দেশে নতুন চিকিৎসা গলফ্ খেলা, রোগের নাম "ইযানাকিজেখা"
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৪ ডিসেম্বর, ২০১৩, ০৯:২২:২৭ সকাল
এর আগে আমরা জেনেছি এখন থেকে অসুস্হ হলে র্যাব এসে আপনাকে হাসপাতালে নিয়ে যাবে। যেমনটা এরশাদ অসুস্হ হলে চিকিৎসার জন্য র্যাব এসে লেজেহুমু এরশাদকে হাসপাতালে নিয়ে গিয়েছিল ।
অসুস্হ এরশাদকে হাসপাতালের বিছানা ছেড়ে গলফ্ খেলতে দেখে কেউ-কেউ বাঁকা চোখে তাকালে BAL মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট চিকিৎসক(!) ওবায়দুল কাদের জানান, "গলফ্ খেলাটা এরশাদের চিকিৎসার অংশ।"
এরশাদের গোপন রোগটি দেশের বড় বড় ডাক্তাররা ধরতে পারেননি। শেখ হাসিনা রোগটি ধরতে পেরে জরুরি ভিত্তিতে এরশাদকে ধরে এনে সি এম এইচ এ ভর্তি করান।
ও হ্যাঁ ! আপনারা যারা জানতে আগ্রহী, এরশাদের রোগটার নাম "ইযানাকিজেখা" অর্থাৎ, "ইলেকশনে যাবি? না কি জেল খাটবি?"
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন