এক ছেলে তার বাবাকে বলছেঃ পরিক্ষায় GPA 5 পেলে মটর সাইকেল দিতে কিন্তু বাবা দিলেন আজব উপহার ! ! ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ আগস্ট, ২০১৫, ০১:১৬:০৫ রাত

এক ছেলে তার বাবাকে বলছেঃ------------------------------------

সামনের মাসে আমার পরীক্ষার রেজাল্ট দিবে।

আমি A+ পাইলে আমাকে একটা মটর বাইক কিনে দিতে হবে।

পরীক্ষার রেজাল্ট যে দিন হয় তখন ছেলে খুব খুশী হয়ে বাবার কাছে এসে

বলছে

বাবা:-আমি A+ পেয়েছি।

এইবার কিন্তু আমাকে বাইক একটা কিনে দিতেই হবে।

বাবা বললেনঃ আমি তোমার উপহার তোমার পড়ার টেবিলের উপর রেখে

এসেছি।

ছেলে গিয়ে দেখল একটা বাক্স, ছেলে ভাবতে লাগল এটাতেই চাবি

আছে।

কিন্তু খুলে দেখে এর ভেতরে একটা কোরান শরীফ।

ছেলে রাগ করে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল এবং কয়েকদিন পরেই স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেল পড়ালেখা করার জন্য।

বিদেশ যাওয়ার পর বাবার সাথে কোন যোগাযোগ করে নাই ছেলেটা।

কয়েক বছর পর একদিন কল আসল ছেলেটির কাছে।

জানতে পারল বাবা খুব অসুস্থ, কিন্তু ছেলেটি বাবাকে দেখতে যায় নি। কয়েকদিন পর ছেলেটির কাছে আরেকটি কল আসে। জানতে পারল

তার বাবা মারা গেছেন।

বাবা'র মারা যাবার পর ছেলেটি দেশে আসে কারণ ঘরবাড়ি সব তার নামে

করে দিয়ে গেছেন তার বাবা এবং এই- সবকিছু তাকেই দেখাশোনা করতে হবে। তারপর একদিন ছেলেটির তার বাবা কথা মনে পড়ল এবং বাবার ঘরে

গিয়ে কাঁদতে লাগল।

হঠাত দেখল তার বাবার পড়ার টেবিলের উপরে রাখা সেই বাক্স, যে বাক্স তার বাবা তাকে দিয়েছিলেন উপহার হিসেবে।

ছেলে ওজু করে এসে কোরান শরীফটা হাতে নিলো এবং পড়া শুরু করল।

হঠাত করেই কোরান শরীফের ভেতর থেকে একটা চাবি নিচে পড়ল।

ছেলেটি পাতা উল্টানো শুরু করল এবংএকটা চিঠি পেল। যেখানে লিখা ছিলঃ

বাবা আমি অনেক খুশী যে তুমি A+ পেয়েছ।

আমি চাইব তুমি আল্লাহ'র পরীক্ষাতেও এই ভাবে A+ পাও। আর এই চাবিটা

হচ্ছে তোমার নতুন মটর-বাইকের চাবি,

আমাদের গ্যারেজে রাখা আছে তোমার নতুন বাইক।

ছেলেটির চোখে জল চলে আসলো। ছেলেটি গ্যারেজে গেল এবং দেখতে পেল তার সবচেয়ে পছন্দের বাইক সেখানে রাখা।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337430
২২ আগস্ট ২০১৫ রাত ০৪:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : গল্পটা বেশ চমৎকার।
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:১৭
279114
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
337445
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৭
নাবিক লিখেছেন : ভালো লাগলো
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:১৮
279115
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
337457
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৫
279131
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
337478
২২ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৯
হতভাগা লিখেছেন : ইন্টারে এ প্লাস পাবার পর কি উপায়ে স্কলারশীপ পাওয়া যায় , যার ফলে বিদেশে লেখা পড়া করতে গিয়েছে ছেলেটি ?

ছেলেটি তো মাত্র ১৮ বছর বয়সের । আমাদের প্রশাসনের উর্ধ্বতনরা নাকি অবসরে যাবার সময় অধীনস্তদের ক্বুরআন শরীফ উপহার না দিয়ে ডিপ ফ্রিজ উপহার দিতে বলেন ।
337482
২২ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো আপনার লেখা শিক্ষনীয় ঘটনাটি পড়ে! অনেক ধন্যবাদ আপনাকে! ভাইয়ার আরো শিক্ষনীয় লেখা পোস্ট করে করে আমাদেরকে পড়ার ও শেখার সুযোগ করে দিন! আপনার সর্বাধিক কল্যাণ কামনা করছি!
২২ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৫
279162
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ
আপা আপনাকে অনেক ধন্যবাদ কষ্টকরে লেখাটি পড়ার জন্য ভবিষ্যতে আরো চেষ্টা করব
337523
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:২০
আফরা লিখেছেন : এই গল্পের বিষয়টা নিয়ে আমার ও একটা লিখা আছে ভাইয়া , মনে হচ্ছে আমারটাই বেশী ভাল হয়েছে ।
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৪
279182
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপু আপনার লিখাটার লিংকটা দিবেন !
কষ্টকরে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫০
279183
আফরা লিখেছেন : Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File