আমায় প্রথম ব্লগ। কিছু কথা রয়ে যায় ♥♥
লিখেছেন লিখেছেন দুর্ধষ ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০২:৪৭ দুপুর
কিছু কথা রয়ে যায়,
না বলাই ভালো...
বৃষ্টির মখমলে,
অভিনব আলো...
কিছু কথা পড়ে আছে,
মিথ্যার বিছানায়...
স্বপ্ন করুণ সুর,
সুদূরেই রয়ে যায়...
খেয়ালী তোমার চাওয়া হযবরল,
হেয়ালি আমার পাওয়াবনবাসী হল...
গোধুলীর শেষ ভাগে,
আকাশের কার্পেটে,
খয়েরী রঙের ব্যাথা...
মধ্য রাতের চাঁদে,
অনেক দীর্ঘশ্বাসে,
আমার না বলা কথা.......
♥♥
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন