♥ ইদানিং ভালবাসা ♥
লিখেছেন লিখেছেন সায়েম খান ১৭ নভেম্বর, ২০১৩, ০৪:১২:৫৮ বিকাল
ইদানিং ভালবাসা
অর্থের ভক্ত,
নারী ছোটে তার পিছে
যার আছে অর্থ।
ভালবাসা কড়া নাড়ে
ধনীদের দরজায়,
সত্যিকারের প্রেম
মুখ ঢাকে লজ্জায়।
চন্ডীদাসের মত
ভাল কেউ বাসেনা,
এতকাল নষ্টের
প্রশ্নই আসেনা।
একবার দেখাতেই
হচ্ছে যে প্রেম আজ,
ক্ষনিকের ব্যবধানে
ভূলে যায় সব লাজ।
ইদানিং প্রেমে যেন
একটাই শর্ত,
নষ্টামিতে থাকে
সকলেই মত্ত।
ইদানিং মন দিয়ে
ভালবাসা হয়না,
তাইতো সহসা ভাঙ্গে,
বেশীদিন রয়না।
______________________________
রচনাকাল: ০৬/০৬/২০০৯ ইং।
=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=
বিষয়: সাহিত্য
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন