ফখরুলদের খুঁজতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশ!!

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০১ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৮:৩৪ রাত

অবরোধে বাস পোড়ানোর মামলায় আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষনেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে পুলিশ।

তবে তাদের সন্ধান বের করতে পুলিশ সচেষ্ট জানিয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেছেন, “তাদের খুঁজে বের করতে প্রযুক্তিরও সাহায্য নেয়া হচ্ছে।”

অবরোধের গাড়ি পোড়ানোর মামলায় আসামিদের মধ্যে ফখরুল ছাড়াও রয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, রুহুল কবীর রিজভী, আমানউল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, আব্দুস সালাম।

বেশ কিছুদিন ধরে দলীয় কার্যালয়ে অবস্থানকারী রিজভীকে শনিবার ভোরে পুলিশ গ্রেপ্তার করে। অন্য নেতাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। ফখরুলকে সর্বশেষ গত শুক্রবার নয়া পল্টনে একটি কর্মসূচিতে দেখা গিয়েছিল।

পেট্রল বোমা ছুড়ে গত বৃহস্পতিবার শাহবাগে এবং গত শনিবার মালিবাগে বাসে আগুন দেয়ার পরিকল্পনাকারী হিসেবে বিএনপি নেতাদের আসামি করেছে পুলিশ।

তবে বিএনপির মুখপাত্র এক বিবৃতিতে গাড়িতে আগুন দেয়ার দায় অস্বীকার করে এক বিবৃতিতে বলেছেন, সরকারের ‘এজেন্টরা’ আগুন দিয়ে সে দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে।

মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল রোববার তার কার্যালয়ে গণমাধ্যমকে বলেন, “বিএনপির শীর্ষ নেতাদের সম্ভাব্য সব জায়গায় খোঁজা হচ্ছে। বাসায় তারা কেউ নাই। হয়ত অন্য কারো বাসায় আত্মগোপন করে আছেন।

শাহবাগ ও মালিবাগে বাসে পেট্রোল বোমা যারা ছুড়েছে, তাদের সনাক্ত করা যায়নি বলে জানান মনিরুল। এ জন্য বিশেষ টিম কাজ করছে।

বিষয়: রাজনীতি

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File