মা আমাদের জন্য আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত।
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৪:৩৮ সকাল
বিয়ের আগেঃ
-বিয়ের পরে তো আর আমাকে ভাত কাপড় কিছুই দিবি না....!!
-কী যে বল না মা।সব ছেলে কি একরকম নাকি?
-বিয়ের আগে সবাই একথায় বলে বাবা।
-তুমি দেখ মা;আমি তোমার সাথে এমন কিছুই করব না।
-বাবা বিয়ের আগে এসব বলছিস কিন্তু বিয়ের পরে সব ভুলে যাবি।তখন সব ভুলে বউয়ের আঁচলের তলে থাকবি।আর আমার জায়গা হবে বৃদ্ধাশ্রমে।
-তুমি দেখ এমন কিছুই হবে না।
বিয়ের পরঃ
-তোমার সমস্যাটা কী মা?
-মানে?তুই কী বলতে চাচ্ছিস?
-তুমি আজ আবার তোমার বৌমার সাথে খারাপ ব্যবহার করেছ।কিন্তু কেন?
-আমি কোন খারাপ ব্যবহার করি নি।তোর বউ আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে।আমার সাথে খারেপ আচরণ করেছে।
-ফের মিথ্যে কথা বলছ...!!!
-আমি মিথ্যা কথা বলছি??
-তবে কি তোমার বৌমা মিথ্যা বলছে?ও কখনও মিথ্যা বলে না।ওকে আমি খুব ভালো করে চিনি।ও এমন মেয়েই নয়।
-তুই আমাকে চিনিস না..??তার মানে আমি মিথ্যা বলছি...??
-অত কথা শুনতে চাই না।তুমি যদি ওর কথা শুনে চলতে পার তাহলে আমার বাড়িতে থাকো।অন্যথায় বৃদ্ধাশ্রমে চলে যাও। প্রতিদিন একই ঝামেলা আর ভালো লাগে না।
এই চিত্র আজ বাংলার ঘরে ঘরে।কিন্তু কেন....??আমাদের বিবেক বুদ্ধি কি সত্যিই লোপ পেয়েছে....??
ভাইদেরকে বলছি,বউয়ের কথা শুনে মার সাথে খারাপ ব্যবহার করবেন না।মা আমাদের জন্য আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত।সুতরাং মা এর সাথে সবসময় ভালো ব্যবহার করুন।তার কাছে আপনি কতভাবে ঋণী তা কি আপনি ভুলে গেছেন....??
আপুদেরকে বলছি,শ্বাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না।স্বামীর কাছে বানিয়ে বানিয়ে শ্বাশুড়ির নামে নিন্দা করবেন না।শ্বাশুড়ি হল আপনার মায়ের মত।আজ যদি তার জায়গায় আপনার মা থাকত তাহলে কি আপনি এমন জঘন্য কাজটি করতে পারতেন...??
বিষয়: বিবিধ
১৬৩৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশের সমাজের বাস্তব চিত্র
সফিউদ্দিন সরদারের -পরিবার নহে কারাগার বইয়ে বিষয়গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে
০ '' তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম ''
'' মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত ''
এখন মা ও বউ যদি পরষ্পর বিরোধী হয় তাহলে ছেলে বা স্বামীর কি উত্তম হওয়া তথা স্বর্গ লাভ হবে না ?
হাদিসের এই বানী দুটো দিয়ে ছেলেদেরকে ব্যাপক চাপে রাখা হয় ।
অথচ স্ত্রীদের এত বিশাল হাইলাইট করে ক্বুরআনে বলা হয় নি যেমন টা বলা আছে বাবা মাকে নিয়ে :
'' রাব্বির 'হামহুমা কামা রাব্বায়ানী ছোয়াগিরা''
''আজ যদি তার জায়গায় আপনার মা থাকত তাহলে কি আপনি এমন জঘন্য কাজটি করতে পারতেন...?? ''
০ নিজের মা হলে তো এরকম ক্লিকবাজী করার প্রশ্নই আসে না ।
এভাবে বলা যায় যে, একইভাবে হয়ত আপনার ভাবীও আপনার মায়ের উপর ব্যাট চালাচ্ছে । সেটা কি আপনার ভাল লাগবে ?
মন্তব্য করতে লগইন করুন