অপ্রত্যাশিত জন্মদিন

লিখেছেন লিখেছেন সায়েম খান ১১ নভেম্বর, ২০১৩, ০৪:১৮:৫৩ বিকাল

২৮ শে সেপ্টেম্বরে

সন্ধ্যা বেলার পরে,

গিয়েছিলাম আমি ছোট্ট একটা

জন্মদিন আসরে।

আমি ছাড়া আর সেখানে ছিল

রাহিদ,ইতি ও দিনা,

তিনজনই ছিল খুব ক্লোজ ফ্রেন্ড

আমিই যেন অচেনা।

ফুর্তি ও হাসির গমকে তাদের

আকাশ গিয়েছে ফেঁটে,

সকলের মাঝেও একাকী আমার

সময় গিয়েছে কেটে।

তবুও সেখানে ছিলাম আমি

ফিরতে পারিনি পিছু,

সবকিছু শুধু নীরবে সয়েছি

বলার ছিলনা কিছু।

°°°°°°°°°°°°°°°°°°°°°°

রচনাকাল: ২৯/০৯/২০০৩ ইং

*****************

বিষয়: সাহিত্য

১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File