গুম-খুন, অতঃপর?

লিখেছেন লিখেছেন মেজর রিফাত ১২ মার্চ, ২০১৫, ১১:৫১:৩০ রাত

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচারবর্হিভূত হত্যাকারী মানবগুলো দিনদিন বড় দানবে পরিণত হয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা। বিগত ছয় বছরে পুরো বাংলাদেশজুড়ে বিরোধী মতালম্বীদের গুম-খুন অপহরণের এমনি ভয়ঙ্কর অধ্যায় গড়ে তোলে আওয়ামী লীগ।

যার শুরুটা হয়েছিলো ইলিয়াস আলী, চৌধুরী আলমদের দিয়ে সর্বশেষ সালাউদ্দিন আহমেদ........

কিন্তু প্রশ্ন হল, হাসিনা কি পারবে গুম-খুনের মাধ্যমে বিরোধীমতকে দমিয়ে রাখতে?

বন্দুকের নল দিয়ে মুক্তিকামী জনতার চলমান মুক্তি সংগ্রামকে স্তব্ধ করতে?

দেখা যাক, ইতিহাস কি বলে-

৭২-৭৫এর মুজিব শাসনামলে যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হত্যাকাণ্ড হচ্ছে ফরিদপুরের #কমরেড_লেবু_মিয়া হত্যা, #স্টুয়ার্ড_মুজিব হত্যা, #নেভাল_সিরাজ হত্যা, সিরাজগঞ্জের #কমরেড_মনিরুজ্জামান_তারা হত্যা এবং সর্বোপরি #কমরেড_সিরাজ_সিকদারের বন্দি অবস্থায় নিহত হওয়ার ঘটনা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় এ রকম আরও অনেক হত্যাকাণ্ড ঘটেছে।

ঢাকার একটি বাসা থেকে ভাষাসৈনিক #আবদুল_মতিনের দুই ভাইকে রক্ষীবাহিনী তুলে নিয়ে যায়। ইত্তেফাকের প্রখ্যাত সাংবাদিক প্রয়াত #আসাফউদ্দৌলা_রেজা এ ঘটনার পর একটি সংবাদ ইত্তেফাকে প্রকাশের ব্যবস্থা করেন। তার এ সাহসী উদ্যোগের ফলে এ দুজনের একজন ছাড়া পান, অন্যজন আজও ফিরে আসেননি।

অন্যদিকে, সোভিয়েত ইউনিয়নের নেতা #স্টালিন তো 'বিপ্লব' রক্ষার্থে অগণিত পার্টি সাথীদেরকেই গুম-খুন, অপহরণ-নির্যাতনের অপকৌশলের মাধ্যমে দমন করেছিলো প্রতিপক্ষ ভেবে। পোল্যান্ডের কমিউনিস্ট নেতৃত্ব তার কথা শুনছিল না এইজন্য আলোচনা করবেন বলে পোলিশ কমিউনিস্ট নেতৃত্বকে ডেকে আনলেন মস্কোতে। সেই নেতৃবৃন্দ আজও ফেরেননি পোল্যান্ডে এই ষাট বছর পরও।

বিরোধীমত দমনে 'গুম' বিশ্বব্যাপীই ফ্যাসিবাদীদের এক 'প্রিয়' অস্ত্র।

কিন্তু 'গুম-খুন' করে শেষ রক্ষা হয়নি শেখ মুজিবের, রক্ষা পায়নি #সোভিয়েত_বিপ্লব। ইনশা-আল্লাহ 'গুম-খুন'এর মতো অপকৌশল দিয়ে হাসিনাও রক্ষা পাবে না............

গণতান্তিক ধারাকে অবরুদ্ধ করে #আওয়ামী_লীগ ও #হাসিনা যদি মুক্তিকামী জনতার চলমান আন্দোলনকে জোর জবরদস্তি করে দমন করতে চায়, তাহলে এক্ষেত্রে 'গুম' অস্ত্রটি অচিরেই বুমেরাং হয়ে বাংলাদেশের অস্তিত্বকেই বিপন্ন করে তুলবে মাত্র............

কেননা, আদর্শকে আদর্শ দিয়েই প্রতিহত করতে হয়, বন্দুকের নল দিয়ে নয়..........

বিষয়: রাজনীতি

১১৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308628
১৩ মার্চ ২০১৫ রাত ০১:৪২
আব্দুল গাফফার লিখেছেন : একটি নতুন সূর্যদয়ের অপেক্ষা সারা বাংলাদেশ , সেখানে গুলির শব্দে বিপরিতে মানুষের ঘুম ভাংবে আজানের সুরে পাখির কলরব ধ্বনিতে । আল্লাহ আমাদের ঈমানই পরীক্ষা নিচ্ছেন হয়ত। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File