দেখি না চোরে কি করে!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২২ নভেম্বর, ২০১৩, ০৮:৩০:১৪ রাত



গভীর রাতে চোর ঘরের বেড়া কাটছে। গেরস্ত টের পেয়ে তড়িঘড়ি খাটের নিচে ঢুকলো। চোর ঘরের ভেতরে। গেরস্ত মনে মনে এই ভেবে নিজেকে সাহস যোগালো, "আমি কি চোরকে ভয় পাই নাকি ! দেখি না চোরে কি করে।" চোরটি এ কামরা থেকে আরেক কামরায় গেলো মালামাল খোজাখুজি করতে। আরো নিরাপদ থাকার জন্য গেরস্ত ঘরের সিলিং-এর উপরে নিজেকে লুকালো। মনে মনে একই ভাবনা, "দেখি না চোরে কি করে।" চোরটি সবগুলো কামরা থেকে বাছাই করে নেয়ার মতো সব দামী জিনিস একত্রিত করে সাথে নিয়ে আসা চাদরে বাঁধা-ছাদার কাজ করছে। গেরস্ত চোরের মাথার উপরে বসে ঐ একই ভাবনা ভেবেই চলেছে। গেরস্তের অমন ভাবনার মধ্য দিয়ে চোরটি নির্বিঘ্নে তার চোখের সামনে দিয়ে ঘরের সকল মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে গেলো।

আজ সমগ্র দেশ ও জাতি তাকিয়ে আছে বিরোধীদলীয় জোটের দিকে। দুর্বিসহ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবাই আশা করছে, তারা কঠোর ও সাহসী ভূমিকা এবং কর্মসূচী গ্রহন করবে যেন জাতি এ জালেম সরকারের জুলুম থেকে এবং দেশ সর্বনাশ থেকে রক্ষা পায়।

এ যাবতকাল ১৮ দলীয় জোটের অগ্রনী-অবস্থানের বিএনপি-র নেতৃবৃন্দকে গল্পের গেরস্তটির মতোই নিরাপদ অবস্থানে থেকে বিভিন্ন অসার তর্জন-গর্জন এবং আল্টিমেটাম উচ্চারণ করতেই দেখা গেছে। "অমুক সময়ের মধ্যে এই না হলে হ্যান করেঙ্গা। তমুক তারিখের মধ্যে অই না হলে ত্যান করেঙ্গা।" এর পাশাপাশি গেরস্তটির স্বগত ভাবনার মতোই অক্ষমের রাশভারী আস্ফালন, "আমরা এ সরকারকে থোড়াই কেয়ার করি। চাইলেই হ্যান করতে পারি, ত্যান করতে পারি। শুধু দেখছি, সরকার কি করে।"

এখন চোর তো তার উদ্দেশ্য হাসিল করে হাতের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম। দয়া করে এবার 'বোল-বচ্চন' বাদ দিয়ে ময়দানে নামুন। সত্যিই চোরকে আটকানোর জন্য কিছু করুন।

বিষয়: বিবিধ

২৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File