অসময়ের সাথী

লিখেছেন লিখেছেন সায়েম খান ২৪ নভেম্বর, ২০১৩, ০৩:১৪:৫২ দুপুর

একাকী থাকার কষ্ট কত

বুঝি আমি তাই,

কেউ যেন একাকী না থাকে

এটাই আমি চাই।

একাকী ভেবে সঙ্গী হতে

চেয়েছি তোমার আমি,

জেনেছি তোমার সঙ্গী অনেক

আমি তাই কমদামী।

যতদিন তোমার মনের মত

সঙ্গী না কেউ হয়,

ততদিন তোমার সাথীর ভূমিকায়

করতাম যদি অভিনয়...

বুঝতাম তখন তুমি যে আমার

প্রকৃত সঙ্গী না,

একথা জেনেও নিজের সঙ্গে

করতাম প্রতারণা।

তোমাকে সঙ্গ দেবার পিছনে

ছিলোনা কোন স্বার্থ,

শুধুই আমি ঘোঁচাতে চেয়েছি

তোমার একাকীত্ব।

আর কখনো তোমাকে নিয়ে

চাইবোনা যেতে দূরে,

নিজেকে বাঁধতে চাইবোনা আর

তোমার গানের সুরে।

ম্যাসেজ এর শেষে 'কাছের মানুষ'

লিখবনা আমি আর,

হারিয়ে ফেলেছি এমন কথা

লেখার অধিকার্।

কখনো যদি এই অধমের

মনে করো তুমি প্রয়োজন,

সুখে না হোক,দুঃখের দিনেই

করিও আমাকে স্বরণ।

----------------

রচনাকাল: ১৫/০২/২০০৫ ইং।

বিষয়: সাহিত্য

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File