হেফাজতে ইসলামকে কেউ ভুল বুঝবেন না ।
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৪ ডিসেম্বর, ২০১৩, ০৯:৪১:৩৬ সকাল
হেফাজতের কর্মসূচি
নিয়ে গণমাধ্যমে
বিভ্রান্তি,
স্থগিতের সিদ্ধান্ত
বহাল।
নতুন
বার্তা ডটকম >ঢাকা:>
হেফাজতে ইসলাম আনুষ্ঠানিক সংবাদ
সম্মেলন করে তাদের মঙ্গলবারের
মহাসমাবেশ স্থগিত
করলো কেনো,
কোনো গণমাধ্যমে
আল্লামা শফীর বরাত দিয়ে তা বহাল থাকারকথা জানানো হয়।
এতে বিভ্রান্তি
সৃষ্টি হয়েছে।
https://m.facebook.com/estiak.ahmed.39395
তবে ঢাকা ও চট্টগ্রামের নেতাদেরসঙ্গে
আলোচনা করে জানা গেছে,মহাসমাবেশ স্থগিতেরব্যাপারে
তাদের সিদ্ধান্ত
বহালআছে।হেফাজতে ইসলামের সাংগঠনিক
সম্পাদক
আজিজুল হক ইসলামাবাদী
সোমবার বিকেল পৌনে চারটায় নতুনবার্তা
ডটকমকে এ তথ্য নিশ্চিতকরেছেন।ইসলামাবাদী বলেন, “ঢাকায় সংবাদব্রিফিং হওয়ার আগে অর্থাৎহেফাজতে ইসলামের আমিরআল্লামা আহমদ শফী ও মহাসচিবআল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখনঢাকায় আসতে বাধা দেয়া হয়েছে,তখন তিনি বলেছিলেন, সমাবেশ হবে।এরপরে তাৎক্ষণিক সমাবেশ না করারসিদ্ধান্ত নেয়া হয়েছে।”তিনি বলেন,“কোনো কোনো মিডিয়া ভুল তথ্যদিয়ে বিভ্রান্ত করছেন। এইকর্মসূচি বাস্তবায়ন করবে ঢাকারকমিটি। সুতরাং তাদের সিদ্ধান্তইসঠিক।”সোমবার দুপুরের পরহাটহাজারীতে আমিরসহ কেন্দ্রীয়নেতাদের নিয়ে বৈঠক হয়েছে।সেখানে ঢাকার নেতৃবৃন্দহাটহাজারীতে আসবেন বলে সিদ্ধান্তহয়েছে। এরপরে হাটহাজারী ও ঢাকারনেতৃবৃন্দকে নিয়ে বৈঠকহবে বলে জানিয়েছেন ইসলামাবাদী।তিনি আরো বলেন, “সরকারের এআচরণের বিরুদ্ধে ওই বৈঠকথেকে কঠোর কর্মসূচি আসবে।” কেমনকর্মসূচি হবে, সে বিষয়ে আজিজুল হকইসলামাবাদী কিছুবলতে অপারগতা প্রকাশ করেছেন।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন