তিন সাংসদের আত্বকথা
লিখেছেন লিখেছেন সায়েম খান ২৮ নভেম্বর, ২০১৩, ০৪:৪৮:২৭ বিকাল
এক:
আমি মিঃ আবুকানা
চোখে দিয়েছি সানগ্লাস,
নির্বাচনে জয় পেয়েছি
এটাই আমার পয়েন্ট প্লাস।
গলাতে দিয়েছি আমি
ধুতুরা ফুলের মালা,
সংসদে যাবোই আমি
ঠেকাবে কোন শালা?
করবো বাড়ী কিনবো গাড়ি
গড়বো ইন্ডাস্ট্রি,
সিগারেট খাওয়া ধরবো এবার
আর খাবোনা বিড়ি।
দুই:
আমি হলাম হাফকানা
মাথায় একটা টাক,
আমার পূর্বের হিস্টরিটা
একটু শোনা যাক।
আমি আগে ছিলাম কিন্তু
ডাকু কেহেরমান,
মাথার চুল আর চক্ষু তুলে
নিয়েছে জনগণ।
নির্বাচন করলাম এসে
অন্য এলাকায়,
কি আশ্চর্য্য আমার পক্ষেই
এসেছে গণরায়।
তিন:
আমি একটা মুখোশ পরা
ভদ্রলোক রে ভাই,
দুর্নিতীতে আমার কোন
তুলনা যে নাই।
কোটি টাকার ব্যাংক ব্যালেন্স
করেছি আমি নিজে,
আবার ভোটে জয় পেয়েছি
করবো আরও কী-যে।
নিজের স্বপ্ন করবো পূরণ
লাগিয়ে গায়ে হাওয়া,
পূরণ করতে পারবো নাকো
জনগণের চাওয়া।
—————————
রচনাকাল: ০৭/০১/২০০৯ ইং।
-------------------------------
বিঃদ্রঃ - কবিতাটির সাংসদ চরিত্রগুলো সম্পূর্ন কাল্পনিক ,কাউকে ছোট করবার জন্য নয়। কারও সাথে মিলে গেলে তা কাকতালীয়। এজন্য এর লেখক কোনভাবেই দায়ী নয়।
বিষয়: সাহিত্য
১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন