♘ হরতাল সমাচার ♞
লিখেছেন লিখেছেন সায়েম খান ১২ নভেম্বর, ২০১৩, ০৫:২৭:৫৩ বিকাল
হরতালে পড়ছে লাথি
দিনমজুরের পেটে,
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
রাস্তাঘাটে চলতে গেলে
প্রাণ নিয়ে যাই হাতে,
হঠাৎ কখন দেখা মেলে
পিকেটারের সাথে।
হঠাৎ কখন আগুন লেগে
ঝলসে যে যায় দেহ,
শঙ্কা ছাড়া হচ্ছেনাতো
রাজপথে বের কেহ।
ক্ষমতারই লোভে তারা
করছে দলাদলি,
মধ্যে থেকে আমরা শুধু
হচ্ছি যে তার বলি।
মুখে মুখেই বলছে তারা
স্বদেশপ্রেমের কথা,
একবারও কেউ ভাবছেনাতো
যাচ্ছে এদেশ কোথা।
শান্তি কোথায় হারিয়ে গেল
পাচ্ছিনা তো খুঁজে,
আনতে পারে শান্তি যারা
রয়েছে চোখ বুজে।
তুমি আমি বাস না পেয়ে
গেলাম নাহয় হেটে
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
--------------------------
রচনাকাল: ১২/১১/২০১৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°
বিষয়: সাহিত্য
১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন