টুডে ব্লগ ছিল,আছে,থাকবে। ইনশাআল্লাহ
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৭:২০ সন্ধ্যা
ফেইসবুকে প্রথম এই ব্লগের পেইজের সাথে পরিচয়। ব্লগ কি তা আমি বুঝতাম না। ব্লগার মানে কি তাও বুঝতামনা। শুধু এতোটুকু জানতাম যে ব্লগারকে নিয়েই দেশে অনেক কিছু হচ্ছে । একদিন একজনকে জিঙ্গাস করে এ বিষয়ে জানতে পারি। তারপর এ বিষয়ে আরও জানার জন্য এই ব্লগের ওয়েবসাইটে প্রবেশ করি। ধীরে ধীরে একাউন্ট খুলি।আমি তেমন লিখতে জানিনা, তবুও যাই পারি লিখি। এভাবে একসময় এমন হলো যে এটা যেন আমার জীবনের একটা অংশ…… এতো সুন্দর সুন্দর লিখা, ব্লগের পরিবেশ আমাকে আরও আকৃষ্ট করে। একদিন ওপেন করতে গিয়ে দেখি ওপেন হচ্ছেনা, তখন এতো কষ্ট লাগছিলো যা বুঝাতে পারবোনা। বারবার চেষ্টা করতে থাকি....... যখন ওপেন হলো দেখলাম যে নতুন ওয়েবসাইট। তখনই বুঝতে পারি কোনো পরাশক্তি এটাকে গ্রাস করতে চাচ্ছে। তখন থেকে প্রায় সময়ই ওপেন করতে গিয়ে তেমন সমস্যার মুখামুখি হই । ইনশাআল্লাহ কোনো পরাশক্তিই এই ব্লগকে গ্রাস করতে পারবেনা। টুডে ব্লগ ছিল,আছে,থাকবে। কতৃপক্ষের কাছে অনুরুধ ,আপনারা চালিয়ে যান ,আমরা ব্লগাররা আপনাদের সাথে আছি। আপনাদের উসিলায় আমার মতো আরও অনেকে হয়তো এখানে এসে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। সমস্ত ব্লগারদেরকেও ধন্যবাদ জানাই ভালো ভালো লিখা উপহার দেওয়ার জন্য। আমার জন্য সবাই দুয়া করবেন,যেন আমিও ভালো কিছু লিখতে পারি। আপনাদের সহযোগিতাও কামনা করছি। ধন্যবাদ
বিষয়: বিবিধ
২৯১২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন