নীরব ভালবাসা

লিখেছেন লিখেছেন সায়েম খান ২৬ নভেম্বর, ২০১৩, ০৯:২৫:১৬ সকাল

শেষ বিকেলের সূর্য যখন

টিপ পরায় ঐ আকাশটাকে,

সেই ক্ষণটির জন্য শুধু

প্রতীক্ষায় এ মনটি থাকে।

প্রতিদিনই এই সময়ে

আসো তুমি বিলের ধারে,

একদিন না দেখলে তোমায়

মনটা আমার কেমন করে।

তাই প্রতিদিন বিলের ধারে

যাই ছুটে যাই হাঁটার ছলে,

দেখা পেলেই জুড়ায় পরান

না পেলে বুকে আগুন জ্বলে।

শুনেছি তোমার পাড়ার

লোকেরা তোমায় 'চাকমা' বলে,

অবুঝ যারা বলুক তারা

নইকো আমি তাদের দলে।

স্বপ্নের রাজকন্যা তুমি

তাইতো দেখি দু'চোখ ভরে,

কেন এত ভাললাগে

প্রেম হয় কি এমনি করে?

তুমি-আমি এই দু'জনে

বলিনা কথা সংকোচ নিয়ে,

দু'জনে শুধু দু'জনার পানে

অবাক হয়ে রই তাকিয়ে।

আমাদের দু'জনারই

হয়ে গেছে একই দশা,

তুমিও নীরব আমিও নীরব

নীরব মোদের ভালবাসা।

—————————

রচনাকাল: ২৮/০৫/২০০৯ ইং।

বিষয়: সাহিত্য

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File