"যখন দেখি,তখন আমি" (এক মুক্তিকামীর কথা)

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৯ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৬:৩৩ রাত

আমার হাতে নেই অস্ত্র

গোলাবারুদ নেই

শক্তি নেই প্রতিরোধের

প্রতিশোধ ও সেই

তারপরেও নামছি মাঠে

করছি প্রতিবাদ

বুলেট এসে বিধছে বুকে

সইছি শত ঘাত

চোখের সামনে পড়ছে ঢলে

আন্দোলনের সাথি

নিজ হাতে রাখছি তাঁরে

মাটির বুকে গাঁথি

তাঁদের মত হয়তো আমিও

রক্ত মাখা বুকে

চীর তরে ঘুমিয়ে যাবো

পাবেনা কেউ ডেকে

যখন দেখি আমার মায়ের

অশ্রু ভরা চোখ

রক্ত জামা বুকে ধরে

করছে প্রলাপ শোক

ছেলে হারা পিতার মুখ

যখন দেখি ভারি

বোন ভাইয়েরা সকাল সাঝে

করে আহাজারি

গৃহহারা পথের সাথি

পালিয়ে বেড়ায় যখন

প্রতিদিনেই ডুবতে দেখি

রক্ত মাখা পবন

রিমান্ড দিয়ে পঙ্গু করে

ফেলে রাখে জেলে

বাবা মায়ের স্বপ্নগুলো

হায়েনা ছিড়ে ফেলে

আমার নেতার ফাঁসিতে ঝুলায়

বিচার নামের প্রোহষণ

ভীনদেশীরা দেশটা খাবে

স্বপে উড়ায় কেতন

তখন আমার জীবন বলে

লাভ হবে কী বেঁচে

এই যাতনা সইবো কিভায়

জিজ্ঞাশু তাই নিজে

শফৎ নিলাম তখন আমি

মুক্তি নিয়েই ফিরবো

জালিমশাহী ধ্বংস করে

প্রিয় এদেশ গড়বো

বিষয়: সাহিত্য

৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File