=• দুঃখের কাছে ঋনী •=
লিখেছেন লিখেছেন সায়েম খান ১০ নভেম্বর, ২০১৩, ১১:৪০:৫৭ সকাল
দুঃখ আমার অনেক আপন
যেমন ছোট ভাই,
ত্রিভূবনে এমন পরম
বন্ধু যে কেউ নাই।
সবাই আমায় পর ভেবে
দেয় যে ঠেলে দূরে,
দুঃখ আমায় ছাড়েনা কভূ
থাকে আঁকড়ে ধরে।
এই হৃদয়ে থাকবে লেখা
দুঃখ তোমার নাম,
আমায় তুমি করেছ ঋনী
তোমাকে সালাম...।
-------------------------------
রচনাকাল: ৩০/০৭/২০০৯ ইং
••••••••••••••••••••••••••
বিষয়: সাহিত্য
৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন