এই নৌকা নূহ নবীর সেই কিস্তি: হসিনা কি ধর্মীয় অনুভুতিতে আঘাত করেনি?

লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ৩০ ডিসেম্বর, ২০১৩, ১২:১০:৪০ রাত





‘আওয়ামী লীগের এই নৌকা নূহ নবীর সেই কিস্তি যা দিয়ে তিনি মানবজাতিকে উদ্ধার করেছিলেন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তিনি বলেন, “নূহ নবী যে নৌকা দিয়ে সমগ্র মানবজাতিকে উদ্ধার করেছিলেন, আওয়ামী লীগও সেই নৌকা দিয়েই আজ বাংলাদেশের মানুষকের উদ্ধারের ব্রত নিয়েছে ।

আওয়ামী লীগ যখন দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করার কোন পথ খুজে বের করতে পারছিলেন না।তখন ধর্মীয় অনুভুতিতে আঘাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নিজামীকেও একইভাবে আটক করা হয়।

তারা বক্তব্যের মধ্যে বলেছে পূর্বে নবী রাসূলগণের উপরও অত্যাচার করা হয়েছে। আর এখন তাদের অনুসারীদের উপর অত্যাচার করা হচ্ছে। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা হল ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল বলে অভিযোগ করেছিল এই আওয়ামী নিরেট মূর্খরা।

আর আজ নূহ নবীর কিস্তির সঙ্গে তুলুনা করা কি ধর্মীয় অনুভতিতে আঘাত করা নয়? নাকি ডেট অভার প্রধানমন্ত্রীর জন্য হাদিস পাল্টে গেল।

[বিঃ দ্রঃ] এখন আর বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। যে ধর্মের নিয়ে রাজনিতি কে করে ! ধর্মকে কে ব্যবসা হিসেবে ব্যবহার করে।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File