কুলি-মজুররা বলল, "এ-এ হুজুর আইছে, চা-বিস্কুট আন"
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৮:০২ সন্ধ্যা
২০০১ সালে নির্বাচনে মাওলানা মতিউর রহমান নিজামী বেড়া-সাথিয়ার এমপি হিসাবে বিজয়ী হওয়া এবং সম্ভবত মন্ত্রী হওয়ার পর নির্বাচনী এলাকার লোকজনের সাথে সাক্ষাত করতে যান। আমি তখন বেড়ায় আমার বোনের বাড়ী বেড়াতে গিয়েছি। বেড়া বাজারের সাথেই নদীর ঘাট। এখানে নদীর ঘাটে শত শত কুলি-মজুর-শ্রমিক ট্রাক-লঞ্চে মালামাল উঠা-নামার কাজ করেন, এই ঘাটের পাশ দিয়েই যাচ্ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী।
আমীরে জামায়াতের সাথে এসএসএফ, পুলিশ, সংগঠনের কর্মীদের নিচ্ছিদ্র নিরাপত্তা। হলে হবে কি, উনিতো কুলি-মজুরদের নেতা। গাড়ী থেকে নেমে ঘাটের কাছে আসতেই কুলি-মজুররা মাওলানা মতিউর রহমান নিজামীকে ঘিরে ধরলেন। কেউ দৌড় দিয়ে টুল-বেঞ্চি নিয়ে আসলেন। ধুলোয় ভরা এসব বেঞ্চি শ্রমিকেরা তাদের কাধে ঝোলানো গামছা দিয়ে মুছে দিচ্ছেন। নেতা গোছের একজন স্থানীয় ভাষায় বলল, ''এ-এ হুজুর আইছে চা-বিস্কুট আন''। আমীরে জামায়াতের প্রতি কুলি-মজুরদের হৃদ্যতা-ভালবাসা দেখে স্থম্ভিত হয়ে গেলাম। আমীরে জামায়াতও তাদের সাথে গল্প করলেন। উনার পেট ভরা ছিল, তাছাড়া ডায়বেটিসের কারণে বললেন, ''খেয়ে এসেছি, তাছাড়া ডায়েবেটিস আছে, আমি বিস্কিট নিয়ে যায়?" সাথে সাথেই লোকজন বিস্কুটের প্যাকেট পলিথিনে ভরে আমীরে জামায়াতের হাতে দিলেন। তিনি তাঁর সঙ্গীকে ব্যাগটি গাড়িতে রাখতে বললেন। লোকজনের কাছ থেকে বিদায় নিলেন
আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর এই জনপ্রিয়তাই তাঁর ফাঁসির মুল কারণ।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুলি মুজুর রা বুঝে তাদের হাতে ক্ষমতা থাকলে দেশের মানুষ নিরাপদ থাকবে। কেউ ভুখা নাঙ্গা থাকবেনা দেশ সাবলম্বি হবে।
তাইতো এই উলামাদের বিরুদ্ধে নাস্তিকদের যত ষড়যন্ত্র।
মন্তব্য করতে লগইন করুন