুষ্টু ভাই হিসেবে বসে থাকতে পারি না সহযোগিতা না করে।....... তাই শুরু করছি।
ভাইয়াদের ব্যাপারে লিখার জন্য লেখিকা সময় বের করা যায়কিনা চিন্তা করে দেখবে
আমাদের জন্য দোআ করবেন। শুভকামনা রইলো।
@ হারিকেন ভাই, আমরা সা্প্তাহিক ইসলামিক প্রোগ্রামে গিয়েছিলাম তাই ব্যস্ততার কারনে বসা হয়নি। রাহবার ভাই কি ভালো আছেন? শুকরিয়া আপনাকে।
মুক্বিম ভাইয়া এখন বাসায়, তাই আপু বেশি ব্যস্ত। আমি ছোট্টদুষ্টু ভাই হিসেবে বসে থাকতে পারি না সহযোগিতা না করে।....... তাই শুরু করছি।
শুভকামনা রইলো
We req the bdtoday..should open the message system pls. thanks.
You will take advantage of "message system" in LihgtHouse Blog (Click this link) where so many high profile known bloggers have been blogging for a long time.
Thank you & Ma'assalam
শুবকামনা রইলো।
তুমি কেন আমার মত নিরীহ মানুষটাকে গর্ত থেকে আলোতে টেনে আনতে চাও? যে গুনগুলি আমার ওপর আরোপ করা হয়েছে সেগুলো তো আমার নেই! বরং তুমিই সেই ব্যাক্তি যে আমাদের সব বোনদের একত্রিত করেছ এক বৈশ্বিক ভগ্নীত্ববোধে (ভ্রাতৃত্ববোধ তো এখানে হবেনা )। তোমার অদম্য ইচ্ছা, সুন্দর সংকল্প, অশেষ প্রচেষ্টা আজ আমাদের একই ছাতার নীচে নিয়ে এসেছে। সুতরাং, আমাদের এই বন্ধুত্বের পেছনে সবচেয়ে বেশি অবদান এবং প্রচেষ্টার জন্য তোমাকে ধন্যবাদ আপু
আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন, পরস্পরকে না দেখেও আমাদের মাঝে যে ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন তা একমাত্র তাঁরই জন্য, একে আল্লাহ কবুল করে নিয়ে তাঁর জান্নাতে মুখোমুখি বসে আমাদের সবাইকে একত্রে গল্প করার তাওফিক দিন আমীন
এটা আমার ক্ষোভ ঝাড়লাম যেহেতু আপনি "বৃক্ষা'পু" এটলিস্ট আপনার সুশীতল ছায়াথেকে তাড়িয়ে দেবেন না, এই আশায়
মায়াবী মন্তব্য এবং মনকাড়া ছবিটির জন্য আন্তরিক শুকরিয়া। শুভকামনা ও ভালোবাসা রইলো আপুনি
সাদিয়াপুর পক্ষথেকে .... আবারও আমীন
শুভকামনা ও ভালোবাসা রইলো
দেখেনতো কেমন হলো..(গাজরের বরফি আর গাজর- নারকেলের লাড্ডু)
আলহামদুলিল্লাহ!! আল্লাহ আমাকে এত এত সুন্দর মনের সাথে পরিচিত হবার সুযোগ করে দিয়েছেন। আমার পথচলায় আপনারা সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবেন।
+৩৯... থেকে যখন একটা মিষ্টি কন্ঠ সালাম দিয়ে জিজ্ঞেস করে- 'আপু ভালো আছো ত? তোমার কোন খবরই নেই যে!!'
ওটা আমার কাছে গ্রীষ্মের খরতপ্ত দিনে শীতল দখিনা বাতাসের মতো।
আন্তরিক ভালোবাসা নিয়েন। দু'আ রইলো নিরন্তর।
ছোট আপুটাকে আল্লাহ রাখুন! দোআ ও ভালোবাসা রইলো!
আপি, অসম্ভব ভালো লাগলো লেখাটি পড়ে। মনটা ছুঁয়ে গেল । আল্লাহ্ তা'আলা আমাদের সবাই কে তাঁর জন্যে ভালোবাসার তৌফিক দেন এবং সেই উসিলাতেই সেই দিন আমাদের সবাই কে তাঁর রহমতের ছায়াতলে আশ্রয় যেন দেন. . আমিন।
কোনো উপকারে আসলে জানাবেন প্লিজ!
মন্তব্য করতে লগইন করুন