ফিরে এলো ৭২-৭৫ : গৃহবন্দী, ভোটারাধিকার হরণ, সংবাদপত্রের কন্ঠরোধ.........
লিখেছেন লিখেছেন মেজর রিফাত ১১ জানুয়ারি, ২০১৫, ০৫:১৪:১৩ বিকাল
মাওলানা ভাসানী ৭২-৭৫ এ মুজিব শাসনামলের সময় হত্যা, লুণ্ঠন, গুম, চুরি এবং নানামুখী চক্রান্তের বিরুদ্ধে পালন করতে থাকেন সাহসী ভূমিকা। তা এই সাহসী ভুমিকায় ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগারদের কথিত ‘জাতির পিতা(!)’ গৃহবন্দী করলেন তার ‘রাজনৈতিক পিতা’ মাওলানা ভাসানীকে। যে শেখ মুজিবকে জেল থেকে বের করার জন্য তুমুল আন্দোলন করেছিলেন ভাসানী, স্বাধীন বাংলাদেশে তার হাতেই বন্দী হলেন ভাসানী! বন্ধ করে দেয়া হল ভাসানীর 'হক কথা' পত্রিকাটি।
তার পরের ইতিহাস বেদনাদায়ক, #বাকশাল গঠনের ইতিহাস।
তার পরের কাহিনী ফেরাউন থেকে এই দেশের মানুষের মুক্তি পাওয়ার কাহিনী..........
মুজিবের যোগ্য উত্তরসূরী পিতার পদাঙ্ক অনুসরণ করে শুরু করলেন বিরোধী মতালম্বীদের হত্যা, গুম-খুন, বাক স্বাধীনতা রোধ, ভোটারাধিকারহরণ, সংবাদপত্রের কন্ঠরোধ.............
সর্বশেষ বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বালির ট্রাক দিয়ে অন্তরীণ করার মাধ্যমে পিতার অপূর্নাঙ্গ স্বপ্ন বাকশালের ষোলকলা পূর্ন করলো........
এর আগে ২০১৪র ৫ই জানুয়ারীর একতরফা নির্বাচন করে বাকশালের প্রেতাত্মার পূর্নজন্ম দিয়েছেন........
বিষয়: রাজনীতি
১৩৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন