কাঁচের গোলাপ

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ০১ ডিসেম্বর, ২০১৩, ০৯:১৭:৩৫ রাত

তিনদিন আগে

এক গোছা সুগন্ধ ছড়ানো বকুল মালা

এনে রেখেছিলেম শো-কেসের ওপরে । গাঢ় লাল

কাঁচের গোলাপটির ঠিক পাশে ।

আজ বিকেলে ঘরে ফিরে আমি

নিঃশ্বাসে পাইনি সুঘ্রাণ ; চেয়ে দেখি অবাক নয়নে

নেতিয়ে পড়েছে ওরা – ফুলদানিতেই । দিয়ে গেছে সর্বস্ব বিলিয়ে

যেটুকু ছিল দেবার । বহাল তবিয়তে আছে কাঁচের গোলাপ

আগের মতই উজ্জ্বল !

কাকে ভালোবাসবো আমি ? সত্যিকারের বকুল নাকি কাঁচের গোলাপ ?

সুগন্ধ ছড়িয়ে দু’দিনে হারিয়ে যাবো ; নাকি-

থাকবো টিকে বহুকাল কাঁচের গোলাপ হয়ে ? এই দ্বিধায়

সেই থেকে বিক্ষিপ্ত হয়ে আছে মন !

[কাঁচের গোলাপ/ ০১-১২-২০১৩]

https://www.facebook.com/muhsin.abdullahmu/posts/10200538815506776

বিষয়: সাহিত্য

১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File