বাংলাদেশের সেনাবাহিনী কি ভারতীয়দের নিয়ন্ত্রণে !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১২:২৩ সন্ধ্যা
হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা গুলাকে সংস্কার করার জন্য তারিক আনাম ছিদ্দিকীকে দিয়ে একটা কমিটি গঠন করেছিল ৷ তারিক আনাম ছিদ্দিকী হলো শেখ রেহানার দেবর ও হাসিনার সামরিক উপদেষ্টা ৷ সেই কমিটি কি কাজ করেছিল বা গোয়েন্দা সংস্থার ভেতর কেমন পরিবর্তন এনেছিল অথবা কতটুকু সংস্কার করেছিল সেই বিষয় জাতিকে কিছুই জানানো হয়নি ৷
অন্যদিকে ভারতীয় গোয়েন্দা 'র' আমাদের দেশের গোয়েন্দা সংস্থার গাড়ি ব্যবহার করছে !!! এবং আরো অনেক কিছুই করছে যা বলা সম্ভব হচ্ছেনা ৷
তার মানে হাসিনা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা গুলাকে সংস্কারের নামে ভারতীয়দের হাতে তুলে দিয়েছে !!!!
একটু চিন্তা করে দেখুন;
যে গোয়েন্দা সংস্থা গুলা আমাদের দেশের সেনা বাহিনী থেকে শুরু করে সবগুলা বাহিনী নিয়ন্ত্রন করে সেই গোয়েন্দা সংস্থা গুলা এখন ভারতীয়দের নিয়ন্ত্রণে !!!
উফঃ আল্লাহ আর ভাবতে পারছিনা ৷
বিষয়: রাজনীতি
১৩৩৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে যেহেতু আমাদের এখানে করা হয় নি, তাই প্রথম করে সবাইকে সবসময় রেডী রাখলে – নিজেরা নিজেরা কিছু শোধ-প্রতিশোধ নিয়ে এর পর থেমে গিয়ে ওতেই মানিয়ে নিবে, পরবর্তী প্রজন্মরা ঐ মানিয়ে নেয়া অবস্থাতেই বেড়ে উঠবে।
আর সবার মাঝে ওর শিক্ষা থাকলে ঐ শিল্পেও আমাদের অবদান থাকবে – যেমন রাশিয়া।
ভাই বিশ্বাস করেন, বাংলাদেশের উপর সরকারের কোনো নিয়ন্ত্রন এখন নেই। তারা পুরো দেশটাকে ভারতের হাতে কিছুটা প্রকাশে এবং পুরোটা গোপনে তুলে দিয়েছে। ভেতরের অবস্থা মারাত্মক।
মন্তব্য করতে লগইন করুন