শৌচ-যোগাযোগ মন্ত্রী বনাম শৌচকার্যঃ হীরক রাণীর দেশে…

লিখেছেন লিখেছেন মেজর রিফাত ২২ আগস্ট, ২০১৫, ১২:১১:১৯ রাত

একদা হীরক রাণীর দেশে তার শৌচ-যোগাযোগমন্ত্রী কেষ্ট দা চিন্তা করিতে থাকিলেন, কিভাবে শৌচকার্যের দূর্গন্ধ প্রতিরোধ করিয়া নিন্দুকের সমালোচনা দূর করা যায়?

অবশেষে ভাবিতে ভাবিতে মন্ত্রী একটা উপায় পেলেন, রাজ্যের শৌচালয়গুলা বন্ধ করা দরকার! তাতে দূর্গন্ধও থাকিলো না, সমালোচনার তো প্রশ্নই আসে না..... Happy)

যেমন চিন্তা তেমন কর্ম। রাণীর খোয়াড়ের কাজী নামক ছাগলটা বিকল্প ব্যবস্থা না করিয়া লাফাতে লাফাতে রায় দিল- আজকে থেকে রাজ্যে শৌচকার্য নিষিদ্ধ এবং শৌচালয়গুলা বন্ধ থাকিবে......

অতঃপর আজঅবধি রাজ্যের প্রজারা না পারিতেছে শৌচকার্য সম্পাদন করিতে, না পারিতেছে প্রতিবাদ করিতে.......

প্রতিবাদ! এত বড় দূঃসাহস কার? রাণীর আদেশ প্রতিবাদ করা মাত্রই ৫৭ ধারায় শূলে চড়ানো হইবে.....

[## বিঃদ্রঃ এই সাহিত্য কর্মটি সম্পূর্ণ লেখকের অলস মতিষ্কের কল্পনাপ্রসূত! ইহার সাথে কেউ যদি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাইকোর্ট এর থ্রি হুইলার বন্ধের আদেশের সাথে মিল খুজিঁয়া পান তবে নিজে দায়ী থাকিবেন।]

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337414
২২ আগস্ট ২০১৫ রাত ১২:২৬
মাটিরলাঠি লিখেছেন : দায়ী থাকিলাম।
337431
২২ আগস্ট ২০১৫ রাত ০৪:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : বেশ ভালো লিখেন।
337446
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৯
নাবিক লিখেছেন : মিল খুঁজিয়া পাইলাম
337458
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফাটা কেষ্ট নিজ্ই উদাহরন। বেমিল খুজি কেমনে!
337652
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিজে দায়ী হলাম!!! মিল খুজতে গিয়ে এখন ভয়ে কখন কি হয়!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File