আম্লীগ, বাকশাল ও স্বৈরাচার
লিখেছেন লিখেছেন মেজর রিফাত ২২ নভেম্বর, ২০১৩, ০৮:৪০:০১ রাত
জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ সবসময়ই নাম
নিয়ে খেলে!
অবশ্য তাদের নামের মধ্যেই নিহিত 'শুভংকেরর
ফাঁকি'!
শুধুমাত্র বাঙালী জাতিয়তাবাদে বিশ্বাসী হলেও
তাদের দলের নাম বাংলাদেশ আওয়ামী (মানে আম-জনতা) লীগ!
অন্যদিকে যে দল তার প্রতিষ্ঠাতাকে ভুলে গেছে সে দল তাদের দেবতা শেখ মুজিবকে বাঙালী জাতি নাকি বাংলাদেশী জাতি কিংবা অন্যকোনো জাতি কিনা তা স্পষ্ট
না করেই ডাকে 'জাতির আব্বা' !
এই স্বৈরাচারী মুজিব সেদিন স্বাধীনতা পরবর্তীতে দেশ পূর্ণগঠন বাদ দিয়ে কাদেরকে রক্ষার নামে সেনাবাহিনীর বিকল্প
বাহিনী হিসেবে 'রক্ষীবাহিনী' গঠন করলো?
যে বাহিনী ২৫ হাজার
মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে!
এই সেই কুলাঙ্গার মুজিব যে ৭৪সালের দূর্ভিক্ষে ১৫লক্ষ মানুষের মৃত্যুকে মাএ ২৭ হাজার বলে চালিয়ে দিয়েছিলো।
আজ তার যোগ্য উত্তরসূরী স্বৈরতন্ত্রের রাক্ষসকন্যা সেক্সি-না (শেইখ হাচিনা) যুদ্ধাপরাধী রাজাকার আলবদরদের বিচারের ট্রাইব্যুনালের নাম
দিয়েছে 'মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল' !
যেখানে তারাই মানবতা চরমভাবে লংঘন
করে চলেছে!
মাত্র হাতেগোনা ৯ টি দল নিয়ে গঠিত জোটকে নাম দিছে '১৪ দলীয় জোট'!
জোটের ১৪ টি দলের নাম
কেউ বলতে পারেনা !
শুধুমাত্র সরকারদলীয় মহাজোটের মন্ত্রীদের
নিয়ে গঠিত সরকারের নাম দিছে 'সর্বদলীয়
সরকার'!
এছাড়াও সম্প্রতি 'সিএনএনের আই-রিপোর্ট'কে 'সিএনএন
রিপোর্ট',
'সাউথ-সাউথ মিডিয়া এওয়ার্ড',
সংবিধান লংঘন করেও 'সাংবিধানিক সরকার' নামের প্রতারনাতো আছেই !
এই দলটি শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস-
রাজনীতীতে প্রতিনিয়ত নতুন নতুন মিথ্যা ও
ভন্ডামী অনুপ্রবেশ ঘটাচ্ছে!
অবশ্য আজকের অনলাইনের শিক্ষিত ও সচেতন তরুন প্রজন্মই তাদের ভন্ডামী প্রতিনিয়ত
যেভাবে ধরে করে ফেলছে তাতে একথা নিশ্চিত
যে অদূর ভবিষ্যতে আওয়ামীলীগের নিশ্চিহ্ন
হওয়া সময়ের ব্যাপার মাত্র!
'৭১ এ ৯০% এর জনপ্রিয় দল আজ ২৫% এ
এসে এমনি এমনি ঠেকেনি!
ইদানীংকালের সকল জরিপে একটি কমন বিষয়
উঠে এসেছে!
তা হল :
"তরুণদের মধ্যে আওয়ামীলীগের
জনপ্রিয়তা কম !"
একসময় আওয়ামীলীগও .০১% এর জাসদে পরিণত
হবে !
আর জাতির নাতি বুদ্ধি প্রতিবন্ধী সজীব জয় হবে নামসর্বস্ব দলের একমাত্র হাইব্রিড নেতা!!
বিষয়: রাজনীতি
৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন